Holiday – পশ্চিমবঙ্গে নতুন সরকারি ছুটি ঘোষণা। কারা এই ছুটি পাবে? কবে এই ছুটি?
নতুন ছুটির ঘোষনা রাজ্যে। রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের ছুটির তালিকা (Holiday List) প্রকাশ করেছে। এবার সেখানে নতুন একটি ছুটি সংযোজন করা হল। কবে সেই ছুটি চলুন জেনে নিন বিস্তারিত। এই বছর নতুন ছুটি ঘোষনা করল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). রাম নবমীতে ছুটি ঘোষনা করল রাজ্য সরকার। এই বছর রাম নবমী পড়েছে 17ই এপ্রিল বুধবার। ওই দিন রাজ্যের সব সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
West Bengal Government Announce New Holiday For Ram Navami 2024.
শুধুমাত্র জরুরী পরিষেবা গুলো খোলা থাকবে। রাজ্য সরকার আগে রাম নবমীতে কোনো ছুটি (Ram Navami Holiday) দিত না। কিন্তু এই বছর ভোটের আগে এই ছুটি দেওয়া নিয়ে অনেকেই মনে করছেন এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। ছুটির তালিকায় আরো একটি ছুটি যুক্ত হওয়াতে স্বভাবতই খুশি হয়েছে সরকারি কর্মী (Government Employees) থেকে স্কুল কলেজের পড়ুয়ারা।
তবে এই ছুটি (Holiday) ঘোষনা করা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে, বিরোধীরা এই নিয়ে খোঁচা দিতে ছাড়েনি। তবে মনে করা হচ্ছে গত বছর রাম নবমীতে যে অশান্তি হয়েছিল তার জেরেই এই বছর ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। এই বছর বাংলার নববর্ষের সূচনা অর্থাৎ 1লা বৈশাখ পড়েছে 14ই এপ্রিল রবিবার। রাজ্যে নববর্ষের (Bengali New Year) দিন ছুটি থাকে।
কিন্তু এই বছর রবিবার পড়েছে 1লা বৈশাখ। রবিবারে যেহেতু 1লা বৈশাখ পড়েছে তাই 1লা বৈশাখের জন্যে বাড়তি কোনো ছুটি দেওয়া হয়নি অর্থাৎ এই বছর 1লা বৈশাখের ছুটি মার গেল সব সরকারি প্রতিষ্ঠান গুলোর। নবান্নের (Nabanna) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, আগামী 17ই এপ্রিল রাম নবমী উপলক্ষে জরুরী পরিষেবা বাদ দিয়ে রাজ্যের সব সরকারি কার্যালয় থেকে শুরু করে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছুটি (Holiday) থাকবে।
অর্ধেক দামে পাবেন রান্নার গ্যাস। গ্যাসের দাম আবার কমলো। কত টাকা জেনে নিন।
সংশ্লিষ্ট দিন সরকারি ও সরকারি অনুমোদিত সব শিক্ষা প্রতিষ্ঠান গুলো এবং অফিস গুলো বন্ধ থাকবে। এই বছরই প্রথমবার রাম নবমীতে ছুটি (Holiday) ঘোষনা করল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। তবে এই নতুন ছুটি পেয়ে অনেকেই খুবই খুশি হয়েছেন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Ananya Chakraborty.
5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?