PMAY Scheme – আবাস যোজনায় নতুন বাড়ি বানাতে টাকা দেওয়া শুরু করলো সরকার। লিস্টে আপনার নাম আছে?
দেশের মানুষদের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য একটি প্রকল্প (PMAY Scheme) চালু হয়েছে অনেক দিন আগেই। এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছে। এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Manthi Awas Yojana). এই আবাস যোজনার (PM Awas Yojana) মাধ্যমে সাধারন মানুষদের যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই, পাকা ঘর নেই তারা টাকা পাবেন ঘর তৈরির জন্য।
PMAY Scheme 2024 New List Check Online.
প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PMAY Scheme) 1 লক্ষ 20 হাজার টাকা দেওয়া হয় ঘর তৈরির জন্য। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60 হাজার টাকা। দ্বিতীয় কিস্তিতে 50 হাজার টাকা আর তৃতীয় কিস্তিতে 10 হাজার টাকা। দেওয়া হয়। এইভাবে তিনটি ধাপে টাকা পাঠন হয় ধাপে ধাপে। আবাস যোজনার (PM Awas Yojana Installment) টাকা সরকারি আবেদনকারীর ব্যাংকে পাঠানো হয়।
সম্প্রতি আবাস যোজনার (PMAY Scheme) ঘরের টাকা দেওয়ার নামের লিস্ট প্রকাশ পেল। কিভাবে দেখবেন আপনার নাম এই লিস্টে আছে কিনা তা নিয়ে আজ আপনাদের বলব। আর আপনারা এই নামের তালিকা আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। আর এই PMAY Scheme এর মাধ্যমে দেশের কোটি কোটি মানুষরা উপকৃত হয়েছে।
আর ভোটের আগে ফের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY Scheme) মাধ্যমে নতুন নতুন মানুষদের নিজেদের বাড়ির ছাদ করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার (Central Government). আর এই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন সেটা জেনে নিন। তাহলে আপনারা খুবই সহজে বাড়িতে বসে দেখে নিতে পারবেন।
PMAY Scheme List Check Online
বাড়িতে বসে অনলাইনে ফোনের মাধ্যমেই চেক করতে পারবেন আবাস যোজনায় আপনার নাম আছে কিনা। এর জন্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর Awaassoft এ ক্লিক করুন, এরপর Report এ ক্লিক করুন, এরপর Beneficiary Details For Verification এ ক্লিক করুন। পরবর্তী পেজে রাজ্যেের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে।
নতুন প্রকল্প নিয়ে হাজির সরকার। 15 হাজার টাকা পাবেন সরাসরি ব্যাংকে একাউন্টে।
এই সব দিয়ে সাবমিট করলেই লিস্ট চলে আসবে। আপনারা যারা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের নাম এর লিস্ট চেক (PMAY Scheme List Check) করেননি তারা করে ফেলুন। এবারে এই লিস্টে যাদের নাম থাকবে না, তারা কি ফের আবেদন করতে পারবে কিনা সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। এছাড়াও এই সম্পর্কে আরও তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্প লাইন নাম্বারে গিয়ে দেখে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.
5 লাখ টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। টাকা পেতে কিভাবে আবেদন করবেন?