Govt Employees – অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী চাকরি দেবেন মুখ্যমন্ত্রী। শুধু এই শর্ত মানলেই হবে।
পশ্চিমবঙ্গে এবছরের বেশি সময় ধরে চলছে DA আন্দোলন (Govt Employees). DA আন্দোলনকারীদের দীর্ঘদিনের দাবী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আর অস্থায়ী সরকারি স্থায়ী (Temporary Govt Employees) করা। তবে এই অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে কোনো কথা বলেনি মুখ্যমন্ত্রী। অপর দিকে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ী করণ করা হয়েছে।
Good News For Temporary Govt Employees In Bihar.
সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোট ঘিরে কেন্দ্র রাজ্য দুই সরকারই সরকারি কর্মীদের (Govt Employees) খুশি করার জন্যে উঠে পরে লেগেছে। সম্প্রতি কিছুদিন আগে বিধানসভা বাজেট পেশ করা হয়েছে সেখানে সরকারি কর্মীদের DA বাড়ান হয়েছে কিন্তু অস্থায়ী কর্মীদের স্থায়ীকরনের ব্যাপারে কিছু ঘোষনা করা হয়নি। অপর দিকে বাংলার পাশের রাজ্য বিহারে (Bihar) এমনটাই করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
এরপরে বাংলায় এই দাবী আরো জোরতার হয়েছিল। কিন্তু তাতেও কোনো কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী। তবে এই সবের মাঝে বাংলার আর এক পাশের রাজ্য এই কাজ করে দেখাল। যার ফলে সরকারি কর্মীদের (Govt Employees) মুখে চওড়া হাসি। উল্লেখ্য লোকসভা ভোট সামনে তাই সরকারি কর্মীদের খুশি করতে উঠেপড়ে লেগেছে রাজ্য থেকে কেন্দ্র সবাই। এই আবহেই সিকিমে 4 বছর লাগাতর কাজ করা অস্থায়ী কর্মীদের (Govt Employees) স্থায়ী করল সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
এর আগে সে রাজ্যে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে গেলে 8 বছর লাগাতার কাজ করতে হত। তবে এবার তা কমিয়ে 4 বছরে আনা হয়েছে। এদিকে রিপোর্ট অনুযায়ী হোলির আগেই কেন্দ্রীয় কর্মীদের DA বাড়তে পারে। এরই মাঝে বাংলায় দুই দফায় Dearness Allowance বাড়িয়েছে রাজ্য সরকার। এই সবের মাঝে সিকিমেও সরকারি কর্মীদের (Govt Employees) জন্যে বড় ঘোষনা করা হয়েছে।
সিকিমে যে শুধু অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হয়েছে তা নয়। এবার পেনশন (Pension) নিয়ে বড় খবর শোনাল সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সিকিম ক্রান্তিকাড়ী মোর্চার তরফ থেকে জানিয়ে দেওয়া হল, সিকিমে এবার কার্যকর কর হয়েছে পুরনো পেনশন স্কীম। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees) লক্ষ্মী লাভ হতে চলেছে অবসরকালে। একদিকে কিছু দিন আগেই বেড়েছে DA এর পরিমাণ আর এখন পেনশন।
দীর্ঘদিন ধরেই Old Pension Scheme চালুর দাবী উঠেছিল এই রাজ্য সহ গোটা দেশ জুড়ে। এই পরিস্থিতিতে OPS কার্যকর করার কথা ঘোষনা করল সিকিম সরকার। রিপোর্ট অনুযায়ী বাংলার পাশের রাজ্য সিকিমের রাজ্য সরকার কর্মীদের জন্যে OPS চালুর ঘোষনা করেছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী 2006 সালে 31শে মার্চের আগে সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মীদের (Govt Employees) পুরনো পেনশন স্কীমের আওতায় আনা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
এই আবহে উত্তর পুর্ব ভারতের রাজ্যের মধ্যে সিকিমই প্রথম রাজ্য যেখানে OPS চালু করা হল। শুধু তাই নয় NDA শাসিত প্রথম রাজ্য হিসেবেও সিকিমে প্রথম OPS চালু করা হল। বিগত বেশ অনেক মাস যাবত জাতীয় পেনশন স্কীম এবং পুরনো পেনশন ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে। বহু ক্ষেত্রেই Govt Employees পুরনো ব্যবস্থা চালু করার দাবী করছে। আর এই আবহেই গত বছর অক্টোবর মাসে, পেনশন শঙ্খনাদ মহাব়্যালি’-র ডাক দেওয়া হয়েছিল দিল্লিতে।
পশ্চিমবঙ্গে নতুন ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ। কারা কারা এই ছুটি পাবেন?
সরকারি কর্মীদের বক্তব্য NPS এর অধীনে অবসর গ্রহণের পরে তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত তারা। এই আবহে মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা সরকারি কর্মীদের দাবির পক্ষেই সওয়াল করেছেন। এই সবের মাঝে এক এনডিএ শাসিত রাজ্যে ওপিএস কার্যকর হওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই নিয়ে কোন ধরণের ঘোষণা করা হয়নি।
Written by Ananya Chakraborty.
4% DA বৃদ্ধির ফলে গ্রেড অনুযায়ী পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মীদের কত বাড়ছে বেতন? হিসাব দেখে নিন।