Dearness Allowance – সরকারি কর্মীদের আবার 5% DA বাড়তে চলেছে? কবে থেকে পাবেন?
বকেয়া মহার্ঘ ভাতা বা Dearness Allowance নিয়ে সকলের মনে একটা প্রশ্ন উঠছে যে কবে আবার এই ভাতা বৃদ্ধি পেতে চলেছে? কিন্তু ৮ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের তরফে ফের একবারের জন্য সকল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু এবারে এই প্রশ্ন ঘুরছে সব কেন্দ্রীয় সরকারি কর্মীদের মনে। 1লা ফেব্রুয়ারিতে বাজেট পেশের দিন মহার্ঘ ভাতা বাড়বে বলে আসা করেছিল কর্মীরা।
Dearness Allowance Hike For Central Government Employees.
কিন্তু সেই আশা বিফলে গেছে। অন্তর্বর্তীকালীন বাজেট পেশের দিন Dearness Allowance বৃদ্ধির কোনো কথা ঘোষনা করেনি অর্থমন্ত্রী। সামনেই লোকসভা ভোট আর ভোটের আগে সবার প্রত্যাশা ছিল বাজেটে DA বৃদ্ধির ঘোষনা। কিন্তু প্রত্যক্ষভাবে মিনি বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি। তাহলে এবার প্রশ্ন হল Dearness Allowance কবে বৃদ্ধি পাবে?
মিডিয়া রিপোর্ট অনুযায়ি, মার্চের গোড়ার দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের Dearness Allowance বৃদ্ধি ঘোষনা করা হতে পারে। অর্থাৎ আগামী দুমাস কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মার্চ মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে মোদি সরকার। যা 2024 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। 2023 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় মূল্যসূচক AICPI (All India Consumer Price Index) সূচক সংখ্যা নিশ্চিত করেছে যে কেন্দ্রীয় কর্মীরা কমপক্ষে 50 শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে 2023 সালে ডিসেম্বরের যে AICPI প্রকাশ করা হয়েছে, তা 0.3 শতাংশ কমে 1388% হয়েছে। আর নভেম্বরের তুলনায় তা 0.22 শতাংশ কমেছে। শ্রম মন্ত্রক জানিয়েছে, 2022 সালের ডিসেম্বরের নিরিখে 2023 সালের ডিসেম্বরে সর্ব ভারতীয় মূল্যসূচক 0.15 শতাংশ কমেছে। একাধিক রিপোর্টে দাবী করা হচ্ছে, এই বছর কেন্দ্রীয় সরকরি কর্মীদের Dearness Allowance 4 শতাংশ বৃদ্ধি করতে পারে।
আর তা 2024 সালে মার্চ মাসের মধ্যে 4 শতাংশ বাড়তে পারে। কেন্দ্র সরকার বছরে দুবার Dearness Allowance বৃদ্ধি করে। জানুয়ারি এবং জুলাইতে। জানুয়ারির বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষনা করা হয়। সামনে লোকসভা নির্বাচন তাই এবার এই ঘোষনা আগেই হতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছর উৎসবের আবহের মধ্যে কেন্দ্র সরকার 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল।
সাধারণ মানুষের জন্য নতুন সুবিধা চালু। এবার ঘরে বসে পাবেন সরকারি সুবিধা। লাইনে না দাঁড়িয়ে জেনে নিন।
আগে তারা পেতে 42 শতাংশ হারে মহার্ঘ ভাতা। 4 শতাংশ বাড়ার পর থেকে তারা Dearness Allowance পাচ্ছেন 46 শতাংশ হারে। বিশেষজ্ঞ মহলের মতে 2024 সালের মার্চ মাসের মধ্যে মহার্ঘ ভাতা 50 শতাংশ বা তার বেশি বৃদ্ধি হতে পারে। এবারে দেখার অপেক্ষা যে কেন্দ্রীয় সরকারের তরফে এই নিয়ে আগামী দিনের ভোটে আগে কিছু ঘোষণা করা হয় কিনা। আর এই খবরটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য।
Written by Ananya Chakraborty.
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। বিনামূল্যে 1 কোটি পরিবার পাবে।