ট্রেন্ডিং

DA Strike – বকেয়া এর দাবিতে এবার শুধু কর্মবিরতি নয়, রাজ্য জুড়ে ধর্মঘট, কবে জানুন।

এখনও মেলেনি বকেয়া Dearness Allowance. তার উপর মাত্র 3% বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের DA এর হার। যার জেরে কর্মীদের আন্দোলন (DA Strike) আরো তীব্র হতে চলেছে। বিশেষত গত 15 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে পেশ করা হয়েছিল। সেই সময় কর্মীদের ডিএ আরো 3% বাড়িয়ে মোট 6% দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু কর্মীদের দাবি, কেন্দ্রীয় সরকারী কর্মীদের সমান হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে।

DA Strike in West Bengal:

সেই কারণে (তাছাড়া বকেয়া DA এর দাবিতেও) এর আগেও ধাপে ধাপে DA Strike আন্দোলন, বিক্ষোভ করা হয়েছিল। এবার আন্দোলন আরো জোরদার হতে চলেছে, এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে খবর। কিন্তু কবে? সংবাদ মাধ্যম সূত্রে খবর, বকেয়া ডিএ-র মেটানোর দাবিতে এবার সরকারি কর্মীদের যৌথমঞ্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিল। যদিও হাসপাতাল ও জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে 3% DA ঘোষণা, কত টাকা বাড়ছে বেতন হিসাব দেখুন।

আগামী ৯ মার্চ (বৃহস্পতিবার) কর্মীদের আন্দোলন আরো জোরদার হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু আর কতদিন আন্দোলন জারি রাখতে হবে? কতদিন DA এর জন্য অপেক্ষা করতে হবে? এমনটাই প্রশ্ন কর্মীদের একাংশের। গত 19 আগস্ট রাজ্য সরকারকে বকেয়া DA মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। যদিও সেই নির্দেশ মানা হয়নি। বরং হলফনামা পেশ করা হয়েছিল।

বর্তমানে দেশের শীর্ষ আদালতে এই মামলা গড়িয়েছে। প্রসঙ্গত, প্রতি 6 মাস অন্তর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বা DA এর হার বাড়ানো হয়। বর্তমানে 38 % হারে ডিএ পাচ্ছেন। নতুন বছরে আরো 4% বেড়ে 42% ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ মেটানোর দাবিতে একাধিকবার আন্দোলন, ধর্নায় বসে হলেও মানা হয়নি তাদের দাবি। ধর্মতলায় অনশন করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে হাসপাতালে, স্কুল, আদালত-সহ সকল সরকারি দফতরে 2 ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন সরকারি কর্মচারীরা। গত ১৩ ফ্রেরুয়ারি পেন-ডাউন (DA Strike) কর্মসূচি চলেছিল। চলতি সপ্তাহের শুরুতে অর্থাৎ 20 এবং 21 ফেব্রুয়ারী (সোম ও মঙ্গলবার) অফিসে হাজিরা দিলেও কাজ করেননি আন্দোলনকারী।

New Train Time Table during Madhyamik Exam 2023 (মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত ট্রেন)

এ নিয়ে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মেদিনীপুরের সভায় মুখ্যমন্ত্রী জানান, তিনি ম্যাজিশিয়ান নন। অনেকে বলেন ঠিকই এটা পেলাম, ওটা দাও। কিন্তু যেটা পাওয়া যায়, সেটা ধরে রাখতে গেলে, যে টাকার প্রয়োজন, সেটা কোথা থেকে জোগাড় হবে? জিএসটির জন্য কেন্দ্র টাকা পাচ্ছে। কিন্তু জিএসটি বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে। মিথ্যা বলছে।

পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ আবহে, সরকারী কর্মীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী,

আগামী 15 মার্চ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। তার আগেই আবারও কর্মীদের DA Strike আন্দোলন। কতটা চাপের মধ্যে পড়তে চলেছে সরকার? DA এর হার কি আরো বাড়ানো হবে?
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *