ছুটি

Holiday List 2024 – পশ্চিমবঙ্গের সরকারী কর্মীদের ডবল সুখবর। ছুটির তালিকা ২০২৪ প্রকাশ। এবার আরও বেশি ছুটি।

পশ্চিমবঙ্গ সরকরি কর্মীদের ছুটির (Holiday List 2024) অভাব নেই। কারন বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। তাই পশ্চিমবঙ্গে সরকারি ছুটি অনেক পরে। কিছুদিন আগেই দুর্গা পূজার ছুটি পার হলো। 2024 সালের দুর্গাপূজা আসতে এখনো অনেক দিন বাকি আছে। আর এর মধ্যেই পরের বছরের অর্থাৎ 2024 সালে সম্পূর্ণ ছুটি ও অক্টোবর মাসে পুজোর ছুটি কয়দিন পরবে তা জানা গেল।

West Bengal Holiday List 2024

নবান্নের তরফ থেকে একটি নোটিস প্রকাশ করা হয়েছে। আর সেই নোটিসেই 2024 সালের অক্টোবর মাসে পুজোর ছুটির বিষয়ে জানান হয়েছে। অক্টোবর মাসে মোট 20 দিন সরকারি ছুটি পাবে (Holiday List 2024), রাজ্য সরকারি কর্মীরা। এর মধ্যে শনিবার এবং রবিবারের সরকারি ছুটিও রয়েছে। অক্টোবর মাসে কেন্দ্রের ছুটি আছে মোট 6 দিন। এবং রাজ্য সরকারের ছুটি আছে মোট 7 দিন। 2024 সালে মহালয়া আর গান্ধীজির জন্মদিন এক দিনে পরেছে।

২০২৪ সালের ছুটির তালিকা

2024 সালের পুজোর ছুটি( holiday list 2024):
পরের বছর 2024 সালে অক্টোবর মাসের পুজোর ছুটি গুলো হলো-
বুধবার, 2রা অক্টোবর- গান্ধিজির জন্ম জয়ন্তী ও মহালয়া।
শনিবার, 5ই অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
রবিবার, 6ই অক্টোবর-সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন, ধনতেরসে সোনা ও রূপো কেনার আদর্শ সময়। এই শুভ সময় বেছে নিলেই ভাগ্য সুপ্রসন্ন।

সোমবার, 7ই অক্টোবর- মহা চতুর্থী।
মঙ্গলবার, 8ই অক্টোবর- মহা পঞ্চমী।
বুধবার, 9ই অক্টোবর- মহাষষ্ঠী।
বৃহস্পতিবার, 10ই অক্টোবর- মহা সপ্তমী। (Holiday List 2024)
শুক্রবার, 11ই অক্টোবর- মহাষ্টমী ও মহা নবমী। শনিবার, 12ই অক্টোবর- বিজয়া দশমী।
রবিবার, 13ই অক্টোবর- সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন,  দীপাবলি ও ধনতেরাসে এই 5 রাশির ভাগ্য খুলবে। কেরিয়ার, ব্যবসা ও চাকরির শুভযোগ।

সোমবার, 14ই অক্টোবর- দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারি কর্মীদের বাড়তি ছুটি।
মঙ্গলবার, 15ই অক্টোবর- দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারি কর্মীদের বাড়তি ছুটি।
বুধবার, 16ই অক্টোবর- লক্ষ্মীপুজো।
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর এবং শুক্রবার, 18ই অক্টোবর- এই দুইদিন লক্ষ্মীপুজোর জন্য রাজ্য সরকারি কর্মীদের বাড়তি ছুটি। (Holiday List 2024)

শনিবার, 19শে অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
রবিবার, 20 শে অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
শনিবার, 26শে অক্টোবর- সাপ্তাহিক ছুটি।
রবিবার, 27শে অক্টোবর- সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার, 31শে অক্টোবর- কালীপুজো বা দিওয়ালি।

সম্পুর্ন ছুটির তালিকা ডাউনলোড করতে এখানে ক্লিক ক

click here

অক্টোবর মাসে 20 দিন ছুটি আছে রাজ্য সরকারি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীরা এই খবরে খুব খুশি। অনেকেই মনে করছেন এটি রাজ্য সরকরি কর্মীদের জন্যে নবান্নের তরফ থেকে বড় গিফ্ট (Holiday List 2024).
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *