Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে।
মা বোনেদের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প নিয়ে এসেছেন। আর এর প্রকল্প মা বোনেদের মন কেড়েছে ভালোভাবে। এই প্রকল্প আসার ফলে অনেক মা বোনের সুবিধা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনের আগে নগদ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। পরে পুনরায় এই সরকার আসতেই তিনি আবার এই প্রকল্প চালু করেন। 25 থেকে 60 বছর পর্যন্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারে।
Lakshmir Bhandar Money Allocation Update By CM Mamata Banerjee.
এই প্রকল্পে (Lakshmir Bhandar) নাম নথিভুক্ত করার জন্যে রাজ্য সরকার যে দুয়ারে প্রকল্প চালু করেছেন সেখানে গিয়েই নাম নথিভুক্ত করতে হয় এখন আবার তথ্যমিত্র কেন্দ্রতে গিয়েও আবেদন কর যায়।এবার সেই আবেদনপত্র যাচাই করে যারা যোগ্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে টাকা পাঠানর ব্যবস্থা করেন। জেনারেল কাস্ট এর মহিলারা মাসে 500 করে পান এবং SC, ST মহিলারা মাসে 1000 টাকা করে পান।
গোটা রাজ্যেজুড়ে এই দুয়ারে সরকার ক্যাম্প হয় এবং সেখানে হাজার হাজার মহিলা এসে এই প্রকল্পতে (Lakshmir Bhandar) নাম নথিভুক্ত করছেন। আর এর মধ্যেই শেষ হওয়ায় দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় 90000 নতুন উপভোক্তা নাম নথিভুক্ত করেছেন। আগে যাদের নাম উঠে গেছে তার অক্টোবর মাসের টাকা পেয়ে গেছেন। আর যারা পুরনো তাদের ও অনেকের টাকা ঢুকে গেছে।
আর যারা নতুন তাদের এখনো ঢোকেনি তবে কবে ঢুকবে তা জানল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো মন্ডপের উদ্বোধনী অনুষ্ঠানেই নতুন করে নাম লেখানো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) উপভোক্তাদের টাকা কবে ঢুকবে তা ঘোষণা করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেছেন, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা ঢুকে যাবে।
PVC Aadhaar Card – চালু হলো নতুন ধরনের আধার কার্ড। সরকারি নিয়ম মেনে সবাই কিভাবে পাবেন?
তিনি আরও বলেছেন, এইবার এই প্রকল্পে 90000 নতুন আবেদন পত্র এসেছে, এছাড়াও বার্ধক্য ভাতার ক্ষেত্রেও নতুন নাম তালিকায় যুক্ত হয়েছে। এই সকল উপভোক্তাদের টাকা পুজোর পর দেওয়া হবে। অর্থাৎ মনে করা হচ্ছে এই মাসের শেষে অথবা নভেম্বর মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) টাকা ঢুকে যেতে পারে।
JIO Unlimited plan – পুজো উপলক্ষ্যে কম দামে আনলিমিটেড ডেটা ও কলিং ফ্রি। আজই জিও রিচার্জ