অর্থনীতি

Post Office Time Deposit: পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম। ১০০০ জমিয়ে কত রিটার্ন পাবেন?

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit) সম্পর্কে খুবই কম মানুষই জানেন। কিন্তু পোস্ট অফিস স্কিমে (Post Office Scheme) টাকা বিনিয়োগ করার মাধ্যমে অনেক মানুষেরাই নিজেদের কষ্টের পুঁজি বিনিয়োগ করে ভালো পরিমাণ টাকার সুদ পেয়েছেন (India Post Office). তাই আজ একটি পোস্ট অফিস সেভিংস স্কিম সম্পর্কে আপনাদের সকলকে জানিয়ে দিতে চলেছি।

Post Office Time Deposit Scheme Interest Rate 2024

যেভাবে নিত্যদিন প্রত্যেকটি জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে শুধুমাত্র বেতনের টাকা দিয়ে সংসার চালানো সম্ভবপর হয়ে ওঠে না, সেক্ষেত্রে সবাই ভবিষ্যতের জন্য একটু কিছু হলেও সঞ্চয় করে রাখাকে যুক্তিপূর্ণ মনে করেন। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির সেভিংস অ্যাকাউন্ট বা কোন স্কিমে বিনিয়োগ (Post Office Time Deposit) থাকে। কারণ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা অত্যন্ত জরুরী।

পোস্ট অফিস টাইম ডিপোজিট ২০২৪

ব্যাঙ্ক না পোস্ট অফিস কোন জায়গায় আর্থিক সুরক্ষা নিশ্চিত? সেটা দেখে বিনিয়োগ করাটা দরকার। বর্তমানে বিভিন্ন ব্যাঙ্কের মতনই একই রকম সুদ প্রদান করে পোস্ট অফিস। পোস্ট অফিস যেহেতু কেন্দ্রীয় সরকারের অধিনস্ত একটি সংস্থা তাই Post Office Time Deposit স্কিমে বিনিয়োগ করলে আপনি নিশ্চিত গ্যারান্টি সহ সুদ পেতে পারেন।

পোস্ট অফিস সেভিংস স্কিম

শুধু তাই নয়, পোস্ট অফিসে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত একাধিক সেভিংস স্কিম রয়েছে। আজকে আলোচনা করব এমন Post Office Time Deposit নিয়ে যেটাতে আপনি মাত্র ১ হাজার টাকা করে জমিয়ে এক লাখ টাকা রিটার্নের সুযোগ পাবেন। যেটাতে আপনি অনেক সুদ সমেত টাকা আয়ের সুযোগ পাবেন। পাঁচ বছরের এই স্বল্প সঞ্চয়ের স্কিমে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন।

যদিও আগে এই Post Office Time Deposit স্কিমে ৭ শতাংশ সুদ প্রদান করা হতো, তবে এখন ৭.৫ শতাংশ সুদ প্রদান করা হয়। এই সেভিংস স্কিমে আপনি ৫ বছরের জন্য সেভিংস করলে ১ লাখ টাকার মতন নিশ্চিত গ্যারান্টি পাওয়ার সুযোগ পাবেন। তবে আপনি যদি চান মাত্র ১ বছর বা ২ বছরের জন্য সেভিংস করবেন সেটারও সুযোগ পাবেন পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে। তবে সেক্ষেত্রে সুদের পরিমাণ একটু কমবে।

টাইম ডিপোজিট স্কিমে সুদের হার

  • আপনি যদি ১বছরের জন্য সেভিংস করেন তাহলে সুদের পরিমাণ হবে ৬.৯ শতাংশ।
  • আপনি যদি ২ থেকে ৩ বছরের জন্য সেভিংস করেন তাহলে সুদের প্রাপ্ত পরিমাণ হবে ৭ শতাংশ।
  • আপনি যদি পাঁচ বছরের জন্য সেটিংস করেন তাহলে আপনার সুদের পরিমাণ হবে ৭.৫ শতাংশ।
  • আপনি যে পরিমাণ টাকা সেভিংস করছেন সেটি দ্বিগুণ হতে লাগবে পাঁচ বছরের বেশি সময়। তাই ৫ বছরের জন্য সেভিংস করাটাই সবচেয়ে লাভজনক হবে বলে মনে করা হয়।
Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

আপনি যদি পাঁচ বছরের জন্য ৫ লক্ষ টাকা সেভিংস (Post Office Time Deposit) করেন তাহলে আপনি ৭.৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। সেক্ষেত্রে পাঁচ বছর পর আপনার মোট থাকতে সুদের পরিমাণ হবে ২,২৪,৯৭৪ টাকা। সুদ এবং আপনার টাকা মিলিয়ে পাঁচ বছর পর মোট আয় হবে ৭,২৪,৯৭৪ টাকা। আর এই সুদের হার সময়ে সময়ে পরিবর্তন হওয়ার ফলে এই রিটার্ন কম বেশি হতে পারে।

ফ্রিতে SBI এটিএম থেকে টাকা তোলা যাবে না! কত টাকা খরচ হবে?

টাইম ডিপোজিট স্কিমের অন্যান্য সুবিধা

১) আপনি এই Post Office Time Deposit স্কিমে কর ছাড়ের সুযোগ পাচ্ছেন।
২) আপনি আপনার ১০ বছরের উপরের শিশুর জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
৩) আপনি প্রয়োজনে সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই খুলতে পারেন।
৪) আপনি ১০০০ টাকার সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তার ভিত্তিতে সুদ পাবেন, বিনিয়োগের কোন ঊর্ধ্ব সীমা নেই।
Written by Shampa Debnath

Related Articles