একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-আদালত
শীতের মরশুম মানেই বাঙালির কাছে ছুটির মরশুম। তবে শুধু পশ্চিমবঙ্গবাসীর কাছেই নয়, সমগ্র ভারতের জনগণই এই শীতের মরশুমে দেশের নানার অঞ্চলে ঘুরতে গিয়ে থাকেন। এমনকী শুধু ভারতের জনসাধারণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, বিশ্বের অন্যান্য দেশগুলির ক্ষেত্রেও শীত বরাবরই এক বিশেষ ঋতু। অন্যদিকে, বাঙালির কাছে শীত মানেই পরীক্ষা শেষের ছুটি, বড়দিন, পিকনিক, মিলন মেলা থেকে শুরু করে বইমেলা, হস্তশিল্প মেলা পর্যন্ত নানা ধরনের আনন্দযজ্ঞের আয়োজনের ঋতু। আর এই সময় যদি একদিন অতিরিক্ত ছুটি পাওয়া যায় তবে তো সোনায় সোহাগা। আর এবারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কাছে ছুটির ক্ষেত্রে কল্পতরু হয়ে দাঁড়িয়েছে স্বয়ং রাজ্য সরকার। ইতিপূর্বেও পুজোর প্রায় একমাস আগে রাজ্য রাজ্য সরকারের তরফে পুজোর ছুটি সম্পর্কে ঘোষণা করা হয়েছিলো স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে।
তবে এবারে সেই নিয়ম মেনেই ডিসেম্বর শুরু হওয়ার আগেই রাজ্য সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক বিশেষ ছুটি ঘোষণা করা হলো। চলতি বছরে অর্থাৎ ২০২২ সালের ক্যালেন্ডার অনুসারে বিভিন্ন ছুটির দিন রবিবার হওয়ায় বহু ছুটি বাদ গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের। যদিও দু’বছর পরে করোনা পরিস্থিতি কাটিয়ে এই স্বাভাবিক পরিস্থিতিতে উৎসব উদযাপনের ফলে রবিবারের কারণে ছুটি বাতিল হওয়ার আফসোস খানিকটা হলেও কম রয়েছে রাজ্য সরকারি কর্মী তথা ছাত্রছাত্রীদের। ক্যালেন্ডার অনুসারে জানা গিয়েছে যে, অন্যান্য বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছুটির দিনের মতোই ডিসেম্বর মাসের ২৫ তারিখ অর্থাৎ ক্রিসমাসও রবিবারেই উদযাপিত হবে। সুতরাং, রাজ্য সরকারি কর্মীদের আরও একটি ছুটি বাতিলের খাতায় জমা হয়েছিলো। তবে বছর শেষে ক্রিসমাসের উপহার হিসেবে রাজ্য সরকারের তরফে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ২৫শে ডিসেম্বরের পরের দিন অর্থাৎ ২৬শে ডিসেম্বর এক বিশেষ ছুটি দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।
রাজ্য সরকার অর্থ দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগত ডিসেম্বর মাসের ২৫ তারিখ বা ক্রিসমাসের দিন যেহেতু রবিবারে পড়েছে তাই ক্রিসমাস উপলক্ষ্যে সমস্ত সরকারি কর্মচারীরা, ২৬শে ডিসেম্বর অর্থাৎ সোমবার ছুটি পেতে চলেছেন। এর পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, রাজ্য সরকারের আওতায় রয়েছে এরূপ স্থানীয় সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য অফিস অথবা প্রতিষ্ঠানগুলি, যেগুলি রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা রাজ্য সরকারের মালিকানাধীন রয়েছে সেই সমস্ত সংস্থায় কর্মরত কর্মীরা ২৬শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষ্যে ছুটি পেতে চলেছেন।
তবে জনগণের সুবিধার দিকটি মাথায় রেখে এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, কলকাতা রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স-এর অফিসগুলি এবং কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিসগুলি এই ২৬শে ডিসেম্বর খোলা থাকতে চলেছে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে কর্মরত কর্মীদের ২৬শে ডিসেম্বর কোনোরূপ ছুটি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ এর ঠিক শেষের দিকে পরপর দুটি ছুটির দিন পারায়, যারপরনাই খুশি হয়েছেন রাজ্য সরকারের অধীনে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মীরা। এর পাশাপাশি ছুটির দিনের প্রায় একমাস আগে এই ছুটি সম্পর্কে রাজ্য সরকার কর্মীদের অবগত করায় বাঁধনহারা খুশিতে মেতে উঠেছেন তারা। ওয়াকিবহাল মহলের মতে, পরপর দুটি ছুটির দিনের কারণে রাজ্য সরকারি কর্মীরা, যেকোনো ছোট্ট ট্যুর কিংবা ট্রিপ আয়োজন করে নিতে পারবেন, আর ছুটির দিনের প্রায় এক মাস আগে এই ছুটি সম্পর্কে ঘোষণা করায় সেক্ষেত্রে তাদের আরও অনেক বেশি সুবিধা হবে। সুতরাং, আপনিও যদি রাজ্য সরকারের অধীনে কর্মরত একজন কর্মচারী হয়ে থাকেন তবে ডিসেম্বর মাসে আপনিও ২৫শে ডিসেম্বর এবং ২৬শে ডিসেম্বর পরপর দুদিন ছুটি পেতে চলেছেন।