টেক নিউজ

আধার কার্ড নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। আপনার আধার কার্ড থাকলে জেনে রাখুন

সরকারি হোক বা বেসরকারি যেকোন ক্ষেত্রেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে হোক বা অন্য যেকোনো প্রয়োজনে সমগ্র দেশের সাধারণ মানুষের অন্যতম প্রয়োজনীয় নথিটি হলো আধার কার্ড। আর UIDAI -এর তরফে ভারতীয় নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখেই বারংবার আধার কার্ড সংক্রান্ত নানাবিধ নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়ে থাকে। তবে এবারে UIDAI-এর তরফে এমনই এক নির্দেশিকা প্রকাশে আনা হলো যার জেরে রীতিমতো লাভবান হতে চলেছেন ভারতীয় নাগরিকরা। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি আধার সংক্রান্ত আরও একটি নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়েছে, যার ফলে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হবে ভারতীয় নাগরিকদের। আর এই নির্দেশিকা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ আনার ফলে নাগরিকদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অধিকাংশ নাগরিকই এই নির্দেশিকা সংক্রান্ত নানাধরনের প্রশ্ন তুলছেন। আর তাই আজকের এই পোস্টে আমরা এই নির্দেশিকা দুটি নিয়ে বিশেষ আলোচনা করতে চলেছি।

ইতিপূর্বে UIDAI-এর তরফে নাগরিকদের বারংবার আধার আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিলো। আর এই নির্দেশের সুযোগ নিয়েই বহু সংস্থা আধার আপডেটের জন্য প্রচুর পরিমাণ টাকা চার্জ করছে। নাগরিকরা UIDAI-এর নির্দেশের কারণে ওই অতিরিক্ত চার্জ দিয়েই আধার আপডেট করতে বাধ্য হচ্ছেন। এই খবর UIDAI-এর কাছে পৌঁছতেই এক ট্যুইট মারফত সমগ্র দেশের নাগরিক তথা আধার আপডেটকারী সংস্থাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, যাতে আধার আপডেটের জন্য কোনোভাবেই কোনো অতিরিক্ত চার্জ না নেওয়া হয়। এর পাশাপাশি এই ট্যুইটে আরও জানানো হয়েছে যে, যেসমস্ত সংস্থা আধার আপডেট করার জন্য অতিরিক্ত চার্জ নেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে UIDAI-এর তরফে। এমনকী এই বিষয়ে নাগরিকরা যাতে তাদের অভিযোগ জানাতে পারে তার জন্য একটি হেল্পলাইন নম্বর (১৯৪৭)ও কার্যকরী করা হয়েছে UIDAI-এর পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনার আওতায় প্রত্যেক মহিলা পাবে ২ লক্ষ ২০ হাজার টাকা, নড়েচড়ে বসল কেন্দ্র

এর পাশাপাশি আয়কর দপ্তরের একটি ট্যুইট মারফত জানানো হয়েছে যে, আয়কর আইন ১৯৬১ অনুসারে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা শেষ হতে চলেছে ২০২৩ সালের ৩১শে মার্চ তারিখে। এই তারিখের মধ্যে যেসমস্ত নাগরিকরা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন না তাদের প্যান কার্ডটি আগামীদিনে নিষ্ক্রিয় হয়ে যাবে। ইতিপূর্বে বারংবার ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া সত্ত্বেও বহু মানুষের এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি। আর তাই বর্তমানে আয়কর দপ্তরের তরফে ভারতীয় নাগরিকদের বারংবার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা নির্দেশ দেওয়া হয়েছে কারণ আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩১শে মার্চের পর আর কোনোভাবেই আধার এবং প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হবে না।

এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে – Link

যদিও বর্তমানে যেসমস্ত নাগরিকরা আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করছেন তাদের ১০০০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে। আয়কর বিভাগের নিয়ম অনুসারে, ৩০শে জুনের পর থেকেই যেসমস্ত নাগরিকরা আধার কার্ড এবং প্যান কার্ড লিংক করবেন তাদের এই পেনাল্টি দিতে হবে। তবে যারা এই পেনাল্টি দিয়ে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করবেন না পরবর্তীতে তাদের নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে। আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করার কারণে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে গেলে পরবর্তীতে ওই প্যান কার্ডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কোনোরূপ কাজ করা সম্ভব হবে না। এমনকী কোনোক্ষেত্রে ওই প্যান কার্ড অবৈধভাবে ব্যবহার করা হলে ১০,০০০ টাকার জরিমানা দিতে হবে সাধারণ মানুষকে, এমনটাই জানানো হয়েছে আয়কর দপ্তরের তরফে। সুতরাং, আপনি যদি এখনও পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করিয়ে থাকেন তবে খুব শীঘ্রই তা করে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *