ট্রেন্ডিং

Weather Update – আবার নিন্মচাপ। পুজোর কোন কোনদিন বৃষ্টি হবে। বড় আপডেট দিলো আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গ সহ দেশের সব রাজ্যের আবহাওয়া (Weather Update) নিয়ে আবহাওয়া দফতরের (IMD) তরফে এক গুরুত্বপূর্ণ তথ্য জানানো হল। আর কিছু দিনের মধ্যেই আমাদের রাজ্যে দুর্গা পুজো শুরু হতে চলেছে। আর ১ সপ্তাহও বাকি নেই। এছাড়াও সমগ্র দেশে এককথায় উৎসবের মরশুম শুরু হতে চলেছে। কিন্তু এই মজার সময়ের অসুর হয়ে উঠছে আবহাওয়া। আর এই নিয়েই এক গুরুত্বপূর্ণ আপডেট জানতে পাওয়া যাচ্ছে।

Weather Update In West Bengal During Durga Puja.

আবার বৃষ্টির দাপট শুরু হতে চলেছে, জানল আবহাওয়া দফতর। কোথাও মাঝারি বৃষ্টি আবার কোথাও ভরি বৃষ্টির সম্ভবনা (Weather Update) দিয়েছে আবহাওয়া দফতর। তাহলে কী এবার পুজোতেও বৃষ্টি হবে? ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) পক্ষ থেকে সোমবার বৃষ্টির বিষয়ে বড়সড় আপডেট দেওয়া হল৷ বলা হল ভারতের বেশ কয়েকটি অংশে আগামী কয়েক দিন ধরে টানা বৃষ্টি চলবে৷

কোথাও কোথাও মাঝে মাঝে বৃষ্টি হবে, কোথাও আবার বৃষ্টির ভাল দাপট দেখা দেবে৷ উত্তরে কাশ্মীর থেকে হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডে অক্টোবরের 14-15 তারিখ পর্যন্ত চলবে বৃষ্টির দাপট৷ কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার( Weather Update) কথা ঘোষণা করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, দক্ষিণ প্রত্যন্ত কর্ণাটক ও কেরলেও আগামী 11ই অক্টোবর পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

শুধুমাত্র তামিলনাড়ুর কিছু অংশে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে৷ এছাড়া পশ্চিমবঙ্গের (Weather Update) পাহাড়ের তরাই অঞ্চল, সিকিমেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ কিছু দিন আগেই সিকিমে হড়পা বানে অনেক মানুষের মৃত্যু হয়েছে৷ তলিয়ে গেছে অনেক বাড়ি গাড়ি। তার মধ্যে নতুন করে বৃষ্টির খবরে আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের হিসাব অনুসারে মোট ৪১টি দেহ উদ্ধার করা হয়েছে৷

Ration Card (রেশন কার্ড)

IMD এর তরফ থেকে আরও বলা হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহারের কিছু অংশ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও উত্তর কর্ণাটকের কিছু অংশ থেকে বিদায় নিতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু৷ মহারাষ্ট্রের একটি অংশ থেকেও এটি বিদায় নিতে শুরু করেছে। মহালয়া পর্যন্ত বৃষ্টি হবে তা জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update).

Leave Rules – পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটির নিয়ম পরিবর্তন, না মানলে বেতন অর্ধেক।

কিন্তু এবার পুজোতে বৃষ্টি (Weather Update) হবে কিনা তা বেশ চিন্তায় আছে সাধারন মানুষ। কিন্তু এই সম্ভাবনা যে একদমই নেই সেটাও বলা যায় না। কারণ বিগত কিছু দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অল্প থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং এই ধারা শুধু দুর্গা পুজো কেন ভাইফোঁটা পর্যন্ত চলবে কিনা সেই নিয়ে চিন্তায় সকলে। কিন্তু এবারে দেখার অপেক্ষা যে আসল সময়ে কি হতে চলেছে।

রাজ্যের মহিলাদের মোবাইল কিনতে 8000 করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। পুজোর আগে কিভাবে পাবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *