ট্রেন্ডিং

LPG Gas – বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে, পুজোর আগে বড় ঘোষণা সরকারের।

রান্নার গ্যাস (LPG Gas) হল সকল দেশবাসীর প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম। এই জিনিসটি ছাড়া কোন মানুষের খাবার জুটবে না। আর নিরন্তর এই গ্যাসের দাম বিগত কিছু মাস ধরে বৃদ্ধি পাচ্ছিল। আর এই কারণের জন্য সকল মধ্যবিত্ত মানুষের বাড়ির বাজেট একেবারে বদলে গিয়েছিল। আর এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারের তরফে দারুণ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল দরিদ্র অসহায় মা বোনদের রান্নাঘরে কষ্ট লাঘব করার জন্য তাদের বিনামূল্যে গ্যাস দেওয়া শুরু করেছিলেন উজ্জ্বলা প্রকল্পের আওতায়।

LPG Gas Subsidy Upto 1,600 Rupees.

প্রথমবার যখন এই যোজনা চালু হয়েছিল তখন থেকে পরবর্তীতে দেশের কোটি কোটি মহিলা এর সুবিধা পেয়ে এসেছেন। তবে এখনো পর্যন্ত এমন অনেক পরিবার রয়েছে যেখানে মহিলাদের কাছে এই সুবিধা পৌছায়নি। তাদের উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে মাত্র কয়েকদিন আগে ঘোষণা করা হয়েছে উজ্জ্বলা যোজনা ২.০ (Ujjwala Yojana 2.0) চালু করার।

যাতে আরও বেশি সংখ্যক অসহায় মা বোনদের কাছে উপলব্ধ হয় এই প্রকল্পের সুবিধা। তবে এবার এই প্রকল্পের মাধ্যমে কেবল বিনামূল্যে গ্যাস সিলিন্ডারই (LPG Gas) না, তার সঙ্গে নগদ ১৬০০ টাকা ভর্তুকিও (LPG Subsidy) পেতে চলেছেন মহিলারা। কিন্তু সবাই পাবেন না এই সুবিধা। কারা পাবেন জানতে হলে পড়তে থাকুন। উজ্জ্বলা যোজনা প্রকল্প কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০১৬ সালের ১ মে তারিখে উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করে।

দেশের লক্ষ লক্ষ অসহায় দরিদ্র মা বোনেদের ঘরে বিনামূল্যে গ্যাস (Free LPG Gas) সিলিন্ডার কেন্দ্রীয় সরকার প্রদান করে থাকে এই প্রকল্পের মাধ্যমে। দেশের কোটি কোটি অসহায় মহিলারা যারা কাঠ, কয়লা দিয়ে উনুন জ্বেলে কষ্ট করে রান্না করতেন তাদের সকলের ঘরে গ্যাস পরিষেবা পৌঁছে দিয়েছে সরকার। ফলে তারা চরম উপকৃত হয়েছেন এর মাধ্যমে। আরও একবার সেই সুবিধা পেতে চলেছেন সকল বঞ্চিত মহিলারা। সঙ্গে পাবেন নগদ ১৬০০ টাকা। কারা পাবেন নতুন এই প্রকল্পের সুবিধা?

  1. শুধুমাত্র মহিলারা উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে পারেন।
  2. যে কোনো বিভাগে দরিদ্র পরিবারের অধীনে তালিকাভুক্ত হতে হবে।
  3. আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  4. একই পরিবারে এই প্রকল্পের অধীনে অন্য কোনও এলপিজি সংযোগ (LPG Gas) থাকা যাবে না।

উজ্জ্বলা যোজনা প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
১. উজ্জ্বলা প্রকল্পের সুবিধা নিতে, আপনি অফিসিয়াল পোর্টালে www.pmuy.gov.in গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
২. অনলাইন পোর্টাল www.pmuy.gov.in-এ ক্লিক করার পরে, উপরে দেওয়া Apply For New Ujjwala 2.0 Connection জন্য আবেদন করুন।

৩. এখানে আপনি পৃষ্ঠার নীচে তিনটি বিকল্প পাবেন। ইন্ডেন (Indane), ভারত পেট্রোলিয়াম (BP) এবং এইচপি (HP).
৪. আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি বিকল্প নির্বাচন করে এবং নতুন সংযোগের জন্য অনুরোধ করা তথ্য পূরণ করে জমা দিন।
৫. এ ছাড়া, আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিকটস্থ গ্যাস (LPG Gas) এজেন্সির ডিলারের কাছে জমা দিতে পারেন।
৬. নথি যাচাইয়ের পরে, আপনাকে সরকার কর্তৃক এলপিজি গ্যাস (LPG Gas) সংযোগ প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কী নথি লাগবে একবারে জেনে নিনঃ-
১. কেওয়াইসি (KYC) লাগবে।
২. বৈধ মোবাইল নম্বর।
৩. বয়সের প্রমাণপত্র।
৪. আধার কার্ড (Aadhaar Card).

Movie Tickets (সিনেমার টিকিট মাত্র ৯৯ টাকায়)

৫. বিপিএল রেশন কার্ড (BPL Ration Card).
৬. বিপিএল তালিকায় থাকা নামের জেরক্স।
৭. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
৮. ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার ফটোকপি।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের, পুজোর আগে খুশির খবর।

কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? নতুন এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) প্রকল্প 2.0 তে আবেদন (LPG Gas) করার জন্য এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ এখনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর মারফত এ বিষয়ে জানানো হবে। এর জন্য আগ্রহীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিতভাবে ওয়েবসাইট ফলো করার জন্য।

Gold Price Today – মোদীর ঘোষণায় আবার কমলো সোনার দাম। পশ্চিমবঙ্গে আজ সোনার রূপার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *