Recharge Plan Price: আবার রিচার্জের দাম বাড়বে! Jio, Airtel, VI গ্রাহকদের জন্য বড় ঝটকা
দেশের মানুষদের জন্যে আবার খারাপ খবর! টেলিকম সংস্থা গুলো আবার তাদের রিচার্জের দাম (Recharge Plan Price) বাড়াতে পারে! এমন আশঙ্কা দেখা দিয়েছে। দেশের বড় বড় বেসরকারি টেলিকম সংস্থা Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম আবার বাড়াতে পারে। কবে বাড়বে এই রিচার্জ প্ল্যান গুলোর দাম চলুন দেখে নিন বিস্তারিত (Recharge Price Hike).
Recharge Plan Price Hike Rumors in India
চলতি বছর জুলাই মাসে টেলিকম সংস্থা গুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম 15 শতাংশ বাড়িয়েছে। দাম বাড়ানোর ফলে গ্রাহকদের মাথায় চিন্তার বাজ ভেঙে পরেছে। এমনিতে সব জিনিসের দাম বাড়ছে তার মধ্যে মোবাইল রিচার্জের দাম বাড়ানোর ফলে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে তাদের। আর এবারে মনে হচ্ছে ফের এই খরচ (Recharge Plan Price) একধাক্কায় বাড়তে চলেছে।
Recharge Price Hike Again
এশিয়ার মধ্যে ভারতই এমন দেশ যেখানে মোবাইল রিচার্জের খরচ সব থেকে কম। প্রতি 1 GB ডেটার মূল্য মাত্র $0.09 USD অর্থাৎ 7.57 INR. এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা। কিন্তু তবুও এই মূল্য বৃদ্ধিতে অনেকটা চাপের মুখে পরেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক গুলো (Recharge Plan Price). তবে বেসরকারি টেলিকম কোম্পানি গুলো তাদের এই রিচার্জ বাড়ানোর বিষয়ে এখনো অনুষ্ঠানিকভাবে কিছু ঘোষনা করেনি।
রিচার্জের দাম আবার বাড়তে চলেছে!
জেপি মরগ্যান তার একটি ব্লগে লিখেছেন, আমাদের মনে হয় ভারতে এখনো কিছু বছর ট্যারিফ বাড়ানোর কাজ চলবে। কারন টেলিকম সংস্থা গুলো কোন ভাবেই তাদের খরচের তুলনায় আয় বাড়াতে পারছে না। উল্টে স্পেকট্রামের খরচ আরো বাড়ছে। এক বিশেষ আর্থিক সংস্থা জেপি মরগ্যানের (JP Morgan) মতে ভারতীয় টেলিকম সংস্থা গুলো অদুর ভবিষ্যতে আরো একবার রিচার্জের দাম বৃদ্ধি করতে পারে।
তবে এর মধ্যেই যে এই মূল্য বৃদ্ধি ঘটবে তা বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যে 2027 সালে আর্থিক বছরে সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলো রিচার্জ প্ল্যানের দাম (Recharge Plan Price) 15% বাড়াতে পারে। জেপি মরগ্যান বিশেষজ্ঞরা বলেছেন, যে টেলিকম কোম্পানি গুলো গ্রাহক প্রতি তাদের গড় আয় বাড়ানোর জন্যে আর পরিষেবা উন্নত করার জন্য চাপের মুখে রয়েছে।
পরিষেবা দেওয়ার খরচ বেড়ে যাওয়ার কারণে বিশেষ করে স্পেকট্রাম খরচ বৃদ্ধির কারণে কোম্পানি গুলি দাম বাড়ানোর প্রয়োজন মনে করতে পারে। আর ফের কয়েক বছরের মধ্যে আরও একবারের জন্য এই Recharge Plan Price বৃদ্ধি পেয়ে গেলে গ্রাহকদের খুবই সমস্যার সম্মুখীন হতে হবে। এবারে দেখার অপেক্ষা যে আগামীদিনে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।
Written by Ananya Chakraborty.