ছুটি

School Holiday – পশ্চিমবঙ্গে একটানা ছুটি বেড়ে গেল। কতদিন এই ছুটি থাকবে?

স্কুলের ছুটিতে (School Holiday) বিরাট বদল! চলতি বছরের রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024). আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। প্রক্রিয়াকে কেন্দ্র করে ভোটের বছরে গরমের ছুটির (Summer Vacation) রুটিনে জেলা অনুযায়ী বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই পরিবর্তন আনা হয়েছে পর্ষদের তরফ থেকে। আগামী ১৯ শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন।

West Bengal School Holiday For Election.

প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ইত্যাদি কেন্দ্র থেকে। এই প্রসঙ্গে আনা হয়েছে একটি বিজ্ঞপ্তি। ভোটের কারণে জেলা স্কুল গুলি ঠিক কতদিন বন্ধ (School Holiday) থাকবে তাই সেখানে জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার করে। রাজ্যের মোট সাতটি দফায় হতে চলেছেন ভোট গ্রহণ প্রক্রিয়া। স্কুল গুলোকেই বেছে নেওয়া হয়েছে ভোট গ্রহণের কেন্দ্র হিসেবে।

এই কারণেই আগে থেকে গরমের ছুটির জন্য বেশ কিছু স্কুল বন্ধ (School Holiday) রাখা হচ্ছে। গতকাল সোমবার এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) সেখানে দেখা যাচ্ছে, ভোটের কারণে বিভিন্ন জেলার বিভিন্ন স্কুল গুলিতে ছুটি দেওয়া হবে। আর এই সম্পর্কে সকল স্কুলে বিজ্ঞপ্তি পৌঁছে দেওয়া হয়েছে।

Which District Will Provide School Holiday?

প্রথম দফার ভোট রয়েছে রাজ্যের কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি জেলায়। তাই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে ১৬ই এপ্রিল মঙ্গলবার থেকে ২০ এপ্রিল শনিবার পর্যন্ত একটানা বন্ধ থাকবে স্কুল। অন্যদিকে দ্বিতীয় দফার ভোট রয়েছে রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে। ভোট গ্রহণ হবে ২৬ তারিখ। এই কারণে ২৪ এপ্রিল বুধবার থেকে ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিংপং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের স্কুল গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Summer Vacation (পশ্চিমবঙ্গে গরমের ছুটি ২০২৪)

২৪ এপ্রিল বুধবার থেকে ২৭ শে এপ্রিল পর্যন্ত একটানা বন্ধ (School Holiday) থাকবে। রাজ্যে ২০২৪ সালের ৬ মে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। ছুটি একটানা চলবে ১ জুন পর্যন্ত। ভোটের ঘোষণা করা হবে ৪ তারিখে। গতবছর ২৪ শে মে থেকে সরকারি স্কুল গুলিতে ছুটি পড়ার কথা থাকলেও রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করে দেওয়া হয় দোসরা মে থেকে।

একধাক্কায় সুদ বাড়ল একাধিক সঞ্চয় স্কিমে। 8.20% সুদ শুনে খুশি সকলে। FD, MIS, RD, SSY সব কিছুতেই।

সেই সময় বলা হয়েছিল পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত স্কুল গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ (School Holiday) থাকবে। ১৫ই জুন পর্যন্ত রাত যে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এই বছর পরিস্থিতি পাল্টাবে কিনা আদৌ তা নির্ভর করছে সময়ের ওপর। আর এই ছুটি সকল স্কুলের জন্য নয়, যেই খানে ভোট অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফার সেইখানের জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর ভবিষ্যতে এই ধরণের আরও ছুটি (School Holiday) দেওয়া হতে পারে।
Written By Tithi Adak.

নতুন করে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *