Mobile recharge offer – মাত্র 100 টাকা খরচ। 5 মাসের ভ্যালিডিটি প্ল্যান এনে বাজিমাত মোবাইল রিচার্জে।
এখনো পর্যন্ত মোবাইল রিচার্জ এর (Mobile recharge offer) দুর্মূল্য বাজারে সব টেলিকম সংস্থা গুলির থেকে একমাত্র সরকারি টেলিকম সংস্থা BSNL সস্তার অনেক প্ল্যান নিয়ে আসে গ্রাহকদের জন্যে। জিও অনেক সস্তার প্লান নিয়ে আসে গ্রাহকদের জন্য। তাই JIO কে টেক্কা দিতে BSNL ও বাজারে নেমে পরেছে তাদের সস্তার সব প্লান নিয়ে। BSNL ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা গুলির মধ্যে ধরা হয়। BSNL এখন এমন অনেক গুলি পরিকল্পনা নিয়ে এসেছে যা ব্যাপক পছন্দ হচ্ছে গ্রাহকদের।
Mobile recharge offer From BSNL.
তবে এবার আর একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে। কি সেই প্ল্যান? কত টাকা খরচ হবে এই প্ল্যান নিতে?কোম্পানির নতুন প্রিপেড প্ল্যানের দাম 397 টাকা, যা মন জয় করছে গ্রাহকদের। প্ল্যানে (Mobile recharge offer) ব্যবহারকারীরা এমন অনেক সুবিধা পাচ্ছেন, যা বাকি ব্যবহারকারীদের টেনশন থেকে যায়। অনেকেই আছে যারা সিম অ্যাকটিভ রাখার জন্য রিচার্জ করেন। তাদের দীর্ঘ মেয়াদের স্কিম কম টাকায় কিনতে চান।
এরকম এক প্ল্যান (Mobile recharge offer) এনেছে BSNL. এই প্ল্যানে 5 মাস অর্থাৎ 150 দিনের বৈধতা থাকবে। এতে ইন্টারনেট ডাটা পাওয়া যাবে না। কিন্তু 5 মাসের জন্য আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। আর সেই সাথে প্রতিদিন 100 টি SMS পাওয়া যাবে। আগে 180 দিনের বৈধতা পাওয়া যেত। তবে আপনি যদি ইন্টারনেট ডেটা চান, তাহলে 2 টাকা অতিরিক্ত দিয়ে পাবেন জিও এর প্ল্যান।
এতে 399 টাকায় আপনি 28 দিনের বৈধতা পাবেন। এতে আপনি প্রতিদিন 3GB ডাটা পাবেন। সাথে পাবেন 6GB অতিরিক্ত হাইস্পিড ডাটা। এছাড়াও আনলিমিটেড কল এবং প্রতিদিন 100 টি করে SMS সুবিধা পাবেন। অতএব আর দেরি না করে যারা BSNL এর এই দুর্দান্ত প্ল্যান (Mobile recharge offer) নিতে চান তারা ঝটপট নিয়ে নিন।
DA Increase – রাজ্যের বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট, সরকারি কর্মীদের জানা উচিত।
আর এই ধরণের প্ল্যান হয়তো আর কোন বেসরকারি টেলিকম কোম্পানি গুলোর কাছে পাওয়া যাবে না। এই কারণের জন্য আপনারা চাইলে ভারত সঞ্চার নিগম লিমিটেড এর জারি করা যে কোন একটি প্ল্যানের মধ্যে একটি বেঁছে নিতে পারবেন এবং নিজেদের সাশ্রয় করতে পারবেন এবং ভবিষ্যতে এই কোম্পানির মাধ্যমে আরও অনেক ধরণের প্ল্যান দেশের সকল মধ্যবিত্ত নাগরিকদের জন্য আনা হতে পারে।
Govt Jobs Alerts – অক্টোবর মাসে কেন্দ্র ও রাজ্য সরকারের 10 টি চাকরিতে আবেদন চলছে। সরকারি