টেলিকম

Starlink Internet: ভারতে স্টারলিংক ইন্টারনেট শুরু হতে চলেছে। Jio, Airtel-র থেকে খরচ কম?

ইলন মাস্কের (Elon Musk) স্টারলিংক ইন্টারনেট (Starlink Internet) পরিষেবা ভারতে শুরু হতে চলেছে বলেই মনে করছেন অনেকে। এই স্যাটেলাইট ইন্টারনেট (Satellite Internet) শুরু হলে দেশের বর্তমানে টেলিকম কোম্পানি গুলো যেমন – Jio, Airtel এই সকলের কি হবে সেই নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠছে এবং ইন্টারনেট ব্যবহারের খরচ কি কমতে চলেছে? সেই সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক।

Elon Musk’s Starlink Internet Service in India

কিছুদিন আগে আমেরিকাতে ট্রাম্প রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এবং ইলন মাস্ক ট্রাম্পের কাছাকাছি হওয়ার জন্য এবারে এই Starlink Internet বিশ্বের অনেক দেশে বিশেষ করে ভারতে শুরু হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এর কারণ খুব তাড়াতাড়ি ভারত ও আমেরিকার মধ্যে একটা ফ্রি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে পারে আর এই জন্য এবারে এই স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে এই সম্ভাবনা মনে করা হচ্ছে।

Satellite Internet Service in India

ইলন মাস্কের স্টারলিংক কোম্পানির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা খুব শীঘ্রই বাজারে এসে অন্য দুই টেলিকম কোম্পানি জিও ও এয়ারটেলের সাথে প্রতিযোগিতার নামতে চলেছে। জিও ও এয়ারটেল এর মত ইন্টারনেট যদিও শহরতলিতে ভালোই পরিষেবা দিয়ে থাকে, তবে প্রত্যন্ত অঞ্চল গুলোতে এখনো পর্যন্ত সেভাবে পৌঁছাতে পারিনি। এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলের জন্যই স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা (Starlink Internet) আনতে চলেছে ইলন মাস্ক।

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট

মূলত প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের কাছে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য, তবুও সাধারণ গ্রাহকদের কাছে কিভাবে এই স্টারলিংক ইন্টারনেট পরিষেবা গ্রহণ যোগ্য হয়ে উঠবে সেই ব্যাপারেও নিত্যনতুন পরিকল্পনা চলছে। স্টারলিংক স্যাটেলাইট পরিষেবার (Starlink Internet) জন্য আনুমানিক কত খরচ হবে, জিও এবং এয়ারটেলের থেকে কত কম খরচ হবে? দেখে নেওয়া যাক।

স্টারলিংক স্যাটালাইট ইন্টারনেট খুব দ্রুত ইন্টারনেট পরিষেবা দেবে, যেটি 5G Internet-র তুলনায় আরও অনেক গুণ বেশি। বর্তমানে শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট স্পিডে যে পার্থক্য লক্ষ্য করা যায়, স্টারলিংক ইন্টারনেট (Starlink Internet) আসার পরে গ্রাম ও শহরাঞ্চলে একই গতি লক্ষ্য করা যাবে। এই উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা চালু হলে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন ভিডিও ডাউনলোড করা সম্ভবপর হবে।

ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্টারলিংক কোম্পানি ভারতে ব্যবসা করার পরিকল্পনা করছে, তবে তার জন্য কেন্দ্রীয় মন্ত্রক কিছু শর্ত আরোপ করেছেন। ভারতে স্টারলিংক কোম্পানিকে (Starlink Internet) ব্যবসা করতে হলে ভারতের কিছু নিয়ম মেনে চলতে হবে। এখন শুধু এই কোম্পানিকে কেন্দ্রীয় মন্ত্রক থেকে অনুমোদন পাওয়ার অপেক্ষা।

Holiday (ছুটি)

অন্য দিকে এই সুযোগে একটু একটু করে জাল বিছিয়ে নিচ্ছে জিও ও এয়ারটেল। স্টারলিংক আসার আগেই স্যাটেলাইট ইন্টারনেট গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার সমস্ত রকম বন্দোবস্ত করে ফেলেছে। কেন্দ্রীয় মন্ত্রকের কাছ থেকে অনুমোদন পেয়েই কোন কোন জায়গায় কাজ শুরু করা যায় এই সব দেখে শুনে ইতিমধ্যে প্রয়োজনীয় স্পেকট্রাম বরাদ্দের কাজ শুরু করে দিয়েছে জিও ও এয়ারটেল।

আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। আবেদন করলেই নতুন সুবিধা

বেশ ভালই বোঝা যাচ্ছে, স্টারলিংক স্যাটেলাইট (Starlink Internet) আসার পর জিও ও এয়ারটেলের ব্যবসার বাজার মন্দা চলবে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট যদি গ্রাহকরা সহজলভ্য মূল্যে পেয়ে যায়, সেক্ষেত্রে জিও ও এয়ারটেল টেলিকম কোম্পানি বেশ অনেকটাই চাপের মুখে পড়বে, যেটা তাদের গ্রাহক সংখ্যাকে কমিয়ে দিতে পারে। ফলস্বরূপ আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
Written by Shampa debnath

Related Articles