অর্থনীতি

POMIS Scheme: পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। পোস্ট অফিস সেভিংস স্কিমে সুদের হার কত?

পোস্ট অফিস সেভিংস স্কিমে (POMIS Scheme) বিনিয়োগ করতে সকলেই সুরক্ষিত ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এই প্রতিষ্ঠানটি ভারত সরকারের অন্তর্গত হওয়ার কারণের জন্য সরকারের তরফে এই সুরক্ষা দেওয়া হয় গ্রাহকদের। সকল বিনিয়োগ স্কিমের মধ্যে মাসিক আয় স্কিম অথবা মান্থলি ইনকাম স্কিম (India Post Office Monthly Income Scheme) সম্পর্কে জেনে নিতে চলেছি।

India Post Office POMIS Scheme Calculator

প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ আয় করে তাতে মাসিক খরচ চালানোর পরেও ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় (POMIS Scheme) করা জরুরী। বিশেষ করে বর্তমানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়ার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে, তাতে কম রোজগারে সংসার চালানো অনেকটাই কষ্টের। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি চাইছেন যে এককালীন বিনিয়োগ করার মাধ্যমে প্রতিমাসে আয় করতে।

Post Office Monthly Income Scheme 2024

যেহেতু ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক ও পোস্ট অফিস অনেকটাই সুদ দেয়, তাই বেশি সংখ্যক মানুষ ফিক্সড ডিপোজিট করার জন্যই ঝোঁক বাড়াচ্ছেন, তবে যে কোন জায়গায় অর্থ বিনিয়োগ করার আগে দেখে নেওয়া দরকার আপনি যে প্রতিষ্ঠানে বা যে সংস্থায় বিনিয়োগ করছেন সেটাতে কতটা নিরাপত্তা রয়েছে, এছাড়া আপনাকে কত শতাংশ সুদ প্রদান করছে।

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম

অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে সবচেয়ে লক্ষ্য রাখা দরকার যেখানে আপনি অর্থ বিনিয়োগ করছেন সেটি বিশ্বস্ত ও নিরাপদ রিটার্ন দেয় কিনা। এই ক্ষেত্রে পোস্ট অফিস মাসিক আয় স্কিম (POMIS Scheme) অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করে কারণ পোস্ট অফিস একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে স্বাধীনতার পর থেকেই শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্য আলাদা রকম স্কিমের সুযোগ রয়েছে।

এই পোস্ট অফিসে সুদের পরিমাণটাও অনেকটাই ভালো দেয়, যেটা আপনাকে লাভজনক রিটার্ন পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা দেয়। সম্প্রতি পোস্ট অফিস POMIS Scheme চালু করেছে, যেখানে স্বামী স্ত্রী দুজনে মিলে বিনিয়োগ করে মাসিক একটা মোটা অংকের আয় করার সুযোগ পাবেন। আর যে কোন ধরণের বিনিয়োগের আগে সেই সম্পর্কে সকল তথ্য জেনে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দরকার।

আপনি এই POMIS Scheme এ সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে আপনাকে এই স্কিমে বিনিয়োগ করার জন্য সর্বপ্রথম পোস্ট অফিসে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। জয়েন্ট অ্যাকাউন্টে আপনি যদি মাসিক মোটা অংকের লাভ করতে চান তাহলে আপনাকে ৯ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। কম বিনিয়োগ করলেও আপনি লাভ পাবেন তবে সেটা একটু কম।

আপনি যদি ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন। আপনি যদি জয়েন্ট একাউন্টে ১৫ লাখ টাকার বিনিয়োগ করেনি তাহলে ৭.৪ শতাংশ সুদের হারে ১ লাখ ১১ হাজার টাকার বার্ষিক আয় করতে পারবেন, তেমনি ৯,২৫০ টাকার মাসিক আয়ের সুযোগ পাবেন (POMIS Scheme). আর অনেকেই এই পরিমাণ টাকা বিনিয়োগ করার মাধ্যমে অনেকটাই সুবিধা পেয়েছেন।

ধরুন আপনি পোস্ট অফিসে মান্থলি সেভিংস স্কিমে ৯ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এই স্কিমে ৭.৪ শতাংশ সুদ দেওয়া হয়, সে অনুসারে আপনার মাসিক আয় হবে ৫৫৫০ টাকা। তেমনভাবে ১২ মাসে আয় হবে ৬৬,৬০০ টাকা। আপনি যদি ৫ বছরের জন্য এই বিনিয়োগ করেন তাহলে ৫ বছরের মোট আয় হবে ৩.৩৩ লক্ষ টাকা। এই স্কিমে (POMIS Scheme) আপনি সর্বোচ্চ ১৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারেন।

PM SVANidhi (প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা)

তবে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ১ থেকে ২ বছরের আগে যদি আপনি টাকা তুলে নেন তাহলে আপনার জমানো টাকার থেকে ২ শতাংশ কেটে নেওয়া হবে। আপনি যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৩ বছর আগে টাকা তুলে নেন তাহলে আপনার জমানো টাকা থেকে ১ শতাংশ কেটে নেওয়া হবে (POMIS Scheme). আপনি যদি সর্বোচ্চ ৫ বছর মেয়াদ পূর্ণ করতে পারেন তাহলে মাসিক ২৫০০ টাকার মতন সুদ পাবেন।

বিনিয়োগ করার সময় সব সময় নজর দেবেন বেশি পরিমাণে বিনিয়োগ করার, সেক্ষেত্রে সুদের পরিমাণটা অনেকটাই বেশি পাওয়া যায় এবং চেষ্টা করবেন মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কোনভাবেই সেই টাকা না তোলার।পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (POMIS Scheme) একজন দম্পতির কাছে মাসিক আয় করার সর্বোত্তম পন্থা বিনা পরিশ্রমে, যেখানে বিনিয়োগ করে মাসিক মোটা অঙ্কের আয়ের সুযোগ পাবেন।

ফ্রিতে SBI এটিএম থেকে টাকা তোলা যাবে না! কত টাকা খরচ হবে?

আর সকল মানুষদের কাছে একটাই অনুরোধ যে যে কোন স্কিমে বিনিয়োগের আগে আপনাদের উচিত যে সেই স্কিম সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। আর এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে, আমরা কোন ধরণের বিনিয়োগ স্কিমে কাউকে টাকা জমাতে বলি না, সকলে নিজেদের ইচ্ছা অনুসারে এই সিদ্ধান্ত নেবেন, ধন্যবাদ।
Written by Shampa debnath

Related Articles