Personal Loan – টাকার দরকার হলে আধার কার্ড থাকলে টাকা পাবেন। কারো কাছে হাত পাতবেন না।
মানুষের কখন কোন সময় বিপদ আসবে তা কেউ বলতে পারে না। আর এই জন্যই অনেককে Personal Loan বা ব্যাক্তিগত ঋণ নিতে হয়। প্রত্যেকটি মানুষ যতই উপার্জন করুক না কেনো যখন বিপদ আসে যে সেই অর্থ ও কম পরে যায়। বিপদের হাত থেকে বাঁচার জন্যে বেশিরভাগ মানুষ উপার্জিত টাকা ব্যাংকে ফিক্সড করে আবার কেউ বীমা নেয়। কিন্তু অনেক সময় হঠাৎ কোনো বড় বিপদ এলে সেই টাকাও কম পরে যায়।
Instant Personal Loan Online Apply Process.
তখন অন্য কোথাও থেকে এক সাথে অনেক টাকা ধার পাওয়া খুব মুশকিল। তখন সেই সময় সাধারন মানুষরা ব্যাংক থেকে পার্সোনাল লোন (Personal Loan) নিয়ে থাকে। আজ আপনাদের সাথে এই পার্সোনাল লোন নিয়েই আলোচনা করব। কিভাবে আবেদন করবেন? পার্সোনাল লোন কি? এই সব তথ্য আপনাদের দেব। আর কোন ব্যাংকে আপনারা কম সুদে এই টাকা পাবেন সেই সম্পর্কে জানুন।
What Is Personal Loan?
পার্সোনাল লোন হল একটি অসুরক্ষিত ঋণ যা ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান গুলি দিয়ে থাকে। আপনার ব্যক্তিগত আয় এবং অতিতে নিয়ে থাকা ঋণ (Loan) এর তথ্যের উপরে ভিত্তি করে এই লোন দেওয়া হয়। একে কনজিউমার লোন বা গ্রাহক ঋণও (Consumer Loan) বলা হয়। যা বিভিন্ন কারনে ব্যক্তিগত প্রয়োজন মেটাতে কেউ নিয়ে থাকে।
How To Repayment Personal Loan EMI?
এই Personal Loan EMI এর মাধ্যমে শোধ করা হয়। এই EMI এর মধ্যে সুদ ও আসল উভয়ই ধরা হয়ে থাকে। ব্যাঙ্কএর কাছ থেকে আপনি যত টাকা লোন নিচ্ছেন তার সুদ গুনে গুনে আসল সহ ফেরত দিতে হবে ব্যাংককে। EMI বিভিন্ন সহজ কিস্তিতে গ্রাহকদের ঋণ দিয়ে থাকে। বিভিন্ন ব্যাংকের EMI এর মেয়াদ ও সুদের হার (Personal Loan Interest Rate) ভিন্ন ভিন্ন হয়।
আপনার নিজের সুবিধা মত যে কোনো মেয়াদ নির্বাচন করে লোন (Personal Loan) পরিশোধ করতে পারবেন। এই সুদের হার ও মেয়াদ আপনাকে লোন নেওয়ার সময় নির্বাচন করতে হবে। সেই মত প্রতিমাসে সুদ মেটাতে হয় ব্যাংককে। এক্ষেত্রে কাগজ পত্রের ব্যবহার ও অনেক কম তাই প্রসেসিং হতে বেশি সময় লাগে না। শুধু ভালো ক্রেডিট স্কোরের (CIBIL Score) বিষয়টি মাথায় রাখতে হয়।
Personal Loan Apply Criteria
1) পার্সোনাল লোন নিতে গেলে একজন গ্রাহকের বয়স 21 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
2) গ্রাহকের ক্রেডিট স্কোর অবশ্যই 750 থেকে 950 এর মধ্যে হতে হবে।
3) কোনো নির্দিষ্ট আয় না থাকলে লোন পেতে অসুবিধা হয়। যারা ব্যবসা করলেই তাদের ক্ষেত্রে একটি স্থিতিশীল বার্ষিক আয় থাকা জরুরী।
4) যারা সরকারি কর্মী ও পেনশনভোগী তাদের খুব সহজেই লোন দেওয়া হয়।
Top 5 Banks To Get Personal Loan
SBI Personal Loan – SBI হল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকে কোটি কোটি গ্রাহকের একাউন্ট আছে। সেই সাথে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ এর ক্ষেত্রে সুবিধা এনেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের 25 হাজার থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিচ্ছে।
PNB Personal Loan – এই ব্যাংকের তরফ থেকেও আপনি Instant Personal Loan পেয়ে যাবেন। এই ব্যাংক 50 হাজার টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
Bank Of Maharastra – এই ব্যাংক 21 বছর থেকে 60 বছর বয়সীদের লোন দিয়ে থাকে। এই ব্যাঙ্ক 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
Canara Bank – 18 বছর বয়সী ব্যক্তিদের সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে এই ব্যাংক।
Axis Bank – 50 হাজার থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে এই ব্যাংক।
ICICI Bank – নামকরা বেসরকারি ব্যাংক এর মধ্যে ICICI অন্যতম। এই ব্যাংক Personal Loan দিয়ে থাকে গ্রাহকদের। এই ব্যাংক 50 হাজার থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে গ্রাহকদের।
How To Apply Personal Loan
এই 5টি ব্যাংক Loan দিয়ে থাকে। আর এই লোন পেতে গেলে অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হলে যে ব্যাংক থেকে লোন নেবেন সেখানে আপনার একাউন্ট থাকতে হবে। আপনার নিকটবর্তী শাখায় গিয়ে ব্যাংক আধিকারিকদের সাথে আগে ভালো করে লোনের ব্যাপারে শুনে নিন।
ভোটের মুখে 50 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
Personal Loan Apply Important Documents
আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট। ঠিকানার প্রমান হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, আগের 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, দুটি সর্বশেষ বেতন স্লিপ আর বর্তমান তারিখের বেতন শংসাপত্র সহ সর্বশেষ ফর্ম 16 শেষ ব্যবহারের প্রমাণ জমা করে দিন। আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে টাকা পেয়ে যাবেন।
Written by Ananya Chakraborty.
ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।