ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের নতুন পদ্ধতি, জেনে নিন এখনই
পশ্চিমবঙ্গে বসবাসকারী বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ সম্প্রদায়ের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকভাবে পড়াশোনা করতে পারে তার জন্য রাজ্য সরকারের তরফে ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। প্রথম শ্রেণী থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা সহ পিএইচডি স্তরে যেসকল ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে এই স্কলারশিপের জন্য আবেদন চলছে। আর তাই আজ আমরা আপনাদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছি।
এই স্কলারশিপের অধীনে কতো টাকা করে অনুদান দেওয়া হবে?
অনুদান দেওয়ার ক্ষেত্রে ঐক্যশ্রী স্কলারশিপকে চারটি ভাগে ভাগ করা হয়,
১. প্রি-ম্যাট্রিক স্কলারশিপ:- প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্ররা এই স্কলারশিপের অধীনে আবেদন করতে পারবেন এবং প্রতিবছরে ছাত্র-ছাত্রীরা ১,১০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত পাবেন।
২. পোস্ট- ম্যাট্রিক স্কলারশিপ:- একাদশ শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তরে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন এবং প্রতিবছরে ছাত্র-ছাত্রীরা ১০,২০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত পাবেন।
৩. মেরিট কাম মিনস:- পেশাদারী এবং কারিগরি কোর্সের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন এবং একজন ছাত্র কিংবা ছাত্রী প্রতিবছর ২৭,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০ টাকা পর্যন্ত পাবেন।
৪. অন্যান্য স্কলারশিপ স্কিম:- এক্ষেত্রে স্কলারশিপের উপর নির্ভর করে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন পরিমাণ অনুদান পেয়ে থাকেন।
কারা এই স্কলারশিপে আবেদনের যোগ্য?
১. ছাত্র অথবা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. ছাত্র অথবা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গে অবস্থিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র অথবা ছাত্রী হতে হবে।
৩. এই স্কলারশিপের আবেদনের জন্য ছাত্র-ছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী ক্লাসের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেতে হবে। যদিও এই নিয়ম প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নয়।
৪. প্রি-ম্যাট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক্স স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্র অথবা ছাত্রী পরিবারের আয় অবশ্যই ২ লক্ষ টাকার কম হতে হবে। মেরিট কাম মিনস স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
৫. ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যদিও প্রি-ম্যাট্রিক স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা তাদের বাবা অথবা মা কিংবা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।
৬. একজন ছাত্র অথবা ছাত্রী একবারই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৭. একজন ছাত্র কিংবা ছাত্রী একটি মাত্র ফোন নম্বর থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া:-
১. আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট http://wbmdfcscholarship.org/ -এ যেতে হবে।
২. এরপর আপনাকে হোম পেইজে থাকা fresh application অপশনে ক্লিক করতে হবে।
৩. তারপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে জেলায় অবস্থিত সেই জেলাটির নাম সিলেক্ট করে Submit অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার রাজ্য, জেলা, ব্লক কিভাবে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত এবং আপনার নাম, পিতা-মাতার নাম, লিঙ্গ, ধর্ম, বর্তমানে কোন শ্রেণী কিংবা কোর্সে পড়াশোনা করছেন এই সমস্ত তথ্যের পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস প্রদান করে ক্যাপচা কোডটি পূরণ করে Submit অপশনে ক্লিক করতে হবে।
৫. এরপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে তাতে আপনি আপনার পূর্ববর্তী পৃষ্ঠায় পূরণ করার সমস্ত তথ্যগুলি দেখতে পারবেন এবং ভুল থাকলে Edit করে নিতে পারবেন। এরপর ওই পেজটিতে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি কোন জেলায় অবস্থিত তার ব্লক, মিউনিসিপ্যালিটি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বর্তমানে আপনি কোন কোর্সে কিংবা ক্লাসে পাঠরত তার বিবরণ, বিগত পরীক্ষার বিবরণ, বিগত পরীক্ষার শতকরা নম্বর, বিগত পরীক্ষাটি আপনি কোন বোর্ডের অধীনে দিয়েছেন তার নাম, আপনার পরিবারের বাৎসরিক আয় সহ অন্যান্য তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
৬. সবশেষে ওই পেজটিতে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং ওই পাসওয়ার্ডটি Confirm করতে হবে। এরপর Submit অপশনে ক্লিক করবেন।
৭. Submit অপশনে ক্লিক করলে আপনি প্রি-ম্যাট্রিক অথবা পোস্ট-ম্যাট্রিক নাকি অন্য কোন স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য তা আপনাকে স্ক্রিনে দেখাবে। ওই নোটিফিকেশনে continue অপশনে ক্লিক করুন।
৮. উপরোক্ত অপশনে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি প্রদান করা হবে। পরবর্তীতে ব্যবহারের জন্য অবশ্যই ওই অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে রাখবেন।
৯. এরপর আপনাকে Login অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি সঠিক ভাবে পূরণ করে লগ ইন অপশনে ক্লিক করবেন।
১০. উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP যাবে। ওই ওটিপিটি সঠিক স্থানে লিখে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার সঙ্গে একটি নতুন পেজ আসবে।
১১. আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি আপনার সমস্ত তথ্যগুলি দেখতে পারবেন এবং যে তথ্যগুলি প্রয়োজন সেগুলি পূরণ করতে হবে। এরপর আপনার স্থায়ী ঠিকানা সম্পর্কিত সমস্ত তথ্য আপনাকে পূরণ করতে হবে।
১২. এরপর আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনার পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান এবং পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত সমস্ত তথ্য সঠিকভাবে লিখতে হবে। সবশেষে Submit অপশনে ক্লিক করতে হবে।
১৩. তারপর আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্যগুলি আরও একবার পূরণ করতে হবে এবং Submit অপশনে ক্লিক করতে হবে।
১৪. সবশেষে আপনার সামনে যে Lock Application অপশনটি আসবে তাতে ক্লিক করলেই আপনার আবেদনটি সঠিকভাবে সাবমিট করা হবে। এরপর Print Application এ ক্লিক করলে আপনি ফর্মটি প্রিন্ট করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:- বর্তমানে এই স্কলারশিপের আবেদন চলছে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ সম্পর্কে জানানো হয়নি।