ট্রেন্ডিং

LPG Gas Subsidy: রান্নার গ্যাসে ভর্তুকি পাচ্ছেন না? কি করে সমস্যা মেটাবেন?

রান্নার গ্যাসে ভর্তুকি (LPG Gas Subsidy) বিগত কয়েক বছর আগে অনেকটাই দেওয়া হলেও এখন সেই পরিমাণ কমে গেছে অনেকটাই। কিন্তু তবুও এবারের লোকসভা ভোটের আগে এই রান্নার গ্যাসের ভর্তুকি (Liquefied Petroleum Gas) কিছুটা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government). কিন্তু এখন জানতে পাওয়া যাচ্ছে যে অনেকেই এই ভর্তুকি (LPG Subsidy) পাচ্ছেন না।

How to Solve LPG Gas Subsidy Getting Problem?

কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) মাধ্যমে যে সমস্ত গ্রাহকরা বেশি পরিমাণ ভর্তুকি পেয়ে থাকেন, তাদের অনেকটাই উপকার হয়, কিন্তু যে সমস্ত জেনারেল গ্রাহক রয়েছেন তাদের পক্ষে মাসিক গ্যাস সিলিন্ডারের ভর্তুকির পরিমাণ খুবই কম। সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে মাসিক ইনকামের অনেকটাই চলে যায়, তারপরেও সরকারের তরফে যে পরিমাণ ভর্তুকি (LPG Gas Subsidy) দেওয়া হয় তা খুবই নগণ্য।

রান্নার গ্যাস ভর্তুকি নিয়ে সমস্যা?

এই দিকে অনেক ব্যক্তির থেকে শোনা যাচ্ছে, কয়েক মাস ধরে গ্যাস সিলিন্ডার ভর্তুকির (LPG Gas Subsidy) টাকা পাচ্ছেন না অনেকে। এমন যদি আপনারা হয়ে থাকে তাহলে কেন হচ্ছে এমন জেনে নিন। সেই সাথে কিভাবে আপনি ভর্তুকির টাকা আবার পুনরায় পাবেন সে পদ্ধতি জেনে নিন। বর্তমানে কলকাতা এবং শহরগুলিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। সিলিন্ডার পিছু ভর্তুকি পান ১৯.৫৭ টাকা। অনেক জায়গায় ভর্তুকির পরিমাণ ৪ টাকা বা ১০ টাকা।

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি টাকা না পাওয়ার প্রধান কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়া।
এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে গ্যাস সিলিন্ডার ভর্তুকির টাকা অনেক দিন ধরেই ঢুকছে না কিন্তু তাঁরা বুঝতে পারছেন না। তাই আপনি ব্যাঙ্কের পাস বুক প্রথমে আপডেট করে দেখে নিন। এরপরও যদি আপনার পাস বুকে গ্যাস সিলিন্ডারের ভর্তুকির (LPG Gas Subsidy) টাকা না ঢোকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Holiday (ছুটি)

তাহলে আপনাকে আপনার পার্শ্ববর্তী ডিলারশিপে গিয়ে কথা বলে আপনার সমস্যার কথা জানাতে হবে।
বিভিন্ন কারণেই ব্যাঙ্কের সঙ্গে গ্যাস সিলিন্ডারের লিঙ্ক বিচ্ছিন্ন হতে পারে। এই ব্যাপারে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক যে সমস্ত ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাদের নামের তালিকা ইতিমধ্যে তেল সংস্থা গুলির হাতে দিয়ে দিয়েছে। সেখান থেকে এই তালিকা পৌঁছে গিয়েছে ডিস্ট্রিবিউটর বা বিক্রেতাদের কাছে।

বাংলা আবাস যোজনা প্রকল্পে যে কোন সমস্যা? অভিযোগ করলেই সমাধান হবে

আপনি যদি অনেক দিন ধরেই গ্যাস সিলিন্ডার ভর্তুকির টাকা না পেয়ে থাকেন তাহলে সর্ব প্রথম আপনার নিকট গ্যাস সিলিন্ডার ডিলারশিপে গিয়ে কেওয়াইসি (LPG KYC) জমা দিন। কেওয়াইসি জমা দিলে গ্যাস ডিস্ট্রিবিউটররাই আপনার তথ্য পাঠিয়ে দেবেন ওপর মহলে। এরপরই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার আগের মতোই ভর্তুকি (LPG Gas Subsidy) ঢুকবে।
Written by Shampa debnath

Related Articles