SBI Franchise – গ্রাহকদের দিচ্ছে কোনোরকম ঝুঁকি ছাড়াই বাড়িতে বসে 65 হাজার টাকা আয়ের সুযোগ, বিস্তারিত জানুন।
চাকরি নয় বরং বাড়িতে বসে টাকা রোজগার করতে ইচ্ছুক? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন আর জানুন SBI Franchise এর ব্যাপারে। বর্তমানে দেশের শীর্ষতম ব্যাংক হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) স্থান। প্রতিটি ঘরে ঘরে কমপক্ষে একজন সদস্য SBI এর গ্রাহক। কিন্তু জানেন কি, এই ব্যাংক থেকে আপনি বাড়িতে বসে মাসে মাসে 65 হাজার টাকা করে উপার্জন করতে পারবেন।
SBI Franchise কীভাবে নেবেন?
তাও আবার বিনা পরিশ্রমে। তবে মানতে হবে কয়েকটি সাধারণ শর্ত। কোনো পণ্য বিক্রির ব্যবসা শুরু করার পেছনে কোনো না কোনো পরিকল্পনা থেকেই। কিন্তু SBI এই স্কিমে লাগবে না কোনো পরিকল্পনা।
স্কিমের নাম – SBI Franchise গ্রহণ।
বর্তমানে যে কোনো ব্যবসা শুরু করার জন্য ঋণ প্রদান হোক বা গ্রাহকদের সুবিধার্থে নানা ধরণের স্কিম চালু, সবেতেই এই ব্যাংকের নাম শোনা যায়। কিন্তু এই স্কিমের মাধ্যমে গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করা হচ্ছে।
হাত খরচের টাকা বাঁচিয়ে এই ব্যবসা শুরু করুন, চাকরির থেকে বেশি আয়।
তা হল বাড়িতে বসেই মাসে মাসে প্রচুর অর্থ রোজগার। প্রথমত এই স্কিমে আবেদন জানাতে হলে আবেদনকারীর নিজস্ব জমি প্রয়োজন হবে এবং সেখানেই ATM মেশিন বসাতে হবে। বর্তমানে অনেকেই আছেন, টাকা তোলার জন্য সবসময় ব্যাংকে যেতে পারেন না। বরং তাদের কাছে ATM ই ভরসা। সেই হিসেবে এই স্কিমের জন্য আবেদন জানাতে হলে দেখতে হবে ব্যক্তির জমিটি যাতে জনবহুল জায়গায় অবস্থিত হয়।
সেখানেই ATM মেশিনটি বসানোর পর, ব্যবহারকারীদের তোলা টাকার উপর কমিশন হিসেবে মিলবে মোটা টাকা। ইতিমধ্যেই বেশ কয়েকটি কোম্পানিকে SBI Franchise র মাধ্যামে এটিএম স্থাপন করার টেন্ডার দিয়েছে। সেই সমস্ত কোম্পানির টেন্ডার গ্রহণ করেই আবেদনকারী নিজস্ব জমিতে এসবিআই এটিএম স্থাপন করতে পারেন। সবথেকে বড় সুবিধা নিতে হবে না কোনোরকম ঝুঁকিও।
SBI Franchise নিতে হলে কোন কোন শর্ত মানতে হবে?
১) SBI ATM ফ্রাঞ্চাইজি নিতে হলে নূন্যতম ৫০ থেকে ৮০ বর্গফুটের জমি থাকতে হবে।
২) যদি স্টেট ব্যাংকের অন্য একটি এটিএম থাকে, সেটির থেকে নতুন এটিএম এর দূরত্ব হতে হবে ১০০ মিটার বা সামান্য বেশি।
৩) এটিএমটি যে জায়গায় থাকবে, সেখানে ২৪ ঘন্টা এক কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট বিদ্যুত পরিষেবা থাকতে হবে।
৪) গ্রাউন্ড ফ্লোরে জমিটি থাকতে হবে এবং জায়গাটির দৃশ্যমান্যতা ভালো হতে হবে।
৫) সেই এটিএমে প্রতিদিন কমপক্ষে ৩০০টি ট্রানজাকশন করার ক্ষমতা থাকতে হবে।
৬) ন্যূনতম ৫ লাখ টাকা ATM এর জন্য ইনভেস্ট করতে হবে।
বাংলার ডেয়ারি ফ্রাঞ্চাইজি নেওয়ার মাধ্যমে প্রতিমাসে স্বনির্ভর হয়ে রোজগার করুন।
কত টাকা আয় হবে?
SBI এর এই ATM ফ্রাঞ্চাইজি গ্রহণ করে মাসে প্রায় ৬৫ হাজার টাকা পর্যন্ত আয় করা যাবে। আর বার্ষিক প্রায় ১ কোটি টাকা আয় করা যাবে।
প্রয়োজনে এই মুনাফা দিয়ে ব্যক্তি ভবিষ্যতে অন্য কোনো ব্যবসাও শুরু করতে পারবেন।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
pathar pratima.pin code 743371
01891863742 nagad account number
I agree this business
I interested this business
I am interested in this business
I am interested this franchise business.
Bhangore south 24 porganas
Pin code – 743502
P.H – 7551826772
I interested, pls check, my contact no 8617647465
I am accept on your repuirment
I am ready to fulfill all the requirements
Please connect SBI team