টেক নিউজ

মাত্র ৬১ টাকায় মিলবে প্রচুর ডেটা, জিও এবং এয়ারটেলের নতুন রিচার্জ প্ল্যান

পুজোর সময় থেকেই সমগ্র দেশের বিশেষ কিছু শহরে নিজেদের 5G ইন্টারনেট কানেকশন প্রদানের মাধ্যমে সমগ্র দেশের মানুষের অন্যতম আকর্ষণ এবং জনপ্রিয়তার কেন্দ্র হয়ে উঠেছে রিলায়েন্স জিও। আর ভারতীয় টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা বরাবরই বড্ড বেশি। যার কারণে কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয় ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম কোম্পানিগুলি। এর ফলস্বরূপ ইতিমধ্যেই ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারটেলের তরফেও দেশের বিভিন্ন নামকরা শহরে গ্রাহকদের বিনামূল্যে 5G ইন্টারনেট কানেকশনের পরিষেবা দেওয়া শুরু হয়েছে। ফলত রিলায়েন্স জিও এর পাশাপাশি ভারতী এয়ারটেলের জনপ্রিয়তাও এখন তুঙ্গে।

আর ইতিমধ্যেই রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের তরফে গ্রাহকদের পছন্দ অনুসারে ১০০ টাকার থেকেও কম দামের এমন একটি রিচার্জ প্যাক কার্যকরী করা হয়েছে যাতে আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণ ডেটা। দুটি কোম্পানির তরফেই প্রায় একই দামের রিচার্জ প্ল্যান লঞ্চ করা হলেও দুটি ক্ষেত্রেই আপনারা আলাদা আলাদা রকমের সুবিধা পেতে চলেছেন।

ভারতী এয়ারটেল এর ৬৫ টাকার রিচার্জ প্ল্যান:- এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানটিতে মাত্র ৬৫ টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন ৪ জিবি 4G ডেটার সুবিধা। তবে এক্ষেত্রে আপনি কোনোরকম কল কিংবা এসএমএস বা SMS এর সুবিধা পাবেন না। আপনার ফোনে যদি কোন রিচার্জ প্ল্যান কার্যকরী থাকে তবে এই প্ল্যানটি চলবে। এমনকী এই প্ল্যানটি ওই রিচার্জ প্ল্যান-এর সাথে যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার রিচার্জ প্ল্যানটির ক্ষেত্রে যতোদিনের বৈধতা রয়েছে ততোদিন এই ৬৫ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতাও থাকবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ৪ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর আপনাকে প্রতি এমবি ডেটার জন্য ৫০ পয়সা খরচ করতে হবে।

রিলায়েন্স জিওর ৬১ টাকার রিচার্জ প্ল্যান:- রিলায়েন্স জিও-এর এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা মাত্র ৬১ টাকার বিনিময় পেয়ে যেতে চলেছেন ৬ জিবি ডেটা। তবে এয়ারটেলের ৬৫ টাকার প্ল্যান এর মতোই রিলাইন্স জিও-এর এই প্ল্যানে আপনি কল কিংবা এসএমএসের কোনরকম সুবিধা পাবেন না। রিলায়েন্স জিওর এই প্ল্যানটি আপনার ফোনে কার্যকরী কোন প্ল্যান থাকলে তবেই অ্যাক্টিভ করা যাবে। তবে এই প্ল্যানটি রিচার্জ করার ক্ষেত্রে সব থেকে বড় সুবিধাটি হলো আপনার ফোনে কার্যকরী যে প্ল্যানটি রয়েছে তার বৈধতার যতোদিন থাকবে এই রিচার্জ প্ল্যানের বৈধতাও ঠিক ততোদিনই থাকবে। এই ৬ জিবি ডেটা শেষ হয়ে গেলে আর কোনরকম ডেটার সুবিধা পাওয়া যাবে না।

Google pay, PhonePe এর মাধ্যমে আর করা যাবে না যতখুশি লেনদেন, নতুন সীমা বেঁধে দিল RBI

আপনিও যদি আপনার রেগুলার রিচার্জ প্ল্যান এর পাশাপাশি অতিরিক্ত ডেটা সুবিধা নিতে চান তবে এই রিচার্জ প্ল্যান দুটি আপনার জন্য একেবারে পারফেক্ট। তবে এক্ষেত্রে বলা যায় যে, রিলায়েন্স জিওর ৬১ টাকার প্ল্যানে আপনারা এয়ারটেলের ৬৫ টাকার প্ল্যানের তুলনায় খানিকটা বেশিই সুবিধা পাবেন। তবে কোন প্ল্যানটি বেছে নেবেন সেটি সম্পূর্ণভাবে আপনার ওপর নির্ভর করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *