Civic Volunteer Recruitment – পুজোর আগেই ফের রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, বেতন সহ আরও সুবিধা।
Civic Volunteer Recruitment বা রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে আর উৎসবের মরশুমের আগেই রাজ্যের সকল বেকার ছেলেমেয়েদের জন্যে দারুন খবর। রাজ্য সরকার (Government Of West Bengal) পুজোর আগে 30 থেকে 35 হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে বলে ঘোষনা করেছে। এর মধ্যে 18 হাজার চাকরি হবে কলকাতায়। রাজ্যের প্রতিটি জেলাতেও হবে নিয়োগ। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে রাজ্য।
Civic Volunteer Recruitment Apply Process.
এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগে (Civic Volunteer Recruitment) কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরকার এই ঘোষনা করতেই চারিদিকে সারা ফেলেছে দারুন। এই পদে কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত জেনে নিন। WB Civic Volunteer Recruitment 2023, রাজ্যে সরকারের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে কোন সমস্যা না হয় আগত উৎসবের মরশুমে।
তার জন্যে পুজোর সময় ভিড় ও যানবাহন নিয়ন্ত্রণের জন্য আইন-শৃঙ্খলা ঠিক মোট বজায় রাখার জন্যে গোটা রাজ্যে স্বেচ্ছাসেবক বা ভলান্টিয়ার নিয়োগ করা হবে। সেখানে তাদের কাজ হবে Civic Volunteer Recruitment এর মত। কলকাতা (Kolkata) এলাকাতেই পুলিশের নিয়ন্ত্রনে 18 হাজার স্বেচ্ছাসেবক বা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে।
তার মধ্যে 8 হাজারই নিয়োগ হবে ভাঙ্গড় বিধানসভা এলাকায়। দক্ষিণ 24 পরগনার জেলায় ভাঙ্গরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োগ করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবক বা সিভিক ভলান্টিয়ার চাকরি কতদিনের জন্যে। স্বেচ্ছাসেবক বা সিভিক ভলান্টিয়ার নিয়োগের (Civic Volunteer Recruitment) চাকরির মেয়াদ স্থায়ী নয়। কারণ এখানে পূজো উপলক্ষে যাতে কোনো আইনশৃঙ্খলা নষ্ট না হয় তার জন্যই কন্ট্রাক্ট ভাবে নিয়োগ করা হচ্ছে।
মনে করা হচ্ছে পুজো শেষ হয়ে গেলেই তাদের চাকরি শেষ হয়ে যাবে। এছাড়াও এখনো সরকারে পক্ষ থেকে অফিসিয়াল কিছু ঘোষণা করা হয়নি। চাকরি স্থায়ী হবে কিনা পুরো বিষয়টা সরকারের সিদ্ধান্তের উপর। প্রায় দশ দিন অর্থাৎ পুজো চলাকলীন এই চাকরি করতে হবে। তবে প্রতিদিন নির্দিষ্ট ভাতা পাবেন ভলান্টিয়াররা (Civic Volunteer Recruitment). এছাড়াও কাজের সময়ে টিফিন বা খাবারের বন্দোবস্তও করা হতে পারে।
Gold Rate Today – সোনা কেনার সুবর্ণ সুযোগ পুজোর আগে। কলকাতায় আরও দাম কমলো।
এই পদে আবেদন করার জন্যে সবাই কে নিজেদের এলাকার থানায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে আবেদন পত্র নিয়ে তা পুরণ করে আবেদন সম্পন্ন করতে হবে। অতএব যারা এই পদে আবেদন করতে চাইছেন তারা তাদের এলাকার থানায় গিয়ে যোগাযোগ করুন এবং আর বেশি দেরি না করে আপনারা এখনই আবেদন করুন।
যেসমস্ত টোটো আর রাস্তায় চলবে না। তালিকা দেখে নিন। রাস্তার পারমিট পেতে কি করতে হবে?