স্কলারশিপ

TSDPL Silver Jubilee Scholarship – এই নতুন স্কলারশিপে আবেদন করলেই পাবেন বছরে সর্বোচ্চ 1 লাখ টাকা।

TSDPL Silver Jubilee Scholarship সম্পর্কে জানেন? আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩। পরীক্ষার ফলাফল কেমন হবে, পরীক্ষা দেওয়ার পর এই চিন্তাই সর্বদা ঘুরপাক খায় একজন পরীক্ষার্থীর মনে। আর পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয়েও যায়, তারপর বড় বিষয়টি হল উচ্চশিক্ষা গ্রহণ। মেধা থাকা সত্বেও অনেক পড়ুয়া এমনও আছেন, উচ্চশিক্ষার সুযোগ পান না কেবলমাত্র অর্থের অভাবে। তাদের জন্য সুখবর।

TSDPL Silver Jubilee Scholarship এ আবেদন পদ্ধতি দেখে নিন।

এবার উচ্চশিক্ষা গ্রহণে মিলবে ১ লাখ টাকার স্কলারশিপ। স্কলারশিপের নাম, আবেদন পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিতভাবে জানানো হচ্ছে।
স্কলারশিপের নাম- টিএসডিপিএল সিলভার জুবিলী স্কলারশিপ (TSDPL Silver Jubilee Scholarship).

স্বামী বিবেকানন্দ স্কলারশীপে টাকা দেওয়া শুরু হলো, নিজের নাম চেক করেছেন?

আবেদনের যোগ্যতা-
আবেদনকারীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। প্রার্থীদের ITI/ Diploma , Graduate ও Post Graduate এর কোর্সে ভর্তি হতে হবে, তবেই আবেদন জানানো যাবে।
এছাড়াও আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
বৃত্তির অঙ্ক- TSDPL তার নির্বাচিত প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রদান করবে বার্ষিক ১,০০, ০০০ টাকা।

TSDPL Silver Jubilee Scholarship আবেদন পদ্ধতি-
১) নিচে দেওয়া Apply Now বাটনে ক্লিক করতে হবে।
২) আবেদনকারীর বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দিতে হবে প্রয়োজনীয় তথ্য।
৩) এরপর নথিপত্রগুলি আপলোড করে ‘submit’ বাটনে করতে হবে।
৪) আপলোড করা তথ্য ঠিক কিনা তা পুনরায় যাচাই করে নিতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) বয়সের প্রমাণপত্র,
২) আধার কার্ড/ ভোটার কার্ড,
৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট,
৪) পরিবারের আয়ের শংসাপত্র,
৬) ভর্তির রশিদ,
৭) পাসপোর্ট সাইজের ছবি,
৮) অন্যান্য নথিপত্র।

Swami Vivekananda Scholarship 2023 – নতুন করে আবেদনের সম্পূর্ণ তথ্য জেনে নিন।

Apply Now-
https://www.buddy4study.com/register?url=%2Fpage%2Ftsdpl-silver-jubilee-scholarship-program&&cuid=page/tsdpl-silver-jubilee-scholarship-program
শিক্ষা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *