PNB Interest Rate – PNB গ্রাহকদের জন্য বড় খবর। সুদ বৃদ্ধিতে লাভবান হবেন সকলে।
PNB Interest Rate বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হল দ্বিতীয়বারের জন্য। Fixed Deposit এর সুদের হার বাড়াল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB). 10 দিনের মধ্যে বাড়াল সুদের হার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার 2 লক্ষ টাকার নিচের পরিমাণের জন্যে Fixed Deposit এর সুদের হার সংশোধন করেছেন।আগে এই ব্যাঙ্ক 1লা জানুয়ারি তে fixed deposit এ সুদের হার সংশোধন করেছিল।
PNB Interest Rate Hike.
তারপরে আবার এখন 8ই জানুয়ারি থেকে সুদের হারে (PNB Interest Rate) পরিবর্তন গুলো কার্যকর হয়েছে। পাবলিক সেক্টরে ঋণদাতা এই ব্যাঙ্ক একক মেয়াদে সুদের হার 80 বেসিক পয়েন্ট বাড়িয়েছে। 300 দিনের মধ্যে আমানত ম্যাচুরীটি হওয়ার পর তার উপরে ব্যাংক রেট 6.25 শতাংশ থেকে 7.05 শতাংশ বাড়িয়েছে। 1লা জানুয়ারি তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের নির্দিষ্ট মেয়াদে 45 BPS পর্যন্ত হার বাড়িয়েছিল এবং তার সাথে অন্যদের উপর থেকে হার কমিয়েছিল।
কিছু দিন আগে PNB যে সংশোধন করল তার পরে Pnb এখন 7 দিন থেকে 10 বছরের মধ্যে ম্যাচুরীটির আমানতের উপরে 3.5% থেকে 7.25% পর্যন্ত নাগরিকদের সুদের হার অফার (PNB Interest Rate) করছে। আর এই সুদের হার সময়ে সময়ে বদল করা হয়ে থাকে ব্যাংকের তরফে। আর এবারে যেই সুদের হার ঘোষণা করা হয়েছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
PNB Interest Rate On Fixed Deposit
1) 7 থেকে 14 দিন পর্যন্ত সাধারন নাগরিকদের সুদের হার 3.5% এবং প্রবীন নাগরিকদের জন্য সুদের হার 4% (PNB Interest Rate).
2) 15 থেকে 29 দিন পর্যন্ত সাধারন নাগরিকদের সুদের হার 3.5% এবং প্রবীন নাগরিকদের জন্য সুদের হার 4%.
3) 30 থেকে 45 দিন পর্যন্ত সাধারন নাগরিকদের সুদের হার 3.5% এবং প্রবীন নাগরিকদের জন্য সুদের হার 4%.
4) 46 থেকে 60 দিন পর্যন্ত সাধারন নাগরিকদের সুদের হার 4.5% এবং প্রবীন নাগরিকদের জন্য সুদের হার 5%.
5) 61 থেকে 90 দিন পর্যন্ত সাধারন নাগরিকদের সুদের হার 4.5% এবং প্রবীন নাগরিকদের জন্য সুদের হার 5%.
6) 90 থেকে 179 দিন পর্যন্ত সাধারন নাগরিকদের সুদের হার 4.5% এবং প্রবীন নাগরিকদের জন্য সুদের হার 5%.
7) 180 থেকে 270 দিন পর্যন্ত সাধারন নাগরিকদের সুদের হার 6% এবং প্রবীন নাগরিকদের জন্য সুদের হার 6.5%.
8) 271 থেকে 299 দিন পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 7.25% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদে হার 7.75% (PNB Interest Rate).
9) 300 দিন পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 7.05% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 7.55% (FD PNB Interest Rate).
10) 301 দিন থেকে 1 বছরের কম সময় পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 6.25% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 6.75%.
11) 1 বছর পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 6.75% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 7.25%.
12) 1 বছর থেকে 399 দিন পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 6.8% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 7.3%.
13) 400 দিন পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 7.25% এবং সিনিয়র সিটিজেনদের (PNB Interest Rate For Senior Citizens) জন্য সুদের হার 7.75%.
14) 401 দিন থেকে 2 বছর পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 6.8% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 7.3%.
15) 2 বছরের উপর এবং 3 বছর পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 7% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 7.5% (PNB Interest Rate).
16) 3 বছরের উপর এবং 5 বছর পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 6.5% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 7% (PNB Interest Rate).
17) 5 বছরের উপর এবং 10 বছর পর্যন্ত সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 6.5% এবং সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার 7.3%.
এই সুদের জার বাড়ান হয়েছে 2023 সালে অক্টোবর মাসে RBI এর নীতি ঘোষণার পর। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসের মন্তব্যের পটভূমিতে কারণে। অক্টোবর 2023 এ, তিনি 250 বেসিস পয়েন্টের রেপো রেট বৃদ্ধিকে (Repo Rate Hike) হাইলাইট করেছিলেন, জোর দিয়েছিলেন যে এই ঊর্ধ্বমুখী বৃদ্ধিটি সেই সময়ে ব্যাংক আমানতের হারে সম্পূর্ণরূপে (PNB Interest Rate) প্রেরণ করা হয়নি।
মাত্র 6 দিনে টাকা ডবল। যারা রিস্ক নেবেন তাদের টাকা বাড়বে ঝড়ের গতিতে।
এর ফলে রেপো রেট এবং ফিক্সড ডিপোজিট সুদের হারের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক মাস গুলিতে স্পষ্ট হয়েছে।
RBI রেপো রেট বাড়ানোর সাথে সাথে ব্যাংক গুলো তাদের PNB FD এর সুদের হার সামঞ্জস্য করছে। যে ব্যাংক গুলো পিছিয়ে ছিল তারাও RBI এর নীতিগত কারণে FD সুদের হারে সামঞ্জস্য করছে। PNB Interest Rate এর এই তালিকা অনুসারে আপনারা জেনে নিন কত রিটার্ন পাবেন।
Written by Ananya Chakraborty.
এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।