চাকরির প্রস্তুতি

Job recruitment – রাজ্যে চাকরির বিজ্ঞপ্তি 6 টি পদে, মাধ্যমিক পাশেই 5000 এর বেশি কর্মী নিয়োগ, 2 দিনে শেষ হবে আবেদন।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, Job recruitment হতে চলেছে। মাধ্যমিক পাশেই সরকারি চাকরির জন্য এপ্লাই করা যাবে। আজকে এই প্রতিবেদনে মোট ৬ টি চাকরির বিষয়ে বিস্তারিতভাবে জানানো হচ্ছে। আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পুরুষ মহিলা নির্বিশেষে করা যাবে আবেদন। বর্তমানে আবেদনের ক্ষেত্রে নিয়োগের স্থান, নিয়োগ পদের নাম, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি নিচে বলা হয়েছে।

Job recruitment হবে কোন কোন পদে।

১) নিয়োগ পদের নাম- কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে ডায়ালিসিস টেকনিশিয়ান (২ টি পদ),
ক্যাথ ল্যাব টেকনিশিয়ান (১ টি পদ),
ডাটা এন্ট্রি অপারেটর (৬ টি পদ),
ড্রাইভার (২ টি পদ) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- ডায়ালিসিস টেকনিশিয়ান পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে dialysis এ ডিগ্রি পাশ করতে হবে।
ক্যাথ ল্যাব টেকনিশিয়ান- উচ্চমাধ্যমিক পাশ সহ cath lab এ ডিগ্রি পাশ করতে হবে। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ডাটা এন্ট্রি অপারেটর বা DEO- উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

রমজান মাসে স্পেশাল সেকশনাল হলিডে ঘোষণা এই রাজ্যের সরকারি কর্মীদের।

ড্রাইভার- মাধ্যমিক পাশ সহ LMV, HMV তে কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে। সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- ডায়ালিসিস টেকনিশিয়ান, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।
ডাটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৭ বছর।
আবেদনের শেষ তারিখ- ২২ মার্চ, ২০২৩.
Apply Now-
https://becilregistration.in/

২) নিয়োগ পদের নাম- SSC Selection Post XI, 2023.
এই Job recruitment এ মোট শূন্যপদের সংখ্যা- ৫৩৬৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ সহ গ্র্যাজুয়েশন পাশে আবেদন করা যাবে।
বয়সসীমা- ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পাবেন বয়সের ছাড়।
বেতন- নিয়োগ কর্মীদের প্রতিমাসে বেতন ৫,২০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ- ২৭ মার্চ, ২০২৩.
Apply Now-
https://ssc.nic.in/

৩) Job recruitment হবে – ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ সেন্টার (ICMR) এ
প্রজেক্ট টেকনিক্যাল- ৪ টি পদ। (Health Assistan- ২ টি
Field Assistant- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৭,০০০ টাকা ।
নিয়োগ পদের নাম- প্রজেক্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান (২ টি)।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পাশ করতে হবে। সঙ্গে Radiology / Radiography – তে ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়সসীমা-সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে
হতে হবে।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা।
নিয়োগ পদের নাম- প্রজেক্ট জুনিয়র মেডিকেল অফিসার (১ টি)।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS Degree অর্জন করতে হবে।
বয়সসীমা-সর্বোচ্চ বয়স ৩০-৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে ৬০,০০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া- ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউ এর তারিখ- ২৩ মার্চ, ২০২৩.
বিজ্ঞপ্তি-
https://in.docworkspace.com/d/sAHx9h2r4hJ4544PBobCnFA
Apply Now-
http://niced.org.in/এই

৪) নিয়োগ পদের নাম- সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) তে
আপার ডিভিশন ক্লার্ক (১৬ টি),
লোয়ার ডিভিশন ক্লার্ক (5 টি),
DEO (৩ টি),
জুনিয়র ল্যাব্রটেরোরি অ্যাসিস্ট্যান্ট (১৫ টি),
ফিল্ড অ্যাটেন্টেড (৮ টি),

পশ্চিমবঙ্গে সরস্বতী প্রেসে কর্মী নিয়োগ, মাসিক বেতন 1 লাখ 30 হাজার।

মাল্টি টাসকিং স্টাফ (৭ টি)।
আপার ডিভিশন ক্লার্ক- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাশ সহ কম্পিউটারে ইংরেজি ও হিন্দিতে মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক- উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে ইংরেজি ও হিন্দিতে মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

DEO- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে কাজের
অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র ল্যাব্রটেরোরি অ্যাসিস্ট্যান্ট- সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
ফিল্ড অ্যাটেন্টেড ও মাল্টি টাসকিং স্টাফ- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৩১ মার্চ, ২০২৩.
Apply Now-
https://cpcb.nic.in/

৫) কেন্দ্রীয় সরকারের যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
নিয়োগ পদের নাম- Non ITI and ITI.
Job recruitment এ মোট শূন্যপদের সংখ্যা- ৫,৩৯৫ টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে-
Machinist,
Turner,
Electrician,
Fitter,
Welder ইত্যাদি পদে।
শিক্ষাগত যোগ্যতা- Non ITI পদে আবেদনের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিকে ৫০% নম্বর নিয়ে পাশ করতে হবে। ITI পদে আবেদনেরক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে।

বয়সসীমা- ২৮ মার্চ, ২০২৩ তারিখ অনুসারে বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পাবেন বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে ৬,০০০ টাকা (Non ITI এর ক্ষেত্রে) ও ৭,০০০ টাকা (ITI এর ক্ষেত্রে)।
আবেদনের শেষ তারিখ- ২৮ মার্চ, ২০২৩.
Apply Now-
https://www.yantraindia.co.in/career/

৬) নিয়োগ পদের নাম- ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মাধ্যমে
Fair Price Shop Dealer পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা- ৩০ টি।
Job recruitment এ আবেদনের জন্য যোগ্যতা- আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

সিআরপিএফে 9 হাজার পদে কর্মী নিয়োগ বেতন 69,000 টাকা, আবেদনের পদ্ধতি দেখুন।

বয়স- বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই।
আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে।
বিজ্ঞপ্তি- https://in.docworkspace.com/d/sAHM-oUP4hJ450bK_obCnFA
Job recruitment Apply Now- https://food.wb.gov.in/
Job recruitment সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *