বর্তমানে সোনা রূপার দাম বা মূল্যবান ধাতুর দাম (Gold Silver Price) ক্রমশ বাড়ছে। কিন্তু যতই বাড়ুক না কেন আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদেরকে কোন বড় অনুষ্ঠানে অর্থাৎ বিবাহ বা পৈতে এই সমস্ত অনুষ্ঠানের সোনা না দিলেই নয়। হালকা গহনা হলেও সোনার কিছু দিতে হয়। এইরকম মানুষদের জন্য সুখবর, সোনার দাম কমেছে প্রায় 500 টাকা। বুধবার অর্থাৎ 22.3.2023 এ সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে 58770 অর্থাৎ 480 টাকা কমেছিল। গত সাত দিনের সোনার দাম হিসাব করলে 16 তারিখ থেকে আজ পর্যন্ত সোনার দাম কমেছে বললেই চলে।
Gold silver price today in Kolkata:
তবে 16 তারিখে এক গ্রাম সোনার দাম ছিল 5510 টাকা গতকাল অর্থাৎ 22 তারিখ 5575 টাকা ছিল। সোনার দাম বেড়েছিল 65 টাকা। তবে মাঝের দিনগুলি অর্থাৎ 17 থেকে 21 পর্যন্ত সোনার দাম বেড়েছিল।
17.03.2023 তারিখে সোনার দাম ছিল 5355 টাকা,
18.03.2023 তারিখে সোনার দাম ছিল 5685 টাকা,
19.03.2023 তারিখে সোনার দাম ছিল 5685 টাকা,
20.03.2023 তারিখে সোনার দাম ছিল 5635 টাকা,
21.03.2023 তারিখে সোনার দাম ছিল 5655 টাকা,
এগুলি 22 ক্যারেটের এক গ্রাম সোনার কথা বলা হয়েছে।
বিগত 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত 24 ক্যারেট এক গ্রাম সোনার দাম এখন দেখে নেব।
16 ই মার্চ ছিল 5786 টাকা,
17 ই মার্চ 5812 টাকা,
18 ই মার্চ 5969 টাকা,
19 ই মার্চ 5969 টাকা,
20 ই মার্চ 5917 টাকা,
21 ই মার্চ 5938 টাকা,
22 ই মার্চ 5854 টাকা ছিল।
ছেড়া নোট নিয়ে RBI এর নতুন নিয়ম, কিভাবে বদলাবেন জেনে নিন।
22 ক্যারেট সোনার 10 গ্রাম প্রতি দাম 54200 টাকা এবং গতকাল ছিল 55000 টাকা,
24 ক্যারেট সোনার 8 গ্রামের দাম আজকে 47304 এবং 10 গ্রামের দাম 59130। গতকাল 1 গ্রামের দাম ছিল 6000 টাকা, 8 গ্রামের দাম 48 হাজার টাকা এবং 10 গ্রামের দাম 60 হাজার টাকা সেখান থেকে আজকে প্রায় 870 টাকা পর্যন্ত কম হয়েছে। রুপোর দামে এসেছে পতন প্রায় 345 টাকা পর্যন্ত কমেছে রুপার দাম।
মধ্যবিত্তদের জন্য এই জীবন লাভ পলিসিতে স্বল্প সময়ে বিনিয়োগে পান 55 লক্ষ টাকা রিটার্ন।
এক কিলোগ্রাম রুপোর দাম বাজারে হয়েছে 68850 টাকা। আন্তর্জাতিক বাজারেও Gold silver price এ নেমেছে গ্রাফ। সোনার দামে প্রতি আউন্সিল হয়েছে 1939 ডলার, রুপোর দাম অতি অংশে হয়েছে 22.34 ডলার। এই দাম কেমন ফলের মধ্যবিত্তরা বেশ খুশি হয়েছে। মধ্যবিত্তদের জন্য বর্তমান Gold silver price যথেষ্ট বেশি। বিশেষ করে যদি মেয়ে থাকে তার বিবাহ ক্ষেত্রে এত সোনার দেওয়া এই পরিবার গুলির পক্ষে যথেষ্ট কষ্টদায়ক। এই বিষয়ে আপনাদের কি মত?