স্কলারশিপ

Govt Scholarship: একবারে কটা সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবেন? নতুন শিক্ষাবর্ষের আগে জানুন

ভবিষ্যতের মেধা যাতে অশিক্ষার অন্ধকারে তলিয়ে না যায় তাই জন্যই স্কলারশিপ (Govt Scholarship) নিয়ে আসা হয় সরকারের তরফে। রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান পড়ুয়াদের পড়াশোনার জন্য ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের উদ্দেশ্যে স্কলারশিপের ব্যবস্থা করেছেন।

Govt Scholarship for 12th Passed Students

এমন অনেক মেধাবী পড়ুয়া রয়েছে, যাদের পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তবুও আর্থিক সঙ্গতি না থাকার জন্য পড়াশোনাকে চালিয়ে নিয়ে যেতে পারে না। এই সমস্ত মেধাবী পড়ুয়াদের জন্যই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে।রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম স্কলারশিপের (Govt Scholarship) সূচনা করেছেন, এছাড়াও রয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে সূচনা করা স্কলারশিপ।

পশ্চিমবঙ্গ সরকারি স্কলারশিপ ২০২৪

একজন পড়ুয়া একই সঙ্গে কয়টি স্কলারশিপে আবেদন করতে পারবেন। অনেকেই এই ব্যাপারটি সম্বন্ধে না জেনে একই সঙ্গে অনেক গুলো স্কলারশিপের জন্য আবেদন করে ফেলে। সরকারি নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া কয়টি স্কলারশিপে আবেদন করতে পারবে, সে সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে আজকের এই প্রতিবেদনে। জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

রাজ্য সরকার কর্তৃক সূচনা করা উল্লেখ যোগ্য স্কলারশিপের মধ্যে রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship), ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship), নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship), ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship), এছাড়া ন্যাশনাল স্কলারশিপ (National Scholarship).

নবান্ন স্কলারশিপ ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের নিয়ম

একজন পড়ুয়া যদি ওয়েসিস স্কলারশিপে আবেদন করে তাহলে তার পূর্ববর্তী শ্রেণীতে অন্তত ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অন্য দিকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য পূর্ববর্তী শ্রেণীতে অন্তত ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে (Govt Scholarship). এই জন্য এক জন পড়ুয়া একই সাথে ওয়েসিস স্কলারশিপ ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেনা।

ওয়েসিস স্কলারশিপ ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে জন্য আবেদনের নিয়ম

একজন পড়ুয়া সরকারি নিয়ম অনুযায়ী একই সাথে এই দুটি স্কলারশিপে (Govt Scholarship) আবেদন করতে পারবে না। যদি কোনো পড়ুয়া এই দুটি স্কলারশিপে আবেদন করে তাহলে একটি থেকে আবেদনপত্র বাতিল করা হবে।

নবান্ন – ওয়েসিস ও স্বামী বিবেকানন্দ – ন্যাশনাল স্কলারশিপে আবেদনে নিয়ম

সরকারি নিয়ম অনুযায়ী এই দুটি স্কলারশিপে আবেদন করতে পারবে একই সাথে পড়ুয়ারা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের নিয়ম এবং ন্যাশনাল স্কলারশিপে আবেদনের নিয়ম আলাদা রয়েছে, তাই একজন পড়ুয়া একই সাথে দুটো স্কলারশিপে আবেদন করতে পারবেনা।

Banglar Bari (বাংলার বাড়ি প্রকল্প)

ওয়েসিস স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনে নিয়ম

স্কলারশিপ মূলত তপশিলি উপজাতি অর্থাৎ সংখ্যা লঘু OBC ক্যাটাগরির পড়ুয়াদের জন্য সূচনা করা হয়েছে, তাই এই স্কলারশিপের জন্য শুধুমাত্র তপশিলি উপজাতি পড়ুয়ারাই আবেদন করতে পারবে। ঐক্যশ্রী স্কলারশিপের জন্য জেনারেল ক্যাটাগরির পড়ুয়ারা আবেদন করতে পারবেন, তাই একজন পড়ুয়া একই সাথে দুটি স্কলারশিপে (Govt Scholarship) আবেদন করতে পারবে না।

ডিসেম্বর মাসে রেশনে বড় পরিবর্তন! কোন কার্ডে কত রেশন সামগ্রী পাবেন?

মূলত এটাই বোঝা গেল যে, সরকারে নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একই সাথে দুটি সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে না, তবে একটি সরকারি স্কলারশিপ এবং অন্যটি বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করলেও করতে পারে। যদি কোন পড়ুয়া একই সঙ্গে দুটি সরকারি স্কলারশিপের (Govt Scholarship) জন্য আবেদন করে, তাহলে যে কোনো একটি স্কলারশিপের আবেদন পত্র বাতিল করা হবে।
Written by Shampa Debnath

Related Articles