ট্রেন্ডিং

Dhanteras – ধনতেরাসের দিন অবশ্যই কিনুন এই সৌভাগ্যশালী জিনিস, সংসারে কোন অভাব থাকবে না।

ধনতেরস (Dhanteras) হল ধন দেবী লক্ষ্মী ও কুবেরের উৎসব। মূলত এই দিনটিতে সকল হিন্দুধর্ম বিশ্বাসী মানুষেরা বিভিন্ন নিয়ম মেনে পুজো করে থাকেন এবং অনেক ধরণের জিনিস কিনে থাকেন নিজেদের আগামী দিন ভালো করার জন্য। মূলত এই Dhanteras উৎসব অবাঙালীরা এতদিন ধরে বেশি পরিমাণে মানিয়ে আসতেন। কিন্তু সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গেও এই উৎসবের আমেজ এখন থেকেই লক্ষ করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের অনেক দোকানে এই জন্য নানা ধরণের ছাড় ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

Buy Lucky Charms On Dhanteras.

Dhanteras এর দিন অনেকে নতুন নতুন বাসন, সোনা ,রূপো আর নানা রকমের জিনিস কেনেন মা লক্ষ্মীকে প্রসন্ন করে ঘরে আনার জন্য। যাতে মা লক্ষ্মীর কৃপা সব সময় সংসারে থাকে। অনেকে ভাবতে পারেন যে এই সব জিনিস ব্যাতিত আর এমন কোন কোন জিনিস আছে যা ধনতেরস এর দিন কিনলে সম্পদ অক্ষুণ্ণ থাকবে? আমরা আপনাদের কাছে আজ ঠিক এই রকমই একটি তথ্য নিয়ে হাজির হয়েছি। এমন 9 টি জিনিস এর কথা আজকে আপনাদের বলব যেই জিনিস আপনারা Dhanteras এর দিন কিনতে পারেন।

এবছর দীপাবলি 11ই নভেম্বর আর তার আগের দিন 10ই নভেম্বর Dhanteras উৎসব। আর এই উৎসবের দিন এমন কিছু জিনিস থাকে যা কেনা শুভ বলে মনে করা হয়। যেমন সোনা, রুপা, ধাতব পাত্র এই সব জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। চলুন দেখে নেওয়া যাক ধনতেরস এ ক্রয় করা এমন 9 টি জিনিস এর কথা। যার মাধ্যমে আপনারা নিজেদের সম্পদ অক্ষুণ্ণ থাকবে।

সোনা, রূপো এবং প্ল্যাটিনামের গয়না
অনেক ভারতীয় পরিবারে অক্ষয় তৃতীয়া এবং Dhanteras এর মতো অনুষ্ঠানের দিন মা লক্ষ্মীর ছবি সহ সোনা এবং রূপার মুদ্রা কেনা হয়। অনেকে আবার নেকলেস, ব্রেসলেট এবং সোনা, রূপা বা প্ল্যাটিনামের তৈরি গয়নাও কেনেন। এই জিনিস কিনলে আপনার সম্পদ অক্ষুণ্ণ থাকবে। আপনারা অবশ্যই নিজেদের সামর্থ্য অনুসারে এই জিনিস কিনবেন।

স্বাস্থ্য বা জীবনবীমা
বীমা নিজের এবং নিজের প্রিয়জনদের মঙ্গল তথা ভবিষ্যতের নিরাপত্তায় বিনিয়োগ করার জন্য Dhanteras একটি আদর্শ দিন। যেমন ধরুন হেলথ ইনস্যুরেন্স, ধনতেরাসে কোনও হেলথ ইনস্যুরেন্স পলিসিতে বিনিয়োগ করা যেতে পারে। টার্ম লাইফ ইস্যুরেন্স, জীবন অনিশ্চয়তায় পূর্ণ তাই দীর্ঘ ও পরিপূর্ণ জীবনের জন্য আশা করে এই দিনে টার্ম লাইফ ইস্যুরেন্স কেনা যেতে পারে।

হোম অ্যাপ্লায়েন্সেস এবং ইলেকট্রনিক
এই দিনে ওয়াশিং মেশিন বা রেফ্রিজারেটরের মতো কোনও আপগ্রেডেড হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক জিনিস কেনা যেতে পারে। আমাদের ঘরে আমাদের অনেক ধরণের ইলেক্ট্রনিক বস্তুর প্রয়োজন পরে এবং এই জিনিস গুলির মধ্যে যে কোন একটি জিনিস আপনারা এই Dhanteras এর দিনে কিনতে পারবেন। এছাড়াও এই দিন অনেক দোকানে বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে।

মিউচুয়াল ফান্ড
বছরের পর বছর ধরে, মিউচুয়াল ফান্ড অনেকের কাছে বিনিয়োগের সেরা বিকল্প হিসেবে পরিচিত হয়ে আসছে। তাই ধনতেরসের দিন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের যাত্রা শুরু করা যেতে পারে।
ইক্যুইটি
ধনতেরসে ইক্যুইটির কথা হয়তো অনেকের মাথাতেই আসবে না। দীর্ঘমেয়াদী আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা মাথায় রাখলে ইক্যুইটিতে বিনিয়োগ করা যেতে পারে। যা Dhanteras কেনার মত ভালো জিনিস।

JIO Recharge Offer (জিও রিচার্জ অফার)

বাসনপত্র
ধনতেরসে সোনা, রূপা বা পিতলের তৈরি পাত্র কেনার প্রাচীন রীতি রয়েছে। তাই এই দিনে পাত্র ক্রয় করা যেতে পারে। যা ঐ দিনে কেনার মত শুভ জিনিস।
বাড়ি ক্রয়
এমন গুরুত্বপূর্ণ দিনে বিনিয়োগ করার কথা এলে জমিও বাদ যায় না। এই দিনে নির্মাতারা রিয়েল এস্টেটের ক্ষেত্রে দারুণ দারুণ সব ডিলও অফার করে। তাই আপনারা এইটিও ক্রয় করতে পারেন।

Ration Items List – রেশন গ্রাহকদের জন্য খুশির খবর শোনালো রাজ্য সরকার, এখনো অতিরিক্ত সামগ্রী পাবেন গ্রাহকেরা।

যানবাহন ক্রয়
যদি ধনতেরসে প্রায়শই সোনা বা ধাতব পাত্র ইত্যাদি কেনা হয়, তবে ওই দিনটি কিন্তু নতুন যানবাহন কেনার জন্যেও আদর্শ হতে পারে। তাই ঐ দিন যানবাহন কিনতে পারেন আপনারা।
রিটায়ার্ডমেন্ট ফান্ড
এই ধনতেরসে নিজের ভবিষ্যত সুরক্ষিত করতে স্বল্পমেয়াদী কোনও স্কিমের পরিবর্তে রিটায়ার্ডমেন্ট ফান্ডেও বিনিয়োগ করা যেতে পারে। এইসব জিনিস গুলো আপনারা Dhanteras এর দিন কিনতে পারেন।
Written by Ananya Chakraborty.

Gold Rate – সোনার দামে বিরাট পতন। আপনার শহরে রূপো ও সোনার দাম কত জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *