বদলে গেল মাধ্যমিকের রুটিন। নতুন রুটিন দেখে নিন।
রাজ্যজুড়ে খুব শীঘ্রই মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে ছাত্র-ছাত্রীদের সুবিধার দিকটি মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষার রুটিন থেকে শুরু করে পরীক্ষা চলাকালীন কি কি করণীয় তা সংক্রান্ত গাইডলাইন পর্যন্ত সমস্ত তথ্যই প্রকাশ্যে আনা হয়েছে। তবে এবারে মাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সময়সূচিতে এক বিরাট পরিবর্তন আনা হলো।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২০২৩ সালে যে মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হতে চলেছে তার রুটিনে পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ রাজ্যের সমস্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক থেকে শুরু করে শিক্ষকদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে মাধ্যমিক পরীক্ষার রুটিনে যে রদবদল করা হয়েছে তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভার উপনির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষার রুটিনে পরিবর্তন করা হবে। আর এই উপনির্বাচনের ফলেই মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস পরীক্ষা ২৭শে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১লা মার্চ আয়োজিত হতে চলেছে। যদিও পরীক্ষার অন্য দিনগুলির সময়সূচিতে কোনোভাবেই কোনো পরিবর্তন আনা হবে না বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে। এমনকী ২৭ তারিখের পরীক্ষাটি পিছিয়ে ১লা মার্চ আয়োজিত হলেও পরীক্ষার সময় এবং স্থান একই থাকবে বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে।
এই দুদিন ব্যাংকে গিয়েও হবেনা কোনো কাজ। ধর্মঘটের জন্য বন্ধ থাকতে চলেছে ব্যাংক।
ইতিপূর্বে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরই দেখা গিয়েছিলো যে, ওই দিনই মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস পরীক্ষা রয়েছে। আর তা নিয়েই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হচ্ছিলো। আর তাই পর্ষদের তরফে এ বিষয়টি খতিয়ে দেখে মাধ্যমিক পরীক্ষার রুটিনে রদবদল করা হয়েছে। চলুন তবে মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন টি দেখে নেওয়া যাক:-
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ইতিহাস পরীক্ষার দিন পরিবর্তন হলেও মাধ্যমিকের সমগ্র রুটিনটিতে আর কোনো পরিবর্তন আনা হয়নি। সুতরাং, আগের রুটিন অনুসারেই ২৩শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হতে চলেছে।
২৩শে ফেব্রুয়ারি, ২০২৩, বৃহস্পতিবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম ভাষার পরীক্ষা রয়েছে।
২৪শে ফেব্রুয়ারি, ২০২৩, শুক্রবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।
২৫শে ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ অর্থাৎ শনিবারে আগের দুটির অনুসারী ভূগোল পরীক্ষা নেওয়া হবে।
২৮শে ফেব্রুয়ারি, ২০২৩, মঙ্গলবারে পরীক্ষার্থীদের জীবনবিজ্ঞান পরীক্ষা আয়োজিত হতে চলেছে বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে।
১লা মার্চ, ২০২৩ তারিখে অর্থাৎ বুধবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস পরীক্ষা আয়োজিত হবে বলেই জানানো হয়েছে পর্ষদের তরফে।
২রা মার্চ, ২০২৩ তারিখে অর্থাৎ বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা নেওয়া হবে।
৩রা মার্চ, ২০২৩, শুক্রবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভৌতবিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে।
সবশেষে ৪ঠা মার্চ, ২০২৩ তারিখ অর্থাৎ শনিবারে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা রয়েছে।