PM Kisan: 6000 টাকা পাবে পুরুষ ও মহিলারা! অনলাইনে আজই আবেদন করুন
১০০০, ২০০০ টাকা করে প্রতিমাসে আর নয়! এবার একবারে ৬০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে (PM Kisan). দেশের মানুষের উন্নতির জন্য সরকার প্রতিজ্ঞা বদ্ধ (Farmers) সরকার বহু প্রকল্প (New Govt Scheme) এনেছে দেশের সাধারন মানুষদের জন্যে। ক্ষমতায় আসার পর থেকেই অনেক প্রকল্প চালু করেছে কেন্দ্র। পড়ুয়াদের স্কলারশিপ (Scholarship) থেকে, বয়স্ক, মহিলা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে যে গুলোর মাধ্যমে তাদের আর্থিক সাহায্য করা হয়।
PM Kisan Yojana Provide 6000 Rupees
আজ আপনাদের সাথে কেন্দ্র সরকারের একটি প্রকল্পের (PM Kisan) ব্যাপারে আলোচনা করব। এই প্রকল্পের মাধ্যমে 1000 বা 2000 নয় একেবারে 6000 হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া। কি সেই প্রকল্প জেনে নিন। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এই কৃষকবন্ধুদের (Krishak Bandhu) জন্যে সাড়া দেশবাসী দুই বেলা দুই মুঠো খেতে পারছে। তাই মোদীজি সব সময় কৃষকদের কথা ভাবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা
এই জন্য কেন্দ্র সরকার একটি প্রকল্প চালু করেছেন কৃষকদের জন্যে। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নীধি যোজনা (PM Kisan Yojana). এই প্রকল্পের কথা কম বেশি সবাই জানে। কিষান সম্মান নীধি যোজনার মাধ্যমে চাষিভাইদের 6000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। এই টাকা 3 টি কিস্তিতে 2000 টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়।
পিএম কিষান ১৮ তম কিস্তির টাকা
চলতি বছর লোকসভা ভোটে জিতে তৃতীয় বার সরকার গঠনের পর এই PM Kisan নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের সরকার কৃষকদের কল্যাণের জন্যে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দ্বায়িত্ব নেওয়ার পরে সই করা প্রথম ফাইলটি হল চাষিভাইদের কল্যাণের সাথে সম্পর্কিত। আমরা এবার কৃষক এবং কৃষিজমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই।”
পিএম কিষান যোজনায় অনলাইন আবেদন
এই PM Kisan-র সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত মানতে হবে। যে কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে চান তার নামেই চাষের জমি থাকতে হবে। আবেদনকারির বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে। এই সুবিধা একই পরিবারের একজনই পাবে। তবে কোনো চাষি যদি কর দিয়ে থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর এই সুবিধা পাওয়ার প্রথম শর্ত হল বৈধ্য আধার কার্ড (Aadhaar Card) থাকা।
প্রধানমন্ত্রী জন ধন যোজনা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে নতুন কি সুবিধা পাবেন?
PM Kisan Online Apply Process
প্রথমে পিএম কিষান সম্মান নীধি যোজনার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে New Farmer Registration এ ক্লিক করতে হবে। তারপরে প্রয়োজনীয় তথ্য আধার নাম্বার, নাম, মোবাইল নাম্বার, ব্যাঙ্কের বিবরণ এই সব তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। এই ভাবে আবেদন করতে হবে। আবেদন পত্র গ্রাহ্য হলে আর্থিক অনুদান ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে।
Written by Ananya Chakraborty.