প্রকল্প

PM Kusum Scheme – কুসুম সোলার প্রকল্পে আবেদন করলেই পাবেন লাখ টাকা, কিভাবে পাবেন?

PM Kusum Scheme এ আবেদন করেছেন? অন্ন খিদে মেটায়। সেই ফসল ফলায় কৃষকেরা। কিন্তু তা ফলাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। যেই কারণে প্রতি বছর অসংখ্য কৃষক আত্মহত্যা করতে বাধ্য হন। কৃষকদের সুবিধার্থে, তাদের আর্থিক সাহায্য প্রদানে রাজ্য এবং কেন্দ্রের তরফে প্রকল্প চালু করা হয়েছে। আজকে সেই সম্পর্কেই এই প্রতিবেদনে জানানো হবে। কৃষিকাজ করতে প্রয়োজন হয় জলসেচের। কিন্তু সময় মত জল না পাওয়ার কারণে অনেক ফসল নষ্ট হয়ে যায়। দেশের বিভিন্ন এলাকায় চাষের জন্য বৈদ্যুতিক পাম্প রয়েছে ঠিকই, কিন্তু বিদ্যুতের অভাবে অনেক সময় ফসলের ক্ষতি হয়।

PM Kusum Scheme এ আবেদন করবেন কিভাবে দেখে নিন।

এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের তরফে একটি প্রকল্প চালু করা হয়েছে। আবেদনে কোন কোন সুবিধা পাওয়া যাবে?
প্রকল্পের নাম- কুসুম সোলার পাম্প প্রকল্প (PM Kusum Scheme)
২০১৯ সালে এই প্রকল্প চালু শুরু করা হয়েছিল। যেটির মাধ্যমে আবেদনকারী কৃষকদের সোলার পাম্পের জন্য ৬০% টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য সুবিধাও প্রদান করা হয়।

কোন কোন সুবিধা পাওয়া যাবে?
বিদ্যুৎ বিভাগ কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির সহযোগিতায় আবেদনকারীদের জন্য সৌর চালিত পাম্পগুলি প্রদান করবে। পর্যাপ্ত পরিমাণে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায় তা দেখা হবে। এই কাজের জন্য টিউবওয়েল স্থাপন করা হবে।

রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে মাধ্যমিক পাশেই বেকার যুবক যুবতীরা পাবেন 1500 টাকা প্রতি মাসে, কীভাবে পাবেন দেখুন।

পাম্প আগে থেকে থাকলে, সেটির আধুনিকীকরণ বা প্রতিস্থাপন করে নতুন সোলার পাম্প বসানো হবে।
অন্যান্য সুবিধা- PM Kusum Scheme এ আবেদনকারীদের সোলার পাম্পের জন্য ৬০% টাকা পর্যন্ত ভর্তুকি ও ৩০% পর্যন্ত ঋণ প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি- প্রথমে অফিশিয়াল লিংক ওপেন করতে হবে।
অফিশিয়াল লিংক- http://pmkusum.mnre.gov.in
তারপর login করতে হবে।
প্রকল্পের আবেদনপত্র পূরণ করতে হবে। এর জন্য দিতে হবে সঠিক তথ্য।

নতুন পেজ ওপেন হলে ‘Apply’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। তারপর Submit বাটনে ক্লিক করতে হবে। তবে আবেদন কখন করা যাবে, সেটি খেয়াল রাখতে হবে।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) আবেদনকারীর আধার কার্ড,
২) নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর,

রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ সকল চাকরিপ্রার্থীরা পাবে 1 লক্ষ টাকা, এই সরকারি প্রকল্পে আবেদনের মাধ্যমে।

৩) কৃষক আইডি,
৪) জমির বিবরণ,
৫) নূন্যতম ৫ বিঘা (১.৫ একর জমির কম্পিউটারাইজ পরচা ইত্যাদি।
প্রকল্প বা যোজনা অন্যান্য খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *