West Bengal – পশ্চিমবঙ্গের বাচ্চাদের জন্য রাজ্য সরকারের বিরাট ঘোষণা। সারা দেশে এই প্রথম বাংলায় চালু হলো।
রাজ্যের (West Bengal) বাচ্চাদের জন্যে এক বড় ঘোষনা করল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee). সারা রাজ্য জুড়ে বুধবার থেকে চালু হলো ছাত্রছাত্রীদের আধার কার্ড (Aadhaar Card) তৈরি করে দেওয়ার শিবির। রাজ্যের শিক্ষা দফতর (WB Education Department) একটি সমীক্ষা চালিয়ে জানতে পারে, বাংলার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিকস্তর পর্যন্ত অনেকের আধার কার্ড নেই প্রায় এমন ৯ লক্ষ পড়ুয়া আছে যাদের আধার কার্ড নেই। তাদের জন্যেই এই আধার কার্ড তৈরি করে দেওয়ার শিবির চালু করল সরকার।
West Bengal Government Take Care Of Childrens.
আধার কার্ড ছাড়া এখন কোন কাজই প্রায় হয়না বললেই চলে। আধার কার্ড না থাকলে বাচ্চারা রাজ্যের (West Bengal) সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে ছাত্র ছাত্রীরা। বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া, সমস্ত আর্থিক অনুদানি এখন সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছে রাজ্য সরকার। এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাটা জরুরি।
তাছাড়া এখন স্কুল, কলেজে ভর্তির ক্ষেত্রেও আধার কার্ড লাগছে। ফলে দ্বাদশ শ্রেণি পাস করে কেউ কলেজে ভর্তি হওয়ার সময় আধার কার্ডের অভাবে সমস্যায় পড়ুক এটা চায় না সরকার অথচ রাজ্যের (West Bengal Students) পড়ুয়াদের একটা বড় অংশের কাছে যাদের আধার কার্ড না থাকায় এই সমস্ত কাজে সমস্যা তৈরি হচ্ছে। তাদের জন্যে এই বিশেষ শিবির করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
কবে থেকে শুরু হয়েছে শিবির? এই শিবির শুরু করা হয়েছে ২০ সেপ্টেম্বর অর্থাৎ গত বুধবার থেকে। রাজ্যের (West Bengal) ব্লকে ব্লকে শুরু হয়েছে এই শিবির। আপাতত প্রতিটি ব্লকে দুটি করে শিবির করা হবে বলে 19সে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। আধার কার্ডের এই শিবির গুলোয় সরকারি স্কুলের পড়ুয়াদের পাশাপাশি বেসরকারি স্কুলের পড়ুয়ারা এসেও আধার কার্ড তৈরি করতে পারবে।
প্রতিটি ব্লকে যাতে সঠিকভাবে দুটি করে শিবির আয়োজন করা যায় সেই বিষয়ে মহাকুমা শাসক এবং বিডিওদের সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় বুধবার থেকে শিবির শুরু করা সম্ভব হয়নি। সেই সব জায়গায় যত তাড়তাড়ি সম্ভব পড়ুয়াদের আধার কার্ড তৈরির এই শিবির (West Bengal) চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পড়ুয়াদের আধার কার্ড না থাকার এই বিষয়টি প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেশি লক্ষ্য করা গিয়েছে।
তাই গ্রাম অধ্যুষিত জেলা গুলিতে এই শিবির বেশি সংখ্যায় বসছে। আপাতত কলকাতায় কোনও শিবির হচ্ছে না। এই শিবির শুধু ছাত্র ছাত্রীদের জন্যে, এই শিবির শুধুমাত্র পড়ুয়া ও বাচ্চাদের জন্যে। বড়রা এখানে আধার তৈরি থেকে আধার সম্পর্কিত কোন কাজ করতে পরবে না। অভিভাবকদের সন্তানকে এখানে নিয়ে এসে আধার কার্ড করাতে হবে। এই বিষয়ে সরাসরি স্কুলের (West Bengal) তেমন একটা ভূমিকা নেই।
LPG Gas Subsidy – রান্নার গ্যাসে ভর্তুকি আরও বৃদ্ধির ঘোষণা, পুজোর মরশুমে সুখবর।
পাশাপাশি এই আধার কার্ড তৈরির শিবির গুলোয় যাতে আইন শৃঙ্খলার সমস্যা না হয় তার জন্য আগাম পুলিশ প্রশাসনকে (West Bengal) জানিয়ে রাখা নির্দেশ দেওয়া হয়েছে। যাতে পুলিশের পক্ষ থেকে শিবির গুলোয় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। এই সিদ্ধান্তের ফলে খুশি হয়েছেন, সকল পড়ুয়ারা সহ তাদের অভিভাবকেরা।
Durga Puja Holidays – দুর্গা পুজোয় টানা ছুটি নয়। বিশেষ কারনে পশ্চিমবঙ্গে কয়েকটি ছুটি বাতিল করা