প্রকল্প

Amar Karmadisha – আমার কর্মদিশা প্রকল্প শুরু হল রাজ্যে, নতুন কি কি সুবিধা পাবেন।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে Amar Karmadisha বা আমার কর্মদিশা প্রকল্প শুরু করা হল এবং আপনারা এই প্রকল্পে চলতি দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) গিয়ে আবেদনও করে নিতে পারবেন। বর্তমান সময়তে চাকরির বাজার খুব খারাপ। রাজ্য সহ সারা দেশ সব জায়গা জুড়ে একই অবস্থা। এর ফলে দিন দিন বেকার ছেলে মেয়েদের সংখ্যা বেড়েই যাচ্ছে। চাকরি না পাওয়ায় পড়াশোনার প্রতি আগ্রহ কমছে অনেকের।

Amar Karmadisha West Bengal Government Scheme.

তার মধ্যে অনেক দিন যাবত চাকরির পরীক্ষা নেই রাজ্যে। আর যে সব পরীক্ষা হচ্ছে সে গুলোর প্রতিযোগীর সংখ্যা মাত্রাতিরিক্ত। এই জন্যে অনেকেই বাইরের রাজ্যে কাজ করার জন্যে চলে যাচ্ছে। ঠিক এই অবস্থায় বেকার ছেলে মেয়েদের কথা ভেবে তাদের জন্য নতুন এক প্রকল্প এনেছেন। এই প্রকল্পটি হল Amar Karmadisha. এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

আমার কর্মদিশা প্রকল্প

এবার থেকে আর কোন ছেলে মেয়ে বেকার থাকবে না। সবাইকে কাজের সুযোগ করে দেবে রাজ্য সরকার (Government Of West Bengal). এই জন্য বেকার ছেলে মেয়েদের Amar Karmadisha নাম নথিভুক্ত করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে যোগ্য করে তোলা হবে এবং কর্মের দিশা দেখাবে। কী এই প্রকল্প? এই প্রকল্পের সুবিধা গুলি কী কী? কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে? জেনে নিন বিস্তারিত।

রাজ্য সরকার বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করে দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। এর আগে স্কিল ডেভলপমেন্ট চালু করেছিল সরকার। আর এবার একটি নতুন প্রকল্প চালু করল Amar Karmadisha কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও দক্ষতা উন্নয়ন দফতরের উদ্দ্যোগেই এই প্রকল্প লঞ্চ করা হয়েছে। আর এই প্রকল্পটির নাম বর্তমানেই বেশি শুনতে পাওয়া যাচ্ছে।

কর্মদিশা প্রকল্পের সুবিধা

  • এই Amar Karmadisha প্রকল্পের মাধ্যমে রাজ্যের বড় বড় সংস্থা গুলোয় ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হবে
  • কাজ পাওয়ার জন্য যেসব দক্ষতা থাক প্রয়োজন তা সব ই দেওয়া হবে।
  • পলিটেকনিক ও আইটিআই সহ শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে।
  • ওয়েব এবং মোবাইল অ্যাপ থেকে নিজের পছন্দ পেশা বেছে নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হবে। 15 থেকে 45 বছর বয়সী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারবে।
Govt Scheme (সরকারি প্রকল্প)

আমার কর্মদিশা প্রকল্পে আবেদনের পদ্ধতি

রান্নার গ্যাসের দামে বড় পরিবর্তন, দাম জেনে বুকিং করুন।

Amar Karmadisha আবেদন করতে হলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে। এবারের দুয়ারে সরকার ক্যাম্পে 36 টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তার মধ্যে এই প্রকল্প ও আছে। দুয়ারে সরকার ক্যাম্প সব জায়গায় শুরু হয়ে গিয়েছে 31 শে ডিসেম্বর শেষ তারিখ তার আগে গিয়ে এই প্রকল্পে নাম নথিভুক্ত করে আসুন। এই প্রকল্পের ব্যাপারে আরও ভালো ভাবে জানতে গেলে মোবাইলে App টি ডাউনলোড করুন অথবা ওয়েবসাইটে গিয়ে প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Written by Ananya Chakraborty.

কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *