মেট্রো রেলের যাত্রীরা চলতি বছরেই পাচ্ছেন বড়ো সুবিধা, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যুক্ত হচ্ছে এই 2 টি রুট, বিস্তারিত জানুন।
বাস কিংবা ট্যাক্সি নয়, বরং যাত্রাপথের সময় বাঁচাতে অনেক যাত্রীই বেছে নেন মেট্রো রেলকে । এই ধরুন সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কলকাতা বইমেলা হোক বা দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দেওয়া। তবে এই যাত্রাপথ আরো সহজতর হতে চলেছে। কিভাবে? এর আগে মেট্রোর দুটি লাইনকে (ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন) কবি সুভাষ মেট্রো স্টেশন যুক্ত করবে, এই তথ্য জানানো হয়েছিল। চলতি বছর অক্টোবরে নিউ গড়িয়া থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো লাইন পৌঁছনোর পরিকল্পনা করা হয়েছিল।
কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কি বক্তব্য?
আর কয়েক দিনের মধ্যেই এই রুটে চালু হচ্ছে মেট্রো। তেমনই এবার সংবাদ মাধ্যম সূত্রে খবর, কলকাতা মেট্রো এবং পূর্ব রেলের যাত্রীদের সুবিধার্থে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো চালু হচ্ছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে পূর্ব রেলের স্টেশনের উপরে থাকবে মেট্রো রেল স্টেশনটি। কলকাতা মেট্রোর দমদম ক্যান্টনমেন্ট স্টেশন নির্মাণের কাজ আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, বলে আশা রাখা হচ্ছে।
এক ধাক্কায় দাম পড়ল সোনার, এই সময় কিনে নিন, না হলে পরে আফশোস করবেন।
মেট্রো রেলে যাত্রীদের কতটা সুবিধা হচ্ছে?
রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এর পরিকল্পনায় কলকাতা মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো চালু হতে চলেছে। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই নোয়াপাড়া-বারাসত থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হচ্ছে।
ফলে এই ইয়েলো লাইনের সঙ্গে জুড়বে কলকাতা মেট্রোর আরও দুটি শাখা (ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন)। যাত্রীরা কবি সুভাষ-দক্ষিণেশ্বর শাখার নোয়াপাড়া এবং কবি সুভাষ-বিমানবন্দর শাখার বিমানবন্দর মেট্রো স্টেশনে যাওয়ার জন্য রওনা দিতে পারবেন। এ নিয়ে কলকাতা মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে যাত্রীদের সুবিধার্থে ৬টি চলমান সিঁড়ি, ৩টি লিফট এবং ৭টি সিঁড়ি থাকবে।
এছাড়া ১৬ টি অটোমেটিক ফেয়ার কালেকশন গেট থাকবে। উল্লেখ্য, ইএম বাইপাস সংলগ্ন জায়গায় যাওয়ার জন্য যাত্রীরা সময় এবং খরচ বাঁচাতে মেট্রোরেলের ইয়োলো লাইনকে বেছে নেবেন, তা আশা করা হচ্ছে। এছাড়া হাওড়া, হুগলি ও ব্যারাকপুর এলাকার যাত্রীরা দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া স্টেশনে পৌঁছে ইয়েলো লাইন ধরে দমদম ক্যান্টনমেন্ট, তারপর সেখান থেকে বিমানবন্দরে সহজে পৌঁছতে পারবেন।
LPG Price Increase – মার্চ মাসে ফের বৃদ্ধি পেলো রান্নার গ্যাসের দাম, চিন্তায় আমজনতা।
অন্যদিকে শিয়ালদহ নর্থ সেকশনের (বারাসত, বসিরহাট, টাকি, হাসনাবাদ এবং বনগাঁ) যাত্রীরা কলকাতায় পৌঁছনোর জন্য এই রুটেই যাবেন, বলে আশা রাখা হচ্ছে। এখন মাত্র সময়ের অপেক্ষা।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।