ছুটি

Holiday – নতুন ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকবে।

সরকারি কর্মী ও স্কুল পড়ুয়াদের জন্যে দারুন খবর (Holiday). এবারে চলতি মাসে বাড়তি ছুটি পাবে তারা। গতকাল পড়েছে নতুন বছর 1431 সাল। গতকাল নববর্ষ গেলেও এখনো উৎসবের রেশ যায়নি। আর নববর্ষ মানেই বাঙালিদের নানা রকমের প্ল্যান থাকে, নতুন নতুন জামা কাপড় কেনা, ভূরিভোজ, ঘোরা। এই নতুন বছরকে ঘিরে সবার মধ্যে একটা আলাদা ভালো লাগা, উত্তেজনা কাজ করে।

West Bengal Government Holiday For Ram Navami.

ছোট থেকে বড় সবাই খুশিতে মেতে ওঠে। তবে এবারের নববর্ষ নিয়ে অনেকেরই মন খারাপ। বিশেষ করে যারা সরকারি কর্মী বা স্কুল পড়ুয়ারা আছে তাদের মন খারাপ। কারণ এবারের নববর্ষ পড়েছে রবিবার। রবিবারে তো এমনিতেই ছুটি (Holiday) থাকে স্কুল কলেজ গুলো, অফিস কাছারি গুলো। তাই এই বছর নববর্ষ রবিবার হওয়ার জন্য 1 টা ছুটি মার গিয়েছে সরকারি কর্মী (Government Employees) থেকে পড়ুয়াদের (School Students).

তবে নববর্ষের ছুটি মার গেলে কি হবে কয়েকদিন পর আর একটি ছুটি (Ram Navami Holiday) পাবে সরকারি কর্মী থেকে পড়ুয়ারা। আর এই বছরের প্রথমবারের জন্য এই ছুটি (Government Holiday) দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal). রাজ্য সরকারের তরফ থেকে একটি বাড়তি ছুটি ঘোষনা করা হয়েছে।

তবে এই ছুটি নববর্ষের বাড়তি ছুটি নয়। তাহলে নিশ্চই আপনারা ভাবছেন কিসের ছুটি (Holiday) ঘোষনা করেছে রাজ্য সরকার ? চলুন তাহলে জেনে নি কিসের ছুটি আর কবে ছুটি? ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে খুশি হয়েছে সরকারি কর্মী ও পড়ুয়ারা। এই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে।

PMAY Scheme (প্রধানমন্ত্রী আবাস যোজনা)

1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের (NI অ্যাক্ট) 25 নম্বর ধারার আওতায় রাম নবমীর জন্যে আগামী 17ই এপ্রিল পাবলিক হলিডে (Public Holiday) ঘোষনা করা হয়েছে। আগে রাম নবমীতে ছুটি দেওয়া হত না রাজ্যে তবে এই বছর রাজ্য সরকার এই ছুটি ঘোষনা করল। এই ছুটি ঘোষনা করা নিয়ে অনেকে নানা রকমের কথা বলছে। শুধু তাই নয় সরকারি কর্মী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ও কর্মীরাও ছুটি (Holiday) পাবেন।

15 হাজার টাকা ঢুকতে চলেছে খুব শীঘ্রই। আপনি পাবেন তো? না পেলে কি করবেন?

এছাড়া এই ছুটি ছাড়াও আরো ছুটি পাবে স্কুলের পড়ুয়া ও কর্মীরা। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য যে কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেই কেন্দ্রের স্কুল কলেজ ও অফিস বন্ধ থাকবে। কিন্তু আপাতত পশ্চিমবঙ্গে রাম নবমীর জন্য আগামী ১৭ই এপ্রিল ২০২৪ সকল জরুরি পরিষেবা ছাড়া রাজ্যের সরকারি অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকতে চলেছে।
Written by Ananya Chakraborty.

জনপ্রিয় 10 টি ব্যাংককে কড়া শাস্তি দিলো রিজার্ভ ব্যাংক। গ্রাহকদের টাকা নিয়ে সমস্যা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *