Train Time Table – মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত ট্রেন, পরীক্ষার দিনগুলিতে নতুন ট্রেনের টাইম টেবিল ও তালিকা দেখুন।
মাধ্যমিক পরীক্ষার জন্য অতিরিক্ত ট্রেন, দেখুন নতুন Train Time Tableঃ
আগামীকাল অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত। প্রিপারেশন থাকা সত্বেও পরীক্ষা শুরু হওয়ার আগে সকল পরীক্ষার্থীর মনে চাপা ভয় তো থেকেই যায়। কিন্তু সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর উপরেও পরীক্ষার রেজাল্ট নির্ভর করে। সঠিক সময়ে না পৌঁছলে সময় কম পাওয়া যায়। তাতে প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলেও নম্বর কম মিলবে। তাই সঠিক সময়ে পৌঁছনোও আবশ্যক। ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, অভিভাবক এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে থামবে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন। কোন কোন স্টেশনে কখন থামবে ট্রেন?
New Train Time Table for WBBSE Madhyamik Exam 2023:
বিশেষত, শিয়ালদহ-রানাঘাট শাখা এবং বারাসত-বনগাঁ শাখার ১৩টি ট্রেন যাত্রাপথে নির্ধারিত স্টেশনের বাইরে গিয়েও বেশ কয়েকটি স্টেশনে থামবে। (New Train Time Table)
১) ৩১৮২১ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে যথাক্রমে ১০টা ৬, ১০টা ১৭ এবং ১০টা ২০ মিনিটে থামবে।
২) ০৩১১৫ আপ শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার পলতা, জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে যথাক্রমে ১০টা ৫৯, ১১টা ৮ এবং ১১টা ১১ মিনিটে থামবে।
৩) ৩১৫১৯ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল জগদ্দল স্টেশনে বেলা ১১টা ১৯ মিনিটে থামবে।
৪) ৩৩৮৩৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল যাত্রাপথে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দুপুর ৩টে ৩৩ মিনিটে থামবে।
New Train Time Tableঃ
৫) ০৩১৯৩ কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার পায়রাডাঙা স্টেশনে বেলা ৩টে ২৭ মিনিটে থামবে।
৬) ৩১৩২০ ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল যাত্রাপথে কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে ১০টা ৩৯, ১০টা ৪২ এবং ১০টা ৫১ মিনিট থামবে।
৭) ৩১৮২২ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল সকাল ১১টা ১০ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
New Train Time Table:
৮) ০৩১৮৪ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার সকাল ১১টা ৮ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
৯) ০৩১৯৬ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে ৩টে ৯, ৩টে ১২ এবং ৩টে ২০ মিনিটে দাঁড়াবে।
মাধ্যমিক পরীক্ষার নিয়মঃ
তবে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের নির্দিষ্ট নিয়ম মানতে হবে, না হলে বাতিল হবে খাতা।
নিয়মাবলী-
১) পরীক্ষার দিন সকাল ১১ টা ৪৫
মিনিটের মধ্যে সকল পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।
২) পরীক্ষার অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে।
৩) পরীক্ষাকেন্দ্রে কোন ধরণের ইলেকট্রিক ডিভাইস (মোবাইল, স্মার্ট ঘড়ি, ল্যাপটপ ইত্যাদি) নিয়ে ঢোকা যাবে না।
৪) পরীক্ষা শুরু হবে ১২ টা থেকে, চলবে দুপুর ৩ টে পর্যন্ত।
৫) পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনো পরীক্ষার্থীকে বের হতে দেওয়া যাবে না।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।