টেলিকম

Recharge Plans: মাত্র 199 টাকায় বাম্পার রিচার্জ প্ল্যান। Unlimited 5G পাওয়া যাবে?

অবশেষে টেলিকম গ্রাহকদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর, কারণ এবারে রিচার্জ প্ল্যান (Recharge Plans) এর খরচ কিছুটা হলেও কমে গেল। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির সাথে সাথে মোবাইল টেলিকম কোম্পানি গুলি রিচার্জের দাম বাড়িয়েছে আকাশ ছোঁয়া। সম্প্রতি Reliance Jio ও Bharti Airtel তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বৃদ্ধি করেছে, যার ফলে সাধারণ মানুষদের পক্ষে মোবাইল রিচার্জ করা অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে গিয়েছে।

VI Recharge Plans 2024

আর এই একধাক্কায় এত পরিমাণে খরচ বৃদ্ধি করে দেওয়াটা খুব ভালো চোখে দেখেনি গ্রাহকরা আর এই জন্যই অনেক গ্রাহক আছে যারা BSNL Port করে গেছেন এবং কম খরচে ইন্টারনেট ও কলিং ব্যবহার করার জন্য। কিন্তু এবারে Vodafone Idea-র তরফে গ্রাহকদের সুরাহা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তারা এবারে এক বড় ঘোষণা করেছেন।

ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান

একটাই খুশির খবর ভোডাফোন আইডিয়া আপনাকে দিচ্ছে খুবই অল্প দামে রিচার্জের সুযোগ। মাত্র ১৯৯ টাকায় আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল সহ আরও অন্যান্য সুবিধা (199 Rupees Recharge Plans). এখন অনেক ব্যক্তি ফোনে দুটি করে সিম ব্যবহার করে থাকেন। যদি আপনি ডুয়াল সিম হিসেবে ভোডাফোন আইডিয়াকে রাখেন তাহলে আপনি খুবই অল্প দামে রিচার্জ করতে পারবেন।

Holiday List (ছুটির তালিকা)

১৯৯ টাকার রিচার্জ প্ল্যান

খুব কম দামের রিচার্জে আপনি পেয়ে যাবেন অনেক সুবিধা। এই রিচার্জে ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। রিচার্জে আপনি পেয়ে যাবেন প্রতিদিন 2 GB করে ডেটা। আপনি পাবেন আনলিমিটেড কল, যেটা দিয়ে আপনি সেকেন্ডারি সিমের জন্য অবাধে কল করতে পারবেন। এছাড়া আপনি পাবেন 300 টি SMS. আপনি যদি সেকেন্ডারি সিম হিসাবে ভোডাফোন আইডিয়াকে ব্যবহার করেন তাহলে ১৯৯ টাকা রিচার্জটি (Recharge Plans) আপনাকে অনেক সুবিধা দেবে।

রেশন কার্ডের নিয়মে বড় বদল। রেশন সামগ্রী তোলার আগে জানুন

প্রথম সিম হিসেবে যে সিমটি আপনার কাছে রয়েছে তাতে যদি পর্যাপ্ত ডেটা থাকে, সেই ডেটাটা খরচ হয়ে যাওয়ার পরে আপনি এই সেকেন্ডারির সিমটি ব্যবহার করতে পারেন। আপনি স্বল্প মূল্যে রিচার্জ করতে চাইলে ভোডাফোন আইডিয়াকে সেকেন্ডারি সিম হিসাবে রাখতেই পারেন। কিন্তু এখনো VI 5G Recharge Plans পরিষেবা না শুরু হওয়ার জন্য অনেকেই Unlimited 5G পাবেন না।
Written by Shampa debnath

Related Articles