ট্রেন্ডিং

Composite Cylinder: এবারে ৪৯৯ টাকায় রান্নার গ্যাস! পুজোর আগে দারুণ খবর

রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে পুজোর মাসে কি হবে সেই নিয়ে চিন্তা শুরু অনেকের (Composite Cylinder). আর তাদের জন্য এবারে এসে গেল এক দারুণ খবর। কারণ এবারে মাত্র ৪৯৯ টাকায় পেয়ে যাবেন রান্নার গ্যাস (Liquefied Petroleum Gas). কিন্তু কিভাবে এই গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) পাবেন? এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হল গ্রাহকদের সুবিধার জন্য।

How to Order Indane Composite Cylinder

বর্তমানে দেশের প্রায় বেশিরভাগ বাড়িতেই গ্যাস সিলিন্ডার (LPG Composite Cylinder) ব্যবহার করা হয়। শহর থেকে গ্রাম সব জায়গায় গ্যাস সিলিন্ডারের সংযোগ (LPG Gas Connection) পৌছে গিয়েছে। এখন আর বাড়ির মহিলারা অত উনোনে রান্না করে না। তবে এখন রান্নার গ্যাসের দাম রাজ্যের বেশির ভাগ শহরে প্রায় ৮২৯ টাকায় বিক্রি হচ্ছে। গ্যাসের এই দাম বহু পরিবারের জন্যে বেশি হয়ে ওঠে।

ইন্ডেন কম্পোজিট সিলিন্ডার

যাদের আয় কম বা মাসে বেশি গ্যাস ব্যবহার হয় না তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে দাঁড়ায়। তাই আজ আপনাদের সাথে Composite Cylinder এর কথা বলব যা মাত্র ৪৯৯ এই পেয়ে যাবেন। অনেক কয়েক দিন আগে বাড়ির রান্নার গ্যাসের দাম কমেছিল কিন্তু তারপর থেকে বহু দিন হয়ে গেল আর দামে কোনো পরিবর্তন হয়নি। এই দিকে বানিজ্যিক সিলিন্ডারের দাম মাঝে মধ্যেই পরিবর্তন হয়।

মাত্র ৪৯৯ টাকায় রান্নার গ্যাস

তবে এখন থেকে আপনাদের আর ৯০০ বা ১০০০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে হবে না ৪৯৯ টাকায় পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার (Composite Cylinder). আর এবারে দেখে নেওয়া যাক যে আপনারা কিভাবে এই রান্নার গ্যাসটি পেতে পারবেন এবং নিজেদের খরচ পুজোর মাসের আগে বাঁচাতে পারবেন। ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার এর দাম পশ্চিমবঙ্গের বেশির ভাগ জেলায় ৮২৯ টাকায় পাওয়া যায়। তবে যে সব পরিবারের আয় অনেক কম তাদের পক্ষে এই মূল্য অনেক বড় হয়ে দাঁড়ায়।

Government Scheme (মহিলাদের জন্য সরকারি প্রকল্প)

৪৯৯ টাকায় কিভাবে কম্পোজিট গ্যাস সিলিন্ডার পাবেন?

এই মূল্যবৃদ্ধির বাজারে রান্নার গ্যাসে নতুন অপশন হল কম্পোজিট গ্যাস সিলিন্ডার। এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার এর দাম ৪৯৯ টাকা যা সাধারন সিলিন্ডারের থেকে ৩৫০ টাকা কম। এই গ্যাস সিলিন্ডার গুলোতে ১০ কেজি গ্যাস ধরে। আর এই সিলিন্ডার সাধারন সিলিন্ডারের থেকে ওজনে অনেক কম। এই Composite Cylinder গ্যাসের পরিমানও সহজেই দেখা যায়।

সপ্তাহের শুরুতেই সোনার দামে চমক! বিশ্বকর্মা পুজোর আগে কততে পাবেন?

কাদের এই সিলিন্ডারের প্রয়োজন বেশি?

এই সিলিন্ডার সেই সব পরিবারের জন্যে সব থেকে বেশি জরুরী যাদের গ্যাস কম খরচ হয়। ছোট পরিবার কিম্বা ভাড়া বাড়িতে থাকেন। ঘন ঘন জায়গা পরিবর্তন করতে হয়। যাদের ভারী সিলিন্ডার তুলতে অসুবিধা হয় তাদের জন্যে এই Composite Cylinder উপযুক্ত। এই সিলিন্ডার সব জায়গায় পাওয়া যায় না। শুধুমাত্র বড় কিছু শহরেই পাওয়া যায়। এই সিলিন্ডার সব কোম্পানি বিক্রি করে না শুধু ইন্ডেন কোম্পানি বিক্রি করে।
Written by Ananya Chakraborty.

Related Articles