Petrol Diesel Price: কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম! কবে থেকে সস্তায় পাবেন?
পুজোর আগে পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price) নিয়ে সুখবর আসতে পারে! দিন দিন পেট্রোল ডিজেলের দাম এতো বেড়ে যাচ্ছে যে সাধারন মানুষদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। পেট্রোল ডিজেলের দাম (Diesel Petrol Price) বাড়ার কারনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে যাচ্ছে (Inflamation Hike). এর ফলে ভুগতে হচ্ছে সাধারন মানুষদের।
Petrol Diesel Price Reduce by Government Fact Check News
তবে এবার কেন্দ্র সরকারের (Government of India) তরফ থেকে ইঙ্গিত মিলেছে পেট্রোল ডিজেলের দাম (Petrol Diesel Price) কমানোর ব্যাপারে। আর এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে আখেরে উৎসবের মরশুমের আগে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে।
কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম?
তাই এরপরে দেশ জুড়ে জ্বালানির দাম কমবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব বাজারে গত 9 মাসে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে ক্রুড ওয়েলের দাম (Crude Oil Price). যদিও ঘরোয়া বাজারে এই হ্রাসের সুবিধা এখন দাম (Petrol Diesel Price) পরিবর্তনে দেখা যায়নি। তেল কোম্পানি গুলোর লাভ বাড়ছে তাই এই লাভের প্রেক্ষিতেই কেন্দ্র সরকার পেট্রোল ডিজেলের দাম কমাতে পারে।
বিশ্ববাজারে কাঁচা তেলের দাম কত?
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) অয়েলের দাম 70 ডলারের নিচে নেমেছে এবং ব্রেন্ট ক্রুডের দাম 72.75 ডলারের দাঁড়িয়েছে। OPEC Plus দেশ গুলির উৎপাদন কমানোর সিদ্ধান্ত আগামী অক্টোবর থেকে কার্যকর হতে পারে। যা আন্তর্জাতিক তেলের দাম (International Crude Oil) বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে, লিবিয়ায় তেল বাজারজাত হওয়া এবং ওপেক প্লাস বহির্ভূত দেশ গুলির উৎপাদন বাড়ানোর ইঙ্গিত রয়েছে।
৩ হাজার জমিয়ে লাখপতি! স্টেট ব্যাঙ্কের RD স্কিমে সবচেয়ে বেশি সুদ
জ্বালানি তেলের দাম কত কমতে পারে?
এর আগে 2023 সালের মার্চ মাসে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Decrease) লিটার প্রতি 2 টাকা কমানো হয়েছিল। বর্তমানে লিটার প্রতি 5 থেকে 6 টাকা দাম কমাতে পারে পেট্রোল ডিজেলের। বিরোধীদের বক্তব্য সামনেই মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচন তাই তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে মনে করছে তারা।
Written by Ananya Chakraborty.