Ration Card – রেশন দুর্নীতি আটকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের। রাজ্য সরকারকে মানতেই হবে।
রেশনে দুর্নীতি (Ration Card Fraud) বন্ধ করতে কেন্দ্রীয় সরকার তৎপর হয়ে উঠেছে। তার জন্য নানা নির্দেশিকা জারি করছে কেন্দ্র। এখন রেশনে দুর্নীতি বন্ধ করতে রেশন কার্ড এর সাথে আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) করা থেকে শুরু করে অনেক নিয়ম জারি করা হয়েছে। আর এবার আরও একটি নির্দেশিকা দিল কেন্দ্র এতে রেশন সামগ্রী (Ration Items Distribution) বণ্টনের সব তথ্য কেন্দ্র কে দিতে হবে। এছাড়াও আরও কিছু ঘোষনা করেছেন। চলুন সে গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
Ration Card Scam Prevention Rule.
সম্প্রতি ‘এক দেশ এক রেশন’ (One Nation One Ration) চালু করেছে কেন্দ্র। এবার খাদ্য বন্টন সহ সামগ্রিক রেশন ব্যবস্থার নিয়মিত নজরদারি রাখতে রাজ্য গুলোকে নির্দেশ পাঠাল কেন্দ্র সরকার। 17ই জানুয়ারি ‘কন্ট্রোল অর্ডার’ এ জানান হয়েছে কোন রেশন ডিলার কতটা খাদ্য সামগ্রী (Ration Card Items) পেয়েছেন এবং কতো সামগ্রী বন্টন করেছেন তার নিয়মিত আপডেট পাঠাতে হবে কেন্দ্রকে।
রাজ্য খাদ্য দফতরকে এই আপডেট পাঠাতে হবে। এছাড়া কোনো গ্রাহকের মৃত্যু হলে Ration Card বাতিল হলে সেই তথ্য জানাতে হবে কেন্দ্রকে। আবার নতুন কোনো রেশন কার্ড তৈরি হলে তাও জানাতে হবে কেন্দ্রকে। তবে এই বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নয় রাজ্য। রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ সংবাদমাধ্যমকে বলেন যে, ‘বর্তমানে রেশন ব্যবস্থার সব কাজই অনলাইনে হয়, তাই সবটা স্বচ্ছ।
তথ্য আলাদা করে দেখানোরও কিছু নেই। চাই কেন্দ্র চাইলেই দেখতে পারে। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘তবে অনেক রাজ্য এই ব্যবস্থা নেই। তাদের জন্যই বোধহয় এই নির্দেশিকা। মোদি সরকার (Modi Government) এক দেশ এক রেশন চালু করার ফলে গ্রাহকরা দেশের যে কোনো জায়গা থেকেই আধার কার্ড এর মাধ্যমে বায়োমেট্রিক (Aadhaar Biometric Update) আপডেট করে রেশন সামগ্রী (Ration Card) তুলতে পারবে গ্রাহকরা।
রেশন ডিলার রেশন দিতে অস্বীকার করতে পারবে না। জানা গিয়েছে, সব রেশন দোকানে যাতে পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকে সে দিকে রাজ্যকে নজর দিতে হবে। রেশন দোকানের খাদ্যবণ্টন সহ যাবতীয় রিপোর্ট অনলাইনে পাঠাতে হবে। রাজ্য খাদ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমাদের নতুন করে জানানোর কিছু নেই। সব অনলাইনে কেন্দ্রকে নিয়মিত জানানো হয়। ফলে আমাদের কাজ নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই (Ration Card).
লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতার টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা।
রাজ্য বিজেপি পক্ষ থেকে কেন্দ্রের এই নির্দেশকে স্বাগত জানান হয়েছে। গত 10 বছরে যে পরিমান দুর্নীতি হয়েছে তা ভাবনার বাইরে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে গরিব মানুষ উপকৃত হবেন। বর্তমানে রেশন দুর্নীতিতে (Ration Card Scam) অভিযুক্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলবন্দি। একই মামলায় গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুরোপ্রধান শঙ্কর আঢ্য। তবে এখনো রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহানকে খুঁজছে ইডি।
Written by Ananya Chakraborty.
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে মহিলারা পাবে 12 হাজার টাকা! পুরুষরা পাবে 6 হাজার।