PAN Card – প্যান কার্ড থাকলে সতর্ক হোন, এক দিকে ভালো হলো, আরেক দিকে বিপদ বাড়লো।
প্যান কার্ড বা PAN Card যাকে বলে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড, হল একটি ফটোসহ পরিচয়পত্র। প্রতিটি কার্ডে অক্ষর এবং সংখ্যা মিলিয়ে ১০ সংখ্যক অনন্য নম্বর থাকে। এই কার্ড ভারত সরকারের আয়কর বিভাগ দিয়ে থাকে। সাধারণত ট্যাক্সের ফাইল জমা দিতে বর্তমানে ব্যবহার হয় প্যান। আর এবার প্যান কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার তথা রিজার্ভ ব্যাংক ও আয়কর দপ্তর।
PAN Card-এর এই নয়া নিয়মে কারও পৌষ মাস কারও সর্বনাশ।
রাজ্যের তথা দেশের বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে পরিচয় পত্র হিসাবে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। পরিচয় পত্র হিসাবে আধার কার্ড ও ভোটার কার্ডের বহুল গুরুত্ব থাকলেও প্যান কার্ড ততটা গুরুত্ব পায়না। তাই সরকারী উদ্যোগেই বর্তমানে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ও ভোটার কার্ডের সাথে সাথে প্যান কার্ডকেও বাধ্যতামূলক করা হচ্ছে।
এই দুদিন ব্যাংকে গিয়েও হবেনা কোনো কাজ। ধর্মঘটের জন্য বন্ধ থাকতে চলেছে ব্যাংক।
বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। এখন ব্যবসার কাজে প্যান কার্ডকে ব্যবহার করার কথা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই নয়া নিয়মের ফলে ব্যবসার সব লেনদেনে প্যান কার্ড সহজেই ব্যবহার করা যাবে।
বর্তমানে সমাজ দুর্নীতির চরম শিখরে পৌঁছেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের মনে ঢুকে গেছে হিংসা – বিদ্বেষ – ক্রূরতা – লোভ। এমতাবস্থায় সমাজের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি ব্যাবসায়ও জালিয়াতির পরিমাণ বেড়েছে উত্তরোত্তর। সরকারের তরফের আশা কেবলমাত্র একটি আইডি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের জালিয়াতি খুব সহজেই ধরে ফেলা যাবে।
সরকারের আশা এই নয়া নিয়ম জারি হলে ব্যাবসায় জালিয়াতির পরিমাণ কমবে। তার ফলে একাধারে ব্যবসায় লেনদেন সংক্রান্ত জটিলতা কমবে এবং সহজেই এই কার্ড ব্যবহার করে সমস্ত কাজ করতে পারবেন ব্যবসায়ীরা।
PAN Card -এর এই নয়া নিয়মে কি সুবিধা?
ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে বিবিধ কাজ করতে হয়। ট্যাক্স, G.S.T ফাইল করা ইত্যাদি বিভিন্ন কাজ করতে হয় তাদের। তাছাড়া পৃথক পৃথক পরিচয়পত্রও বহন করতে হয় সর্বদা। কিন্তু প্যান কার্ডের শক্তি বাড়ানো হলে একটিমাত্র পরিচয়পত্র দিয়েই সমস্ত প্রয়োজনীয় কাজ করে ফেলা যাবে। PAN Card -এর এই নয়া নিয়ম সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম আরও খবর পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।