LPG Gas Price: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের আরও খরচ বাড়ল
মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বৃদ্ধি পেল আবার বিগত কিছু মাস ধরের উৎসবের মরশুম চলার কারণের জন্য এমনিতেই মানুষদের অনেক খরচা হয়ে গেছে কিন্তু ডিসেম্বরে তেমন কোন উৎসব না থাকলেও গ্যাসের দাম কমার নামই নিচ্ছে না উল্টে ১ লা তারিখ থেকেই বৃদ্ধি হওয়া দাম কার্যকর হয়েছে আমাদের দেশে (Liquefied Petroleum Gas).
LPG Gas Price Increase
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে, তাতে পাল্লা দিয়ে পকেটের চাপও বাড়ছে। ডিসেম্বর মাস পরে গিয়েছে, অনেক দ্রব্যের নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি, গ্যাস বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল জানিয়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে পুজোর সময় এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। ফের ডিসেম্বরের শুরুতেই আবারও দাম বৃদ্ধি পেলো।
রান্নার গ্যাস দাম বাড়ল
কিন্তু অনেকেই মনে করতে পারেন যে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) বৃদ্ধি পেয়ে যাওয়ার ফলে কি সমস্যা হতে চলেছে? এখন অনেকেই আর বাড়িতে খাবার না বানিয়ে হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খেতে বা অর্ডার করতে পছন্দ করেন। আর বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে খাবারের দামও বৃদ্ধি পেয়ে যাবে, আর ঘুরপথে নতুন বছরের আগে আবার পকেটে টান পরতে চলেছে।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি
জানিয়ে রাখি যে, এর আগে গত মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম (LPG Gas Price) বাড়ানো হয়েছিল। প্রতি মাসের প্রথম দিকে, তেল সংস্থা গুলি গ্যাস সিলিন্ডারের দাম আপডেট করে। ডিসেম্বর মাস শুরু হওয়ার সাথে সাথে তাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে। যদিও গার্হস্থ সিলিন্ডারের দাম এখনো পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
রাজধানী দিল্লিতে, ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডার ১,৮১৮.৫০ টাকায় পাওয়া যাচ্ছে। কলকাতায় বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার দাম হল ১,৯২৭ টাকা। মুম্বাইতে এই সিলিন্ডারের দাম হল ১,৭৭১ টাকা। চেন্নাইতে দাম হয়েছে ১,৯৮০.৫০ টাকা। কিন্তু ১৪ কেজি বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি না হওয়ার জন্য কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মধ্যবিত্ত।
জানুয়ারি মাসে শুরুতে আবারও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি (LPG Gas Price) পেতে পারে এটাই মনে করা হচ্ছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি জনিত কারণে প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি পাবে, তবে এর ফলে সাধারণ মানুষের পক্ষে সংসারের খরচ চালানো অনেকটাই কষ্ট সাধ্য ও ব্যয় সাপেক্ষ হয়ে যাবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।
Written by Shampa debnath