চাকরি

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন করুন।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে পাম্প অপারেটর, মিটার রিডার সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এক্ষেত্রে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বসবাসকারী মহিলা এবং পুরুষ সকলেই এই শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে নানারকম প্রশ্ন উঠছে। আর তাই আজকের এই পোস্টে এই শূন্যপদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, প্রয়োজনীয় নথি, আবেদনের পদ্ধতি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি নিয়ে আলোচনা করা হবে।

(ক) পদের নাম:- লেবার
শূন্যপদের সংখ্যা:- ১ টি
বেতন:- এই পদে ৪,৯০০ টাকা থেকে ১৬,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়ে থাকে।
আবশ্যিক যোগ্যতা:-
১. এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
২. এক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

(খ) পদের নাম:- মিটার রিডার
শূন্যপদের সংখ্যা:- ১ টি
বেতন:- এই পদে কর্মরত ব্যক্তিদের ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা বেতন দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:-
১. উপরোক্ত শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো বোর্ডের অধীনস্থ বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেট অ্যাপ্লিকেশনের উপর কোর্স সম্পন্ন করেছেন এরূপ চাকরিপ্রার্থীদের উপরোক্ত শূন্যপদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

৩. এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছর হওয়া আবশ্যক।

আবাস যোজনায় শুরু হলো টাকা দেওয়া। আপনি কবে টাকা পাবেন দেখে নিন।

(গ) পদের নাম:- পাম্প অপারেটর।
শূন্যপদের সংখ্যা:- ১ টি।
বেতন:- এই পদে কর্মরত কর্মীদের প্রতি মাসে ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।
আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:-
১. এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের রাজ্য সরকারের তরফে স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী বা সমতুল্য যোগ্যতার যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. এছাড়াও উপরোক্ত শূন্যপদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারের তরফে স্বীকৃত যেকোনো ITI -এর পক্ষ থেকে ইস্যু করা ইলেকট্রিক্যাল সার্টিফিকেট থাকা আবশ্যক।

৩. চাকরিপ্রার্থীদের বয়স ২১ বছর থেকে শুরু করে ৪০ বছরের মধ্যে তারাই কেবলমাত্র এই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ৩১শে জানুয়ারি।

(ঘ) পদের নাম:- সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা:- ১ টি।
আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা:-
১. অফিসিয়াল নোটিফিকেশন অনুসারে, উপরোক্ত শূন্যপদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের স্টেট কাউন্সিল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের তরফে স্বীকৃত যেকোনো কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা কিংবা তার সমতুল্য যেকোনো ডিগ্রি থাকা আবশ্যক।

২. এর পাশাপাশি যেসকল চাকরিপ্রার্থীদের AutoCAD-এর ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী উপরোক্ত শূন্যপদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ২১ বছর থেকে শুরু করে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন:- এই পদে কর্মরত কর্মীদের ৯০০০ টাকা থেকে শুরু করে ৪০,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

• আবেদনের প্রক্রিয়া:- উপরোক্ত শূন্যপদগুলির জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমেই আপনাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.cbbarrackpore.org/recruitment/ -এ যেতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে উপরোক্ত শূন্যপদগুলি উল্লেখ করা থাকবে। আপনি যে শূন্যপদে আবেদন করতে ইচ্ছুক তার পাশে থাকা View অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাদেরটা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি অ্যাকসেপ্ট করে Proceed অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহকারে সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে এবং Submit অপশনে ক্লিক করতে হবে।

• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
২. আবেদনকারীর স্বাক্ষর।
৩. আবেদনকারীর ফটো আইডেন্টিটি প্রুফ (ভোটার কার্ড/ আধার কার্ড/ পাসপোর্ট/ প্যান কার্ড)
৪. জন্মের শংসাপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট।
৫. জাতিগত শংসাপত্র।
৬. প্রতিবন্ধী সার্টিফিকেট।
৭. সরকারের অধীনে কর্মরত কর্মীদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট।

• আবেদন ফি:- সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং মিটার রিডার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ১০০০ টাকা করে ফি জমা দিতে হবে। পাম্প অপারেটর এবং লেবার পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনোরূপ ফি জমা দিতে হবে না।

• আবেদনের সময়সীমা:- বর্তমানে এই শূন্যপদের অধীনে আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে এবং ৩১শে জানুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত এই আবেদনের প্রক্রিয়া বহাল থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *