স্কলারশিপ

Life Good Scholarship – ৩০০০০ টাকা পাবে পড়ুয়ারা। এই স্কলারশিপে অনলাইনে আবেদন শুরু

আমাদের দেশে এমন প্রচুর পড়ুয়া আছে যারা গরিব আর মেধাবিও। আর এই একটি কারণের জন্য এত স্কলারশিপ (Life Good Scholarship) দেওয়া হয় সরকার এবং প্রাইভেট কোম্পানি গুলোর তরফে। টাকার অভাবে যাতে কেউ নিজেদের পড়াশুনা মাঝপথে ছেড়ে না দেয় সেই জন্যই এই প্রচেষ্টা। আজকের এই আলোচনাতে আপনাদের সাথে এমনই এক বেসরকারি সংস্থার স্কলারশিপের (Private Scholarship 2024) সম্পর্কে বলব যা কলেজ পড়ুয়াদের জন্য।

Life Good Scholarship 2024.

এই স্কলারশিপ দিচ্ছে LG Electronics. এই LG র তরফ থেকে LIFE’S Good Scholarship Program 2024 এর জন্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়ারা ৩০০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারবে। কারা এই Life Good Scholarship এর জন্যে আবেদন করতে পারবেন? কি কি নথি লাগবে? আবেদন পদ্ধতি কি? এই সব নিয়ে বিস্তারিত জানাব আপনাদের।

লাইফস গুড স্কলারশিপ প্রোগ্রাম কারা আবেদন যোগ্য?

এই Life Good Scholarship আবেদন করার জন্যে আবেদনকারীদের অবশ্যই কোনো স্বীকৃত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তরস্তরে পাঠরত হতে হবে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পাস করা কলেজ পড়ুয়াদের জন্য এটি নয়। পরের ধাপে তারা আবেদন করতে পারবে। পড়ুয়াদের প্রারম্ভিক শিক্ষাবর্ষের প্রাপ্ত নম্বর নূন্যতম 60% হতে হবে। আবেদনকারীদের পরিবারের আয় 8 লক্ষের বেশি হলে চলবে না।

লাইফস গুড স্কলারশিপে কত টাকা পাবেন?

শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত পড়ুয়াদের দেওয়া হবে বছরে 1 লক্ষ টাকা। 2000 আসন সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত পড়ুয়াদের দেওয়া হবে বছরে 50 হাজার। আর 1000 আসন সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত পড়ুয়াদের দেওয়া হবে 30000 টাকা। পড়ুয়ারা তাদের পড়াশোনার সব খরচের জন্যে এই Life Good Scholarship এর টাকা ব্যবহার করতে পারবেন। আর এই আবেদন সম্পর্কে আরও তথ্য সম্পর্কে জেনে নিন।

Life Good Scholarship 2024 Apply Documents

  • দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
  • আধার কার্ড।
  • শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ।
  • ব্যাংক একাউন্টের তথ্য।
Google Pay (গুগুল পে)

Life Good Scholarship Online Apply Process

১. www.buddy4study.com ওয়েবসাইটে যেতে হবে।
২. নিজের একাউন্ট বানিয়ে নিতে হবে।
৩. Life Good Scholarship অপশন সার্চ করতে হবে।
৪. উক্ত স্কলারশিপে আবেদনের জন্য Start Application অপশনে ক্লিক করতে হবে।

এটিএম থেকে টাকা না পেলেও, টাকা কাটলো ব্যাংক। এবার কি করবেন?

৫. লাইফস গুড স্কলারশিপ অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।
৬. নিজের সকল নথি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৭. সকল শর্তাবলী স্বীকার করে নিতে হবে।
৮. সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন গ্রাহ্য হয়ে যাবে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *