ট্রেন্ডিং

PAN Card Update – এই কাজ না করলে বাতিল হবে প্যান কার্ড, ঝামেলা এড়াতে সতর্ক হোন।

ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করছেন? কিন্তু সেই ক্ষেত্রে প্রয়োজন হয় প্যান কার্ডের (PAN Card Update)। একটা নির্দিষ্ট সীমার উপর টাকা রাখতে হলে বা kyc এর ক্ষেত্রেও পরিচয়পত্র হিসেবে গ্রাহকের প্যান কার্ড আবশ্যক। কিন্তু জানেন কি আগামী 1 মাসের মধ্যে এই প্যান কার্ড নিষ্ক্রিয় হতে চলেছে। কেবলমাত্র একটি গাফিলতির জন্য এই সমস্যায় পড়তে হতে পারেন আপনি। কিভাবে এই সমস্যা থেকে বেরোতে পারবেন তা আগেভাগেই জেনে নিন।

PAN Card Update – বাড়িতে বসে মাত্র 5 মিনিটে লিংক করুন প্যান কার্ড এবং আধার কার্ড, জেনে নিন পদ্ধতি।

গত 17 জানুয়ারি, ভারতীয় আয়কর বিভাগ নিজেদের টুইটার হ্যান্ডেলে এ নিয়ে একটি সতর্কতা বাণী শেয়ার করেছে। এ নিয়ে বলা হয়েছে, আগামী 31 মার্চের মধ্যে ব্যক্তি যদি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করেন, আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এমনকি বাতিলও হয়ে যেতে পারে। যাতে করে প্যান কার্ড (PAN Card Update) কোনো কাজে ব্যবহার করলেও লাভ হবে না। বিশেষত, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।

বাজেটে প্রবীণ থেকে সকল সাধারণ মানুষের জন্য থাকছে মোট 5 টি উপহার, বিশদে জানুন।

আগামী ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত কার্ড লিংকের ক্ষেত্রে ৫০০ টাকা লেট ফি হিসেবে ধার্য করা হয়েছিল। এরপর ১ জুলাই, ২০২২ থেকে ১,০০০ টাকা লেট ফি হিসেবে ধার্য করা হয়েছিল। যদিও পূর্বেই জানানো হয়েছিল, NSDL পোর্টালে গিয়ে ই-ফাইলিংয়ের মাধ্যমে লেট ফি জমা দিতে হবে। তা না হলে লিংক করা যাবে না।

এবার প্যান কার্ড এবং আধার কার্ড লিংক করার পদ্ধতি জেনে নেওয়া যাক –
১) IT এর ওয়েবসাইট ওপেন করতে হবে।
ওয়েবসাইট লিংক – https://www.incometax.gov.in/iec/foportal/
২) ‘Quick Links’ সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য (আধার নম্বর, প্যান নম্বর ইত্যাদি) দিতে হবে। এরপর ‘Validate’ বাটনে ক্লিক করতে হবে।
৩) আধার এবং প্যান কার্ড (PAN Card Update) আগেই লিংক করা থাকলে নতুন পেজ ওপেন হবে এবং স্ক্রিনে একটি লেখা দেখা যাবে। দেখাবে লিংক ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

উল্লেখ্য, NSDL পোর্টালে লেট ফি জমা করা সত্বেও লিংক না হলে ফি সম্পর্কিত তথ্য সঠিক কি না তা দেখতে হবে। প্যান নম্বর এবং আধার নম্বর যাচাই করার পর একটি পপ-আপ নোটিফিকেশন দেখাবে। যেখানে ‘Your payment details are verified’ লেখাটি দেখাবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে।

ব্যবহারকারীর মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার OTP পাঠানো হবে। নির্ভুলভাবে সেটি বসাতে হবে। সবশেষে স্ট্যাটাস চেক করতে হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

ফেব্রুয়ারি মাসে 10 দিন ব্যাংক বন্ধ, এই দিনগুলো ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *