ChatGPT ম্যাজিক, মনের কৌতূহল থেকে পরীক্ষার প্রশ্ন, জিজ্ঞেস করলেই উত্তর দেবে, মহা চিন্তায় Google বাবা।
ChatGPT কি জানেন? জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ন হতে চান সকলে। পেতে চান সাফল্য। কিন্তু সবার ক্ষেত্রে সেটা হবেই তা আগে থেকে একদমই বলা যায় না। কিন্তু এবার এই কাজ আরো সহজ করে দিলো ChatGPT. কি এই জিনিস? কোন কোন কাজে ব্যবহার করা যাবে? Open AI নামক একটি সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক চ্যাটবট। যেটি বিশ্বের সর্বকঠিন পরীক্ষাগুলিতেও খুব দক্ষতার সঙ্গে উত্তীর্ণ হচ্ছে।
ChatGPT কীভাবে সাহায্য করবে দেখে নিন।
দিয়েছে ডাক্তারি পরীক্ষা, এমনকি আইনি পরীক্ষায়ও বসেছে। সাফল্য ছিল চোখ ধাঁধানো। ইতিমধ্যেই এই চ্যাটবট নিয়ে বহু সংবাদ সংস্থায় নানা ধরণের খবর প্রকাশ করা হয়েছে। কেবলমাত্র পরীক্ষা দেওয়াতেই থেমে নেই এই প্রযুক্তি। বরং এই AI Chatbot-এর সাহায্যে অনেক বাচ্চা তাদের হোমওয়ার্ক করছে, কোডাররা কোড লিখছেন। একসঙ্গে শত শত কাজে পারদর্শীতা দেখাতে সক্ষম এটি তা বোঝাই যাচ্ছে।তবেই আর কি কি কাজ করতে পারে, তা জানলে চমকে যাবেন। এটি আপনার সফল কেরিয়ারও তৈরি করতে সক্ষম। এমনকি একদম বিনামূল্যে এটি যে কেউ ব্যবহার করতে পারবেন। কিভাবে? চলুন তাহলে জেনে নিই।
মোবাইল থেকে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন নতুন প্যান কার্ড, আর 2 মিনিটে ভুল সংশোধন।
কিভাবে এই ChatGPT অ্যাক্সেস করা যাবে?
বিশেষত, ChatGPT -এর দুটি ভার্সন রয়েছে। একটি পেইড অর্থাৎ দামের সহিত ব্যবহার করা যাবে এবং অন্যটি ফ্রি অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করা যাবে। যদিও জানিয়ে রাখি, পেইড ভার্সনে টাকা খরচ করতে হলেও মিলবে একাধিক সুবিধা। অপরদিকে বিনামূল্যে অ্যাক্সেস করতে গেলে বেশ কিছু সীমাবদ্ধতা থাকছে।
ব্যবহারের পদ্ধতি-
১) Open AI-এর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
২) ChatGPT অপশন দেখা যাবে। তাতে ক্লিক করে login করতে হবে। প্রথমবার ChatGPT ব্যবহার করতে হলে sign up করতে হবে। এরপর ChatGPT AI Chatbot-টি ব্যবহার করা যাবে।
কোন কোন ক্ষেত্রে কেরিয়ারে সাফল্য মিলবে?
১) কন্টেন্ট রাইটিং-
একটা ওয়েবসাইট তৈরি করার পর সেটি খালি রাখা যাবে না। সেখানে কিছু কন্টেন্টও লিখে পাবলিশ করতে হবে। কিন্তু এই কাজে পারদর্শী ব্যক্তিই ওয়েবসাইটের মাধ্যমে রোজগারে সাহায্য করতে পারবেন। অর্থাৎ প্রফেশনাল কন্টেন্ট রাইটার বা কপিরাইটার। অবশ্য কাজের বিনিময়ে পারিশ্রমিকঅ আশা করেন।
কিন্তু ChatGPT কন্টেন্ট লিখতে সক্ষম। তবে কন্টেন্টের বিষয়ে সেই ব্যক্তির নিজস্ব ধারণা থাকতে হবে। কারণ চ্যাটজিপিটি যখন কন্টেন্ট লিখবে, ব্যক্তিকে সেটি ব্রাশআপ করতে হবে। এইভাবে ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ব্লগের জন্যও চ্যাটজিপিটি-কে দিয়ে কন্টেন্ট লেখানো যাবে। একবার সেগুলির পপুলার বাড়লে প্রতি মাসে মোটা টাকা রোজগার করা যাবে।
২) কোড লেখানো যাবে-
ChatGPT-কে দিয়ে ব্যক্তি কোড লেখাতে পারবেন। ধরা যাক, ব্যক্তি একটা মোবাইল অ্যাপ তৈরি করতে চান। তা নিয়ে ChatGPT-কে ভালোভাবে বোঝাতে হবে, তাহলেই সেটি কোড লিখতে পারবে। একবার অ্যাপটি তৈরি হয়ে গেলে Google Admob এবং Google AdSense-এ রেজিস্টার করতে পারা যাবে। তা থেকেই রোজগার করা যাবে। কিন্তু এই কাজে সাফল্য পেতে হলে ব্যক্তিকে অবশ্যই কোডিং (প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ) সম্পর্কে জ্ঞান থাকতে হবে। চ্যাটবটের করা কাজকে আরো উন্নত করতে হবে।
৩) প্রশ্নের উত্তর লেখানো-
নতুন নতুন ডিভাইস আবিষ্কারের ফলে বাড়িতে বসে অজানা তথ্য পাওয়া আরো সহজ হয়েছে। সহজেই যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব। কিন্তু এমন অনেক প্রশ্ন থাকে যা সহজে পাওয়া যায় না। সেই কাজও করতে সক্ষম ChatGPT. বর্তমানে এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে সাধারণ মানুষের করা প্রশ্নের উত্তর দেওয়া হয়। সেখান থেকে রোজগার করা যায়। কিন্তু অনেক প্রশ্নের উত্তর জানা থাকে না। সেই সকল অজানা প্রশ্নের উত্তর দেবে ChatGPT. এইভাবে মানুষের অজানা প্রশ্নের উত্তর সহজেই জানানোর মাধ্যমে ওয়েবসাইটটি মানিটাইজ হয়ে গেলে মাসে মাসে মোটা টাকা রোজগার করা যাবে।
2023 সালে ভোটার লিস্টে নাম তুলতে এবার থেকে নতুন নিয়ম, কি কি করতে হবে জেনে নিন।
উল্লেখ্য, অন্যান্য কাজও (যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি ) করানো সম্ভব। কিন্তু মনে রাখতে হবে, এই চ্যাটবটটি শুধুমাত্র ব্যক্তিকে কাজে সাহায্য করবে, যাতে তিনি টাকা রোজগার করতে পারবেন। কিন্তু ব্যক্তিকেই মূল কাজটি সম্পন্ন করতে করতে হবে। পরিকল্পনা নিজেকেই করতে হবে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে।
Waiting for new update