Scholarship 2023 – উচ্চমাধ্যমিকের পর দেশে, বিদেশে উচ্চ শিক্ষার জন্য আবেদন করুন এই 3 টি স্কলারশিপে, পাবেন মোটা অঙ্কের সাহায্য।
গত মাসেই শেষ হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পালা নতুন কোর্সে ভর্তি হওয়ার। এই সময় পড়ুয়ারা Scholarship পেলে অভিভাবক সহ শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হতে সুবিধা হয়। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার জন্য সেই স্বপ্ন পূরণ করতে পারে না অনেকেই। তাদের জন্য বর্তমানে সরকারি এবং বেসরকারি একাধিক Scholarship চালু করা হয়েছে। যেটিতে আবেদনের মাধ্যমে পাওয়া যাবে কোর্স চলাকালীন আর্থিক সাহায্য। তার জন্য অবশ্য আবেদনকারীদের নির্দিষ্ট শর্তাবলী মানতে হবে। স্কলারশিপের নাম, বৃত্তির অঙ্ক ইত্যাদির বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
উচ্চ শিক্ষার জন্য ৩ টি Best Scholarship.
১) রোলস রয়েস উন্নতি স্কলারশিপ-
রোলস রয়েস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর তরফে দেশের স্নাতক ইঞ্জিনিয়ারিং কোর্সে পাঠরত পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি এই কোর্সের পড়াশোনা না সম্পূর্ণ হওয়া পর্যন্ত আবেদনকারীরা পেয়ে থাকেন আর্থিক সহায়তা।
আবেদনের শর্ত-
1. কেবলমাত্র মেয়েরাই এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
2. দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৬০% এর বেশি নম্বর পেতে হবে৷
3. AICTE-স্বীকৃত প্রতিষ্ঠানে Electronics, Computers, Aerospace, Marine ইত্যাদি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রথম/ দ্বিতীয়/তৃতীয় বর্ষের পড়ুয়া হতে হবে।
বৃত্তির অঙ্ক- ৩৫,০০০ টাকা।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
আবেদনের লিংক-
www.b4s.in/it/UNS4
২) টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ প্রোগ্রাম –
এই স্কলারশিপটি টাটা গ্রুপের তরফে সমাজের আর্থিক দিক থেকে দুর্বল মেধাবী পড়ুয়াদের জন্য চালু করা হয়েছে।
আবেদনের শর্তাবলী-
1. উচ্চমাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা এবং স্নাতকোত্তর কোর্সের পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন।
2. স্কিল টেস্ট নেওয়া হবে। সেখানে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। তবে একটি সাক্ষাৎকারের ভিত্তিতে (টেলিফোনিক ইন্টারভিউ) এই মূল্যায়ন করা হবে।
3. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৪ লাখ টাকার বেশি হওয়া যাবে না৷
বৃত্তির অঙ্ক- অ্যাকাডেমিক কোর্সের জন্য ৮০ % ফি প্রদান করা হবে৷
আবেদনের লিংক-
https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme
স্টেট ব্যাঙ্কের এই স্কলারশিপ পেতে আবেদন করুন এখনি, পাবেন বার্ষিক 5 লাখ টাকা।
৩) ন্যাশনাল ওভারসিস স্কলারশিপ ফর এসটি- বিদেশে পড়াশোনার ইচ্ছে থাকে অনেক পড়ুয়ার। কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল হওয়ার কারণে সেই স্বপ্ন সফল হয় না। এই স্কলারশিপের মাধ্যমে দেশের মেধাবী পড়ুয়ারা এই সুযোগ পাবেন। ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের তরফে এই সুবিধা প্রদান করা হয়ে থাকে।
আবেদনের শর্তাবলী-
1. ৩৫ বছরের কম বয়স হতে হবে।
2. ST শ্রেণীর প্রার্থী হতে হবে।
3. স্নাতক/স্নাতকোত্তর/পিএইচডি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিদেশে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে নিয়মিত এবং সম্পূর্ণ মাস্টার্স/পিএইচডি/পোস্টডক্টরাল কোর্সে ভর্তি হতে হবে৷
বিদ্যাসারথী স্কলারশিপে সকল পড়ুয়ারা আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি দেখে নিন।
4. পারিবারিক বার্ষিক আয় ৬ লাখ টাকার বেশি হওয়া যাবে না৷
5. আবেদনের শর্ত হিসেবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আবেদনের লিংক-
https://overseas.tribal.gov.in/StudentsRegistrationForm.aspx
Scholarship সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।