প্রকল্প

Govt Scheme – 15 হাজার টাকা ঢুকতে চলেছে খুব শীঘ্রই। আপনি পাবেন তো? না পেলে কি করবেন?

দেশের মানুষদের ও বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করে তোলার নতুন প্রকল্প (New Govt Scheme) নিয়ে এসে নিরন্তর প্রচেষ্টা চলিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার। নিত্য নতুন নানা রকমের প্রকল্প নিয়ে আসছে কেন্দ্র সহ রাজ্য সরকার মহিলাদের জন্য। কারন দেশের মহিলারা স্বাবলম্বী হলে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হবে দেশ। কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana) অন্তর্গত ফ্রি সেলাই মেশিন যোজনা (Free Silai Machine Yojana).

PM Free Silai Machine Govt Scheme For Womens.

এই প্রকল্পের (Govt Scheme) আওতায় প্রত্যেক মহিলাদের দেওয়া হবে 15 হাজার টাকা। কিভাবে পাবেন এই টাকা? আর কি সেই প্রকল্প? চলুন বিস্তারিত জেনে নিন। আজ যে প্রকল্পের সম্পর্কে আলোচনা করবো তাহল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। সম্প্রতি এই বিশ্বকর্মা যোজনা চালু করেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি শিক্ষার প্রশিক্ষণ এবং আর্থিক সাহায্যের মাধ্যমে উপভোক্তাদের স্বনির্ভর (Self Independent) করে তোলার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার (Pradhan Mantri Vishwakarma Yojana) অধীনস্থ একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন যোজনা। এই প্রকল্পের (Govt Scheme) মাধ্যমে মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন চালান শেখান হয় এবং সেলাই শেখানোর পর সেলাই মেশিন কেনার জন্য আর্থিকভাবে সাহায্য করা হয়। আর এই ১৫০০০ টাকা মহিলাদের এই মেশিন কেনার জন্যই দেওয়া হয়ে থাকে।

PM Free Silai Machine Govt Scheme

আর্থিকভাবে অনগ্রসর ও পিছিয়ে যাওয়া মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের (Central Govt Scheme) মধ্যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনস্থ বিনামূল্যে সেলাই মেশিন স্কীম অন্যতম। এছাড়া বিধবা ও ডিভোর্সি মহিলারাও এই প্রকল্পের আওতায় ফ্রিতে সেলাই মেশিন পাবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় আর প্রশিক্ষণ শেষ হওয়ার পর মেশিন কেনার জন্য 15 হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়।

আবার যে সব মহিলা আগের থেকে সেলাইয়ের কাজ জানে তারাও এই প্রকল্পের আওতায় ফ্রিতে সেলাই মেশিন পাবে। কেন্দ্র সরকার (Government Of India) মারফত সম্প্রতি জানা গেছে নতুন অর্থবর্ষে প্রায় 50 হাজার মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে বিনামূল্যে সেলাই মেশিন স্কীমের (Govt Scheme) মাধ্যমে আর্থিক ভাবে সাহায্য করা হবে।

Free Silai Machine Govt Scheme Apply Documents

1) আধার কার্ড (Aadhaar Card).
2) বার্থ সার্টিফিকেট (Birth Certificate).
3) ইনকাম সার্টিফিকেট (Income Certificate).
4) মোবাইল নম্বর (Mobile Number).
5) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
6) বিধবা সার্টিফিকেট (যদি থাকে)।

Aadhaar Card Loan (আধার কার্ড লোন)

Free Silai Machine Govt Scheme Apply Process

এই প্রকল্পে আবেদন জানানোর জন্য প্রথমে অনলাইনে আবেদন জানাতে হবে। এর জন্যে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য আলাদা আলাদা আবেদন পত্র দেওয়া থাকে। সেখানে সেলাই প্রশিক্ষণের আবেদন পত্র খুজে নিয়ে সঠিকভাবে পূরণ করে তা জমা করতে হবে।

এবার মাধ্যমিক পাশ করলেই 10 হাজার টাকা পাবে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ সরকারের দারুণ ঘোষণা।

আবেদনপত্র জমা করার নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পরে সেলাই মেশিন কেনার জন্য আর্থিক সাহায্য পাবেন প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থী। যেই সকল মহিলারা এই প্রকল্পের (Govt Scheme) সুবিধা পেতে চাইছেন তারা ঝটপট আবেদন করে ফেলুন। আর কিছু সময়ের মধ্যেই আপনারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।
Written by Ananya Chakraborty.

5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *