ব্যাবসা

Event Management Business Plan – বিনা ইনভেস্টে ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যবসা করে সম্মান ও লাখ লাখ টাকা রোজগার করুন।

চাকরি নয় বরং ব্যবসা করার ইচ্ছে প্রায় অনেকের মধ্যেই থাকে তাদের জন্য Event Management Business Plan একটা বড় সুযোগ। কিন্তু কত পুঁজি লাগবে? এই সকল চিন্তাও তার সঙ্গে জড়িয়ে থাকে। এমন কোনো ব্যবসা করা ঠিক নয়, যার পুঁজি বিনিয়োগেই অনেক টাকা খরচ হতে পারে। তাই জন্য এই ব্যবসা করা যাবে, আজকে সেই সম্পর্কেই এই প্রতিবেদন।

Event Management Business Plan – কীভাবে করবেন?

মাত্র 1 টি অনুষ্ঠানকে কেন্দ্র করেই থাকছে রকমারি ব্যবসার আইডিয়া যেমন Event Management Business Plan. এই ব্যবসায় পুঁজিও তেমনি লাগবে না। কিন্তু সময়ের সাথে সাথে মিলবে দারুন লাভ। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বিয়ে এটি একটি অনুষ্ঠান হলেও, রাজকীয়ইভাবে বিয়ে হবে, আনন্দ হবে, এই ইচ্ছে দুই পরিবার থেকে পাত্র পাত্রী সকলেই চান। আর বিয়েকে কেন্দ্র করেই Event Management Business Plan এর মোট 5 টি ব্যবসার আইডিয়া দেওয়া হবে।

১) ওয়েডিং ইভেন্ট প্ল্যানার-
এই পেশার নাম অনেকেরই শোনা। জানেন কি এই ব্যবসা করলে কম পুঁজিতে দারুন লাভ পাবেন। শুধু একটু পরিকল্পনার প্রয়োজন আর ক্লায়েন্টকে হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে হবে। বিয়ের যে বিভিন্ন নিয়ম বা আচার রয়েছে (সংগীত, মেহেন্দি, গায়ে হলুদ ইত্যাদি), সেগুলি প্ল্যান করা থেকে শুরু করে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ডেকোরেশন সহ প্রচুর কাজ রয়েছে, যা ঠিকঠাকভাবে পরিচালনা করতে হবে।

মার্কেটে এলো নতুন ব্যবসা, ব্লাক গোল্ড এর Business একবার দাড়িয়ে গেলে টাকা ঢুকবে হুড়মুড়িয়ে।

এমন অনেক পরিবার আছে, যারা বিয়ের শত দায়িত্ব নিতে পছন্দ করে না, কোন ওয়েডিং ইভেন্ট প্ল্যানারের খোঁজ করে থাকেন। তাদের হয়ে কাজ করা যাবে। আর এই ব্যবসা করতে পুঁজিও সেমন লাগে না। ক্লায়েন্ট এর থেকেই অগ্রিম টাকা পাওয়া যায়। আর একবার ক্লায়েন্টকে খুশি করতে পারলেই Event Management Business Plan ব্যবসায় সুনাম এবং মুনাফা দুই-ই বাড়বে।

২) ম্যাট্রিমোনিয়াল সাইট চালু করা বা ব্যবসা-
অনেক পরিবার আছে ছেলে বা মেয়ের জন্য ভালো পাত্র বা পাত্রীর সন্ধান করেন। তার জন্য ম্যাট্রিমোনিয়াল সাইটে একাউন্ট তৈরি করেন। সেখান থেকে পছন্দমত পাত্র বা পাত্রী পেয়ে যান। এই ধরণের ব্যবসা করেও ভালো মুনাফা অর্জন করা সম্ভব। আর সবথেকে বড় বিষয় হল অনলাইন বা অফলাইন দুইভাবেই এই ব্যবসা করা যাবে।

৩) বিয়ের জন্য মেক আপ আর্টিস্ট হিসেবে ব্যবসা-
বিয়ে মানেই সুন্দর দেখাতে হবে। তার জন্য প্রয়োজন মেকআপ। কেবলমাত্র কনে নয়, নেমন্ত্রিত অন্যান্য অতিথিরাও নিজেদের লুকস মেনটেইন করার জন্য আগে থেকেই মেক আপ আর্টিস্ট বুকিং করে থাকেন। তাই এই পেশা বেছে নেওয়া যায়। আপনিও যদি মেক আপ করতে পারদর্শী হয়ে থাকেন, তাহলে এই ব্যবসা বেছে নিতেই পারেন।

একটি বিয়েতে কনে সাজিয়ে কমপক্ষে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব। আর সবথেকে বড় কথা প্রথম প্রথম নিজেই এই ব্যবসা শুরু করতে পারেন। একটা নাম দিতে পড়েন। ব্যবসার সুনাম হলে ২-৩ বা প্রয়োজন অনুসারে আরো মেক আপ আর্টিস্ট নিয়োগ করতে পারেন। Event Management Business Plan এর মধ্য এটি অন্যতম।

৪) বিয়ের জন্য ডিজে এর ব্যবসা-
বিভিন্ন অনুষ্ঠানে ডিজে ভাড়া করা হয়। তাই এই ব্যবসা সারা বছর ধরেই করা যায়। বিশেষ করে বিয়েতে ডিজে ভাড়া খুবই সাধারণ বিষয়। এবার আসি পুঁজির ব্যাপারে। এই ব্যবসা করতে হলে মোটা টাকা বিনিয়োগ করতে হতে পারে।

কারণ ইন্সট্রুমেন্ট কিনতেও টাকা দরকার হবে। তবেই কম সময়ের মধ্যেই এই ব্যবসার মাধ্যমে দারুন লাভ করা সম্ভব। কেবল ভালোভাবে পরিকল্পনা, তাছাড়া ডিজিটালভাবে ব্যবসার প্রচার করার মাধ্যমে মাসিক প্রায় লাখ টাকা বা তারও বেশি উপার্জন করা সম্ভব।

৫) বিয়ের জন্য অনুষ্ঠান বাড়ি বা ম্যারেজ প্যালেস ব্যবসা-
বিয়ের অনুষ্ঠান হওয়া থেকে শুরু করে রান্না বান্না, খাওয়া দাওয়া, অতিথিদের থাকার ব্যবস্থা সকল কিছুর জন্য প্রয়োজন হয়ে থাকে অনুষ্ঠান বাড়ির। তাই ম্যারেজ প্যালেসের ব্যবসাও করা যাবে। অনুষ্ঠান বাড়ির পরিসর অনেকে বড়, আর যদি একটা স্ট্যান্ডার্ড জায়গায় এই অনুষ্ঠান বাড়ি থাকে, তাহলে কেবলমাত্র বিয়ের জন্য ভাড়া দিয়ে প্রতি মাসে মোটা টাকা উপার্জন করা যাবে।

৬) হানিমুনের জায়গা বুকিং-
ট্রাভেল বিজনেস করতে ইচ্ছুক? কেবলমাত্র বিয়ের হানিমুন প্ল্যানিং এর ব্যবসা করেই ভালো টাকা রোজগার করা সম্ভব। অনেক দম্পতি বিয়ের পর হানিমুনে যাওয়ার জন্য জায়গা নির্বাচন, টিকিট বুকিং, ভালো থাকার জায়গা বুক করা, ঘোরা, খাওয়া ইত্যাদির জন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন।

বিনামূল্যে ওষুধের দোকানের লাইসেন্স নিয়ে ফার্মেসী ব্যবসা করে লাখ

তাই এই ব্যবসা করলে, ক্লায়েন্টকে খুশি করলে প্রতি প্যাকেজে 50 হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত আয় করা যাবে এই Event Management Business Plan এর মধ্যে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *